নিষেধাজ্ঞার জবাব হবে ক্ষেপণাস্ত্রে

  
১৫ জানুয়ারি ২০২২, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে উত্তর কোরিয়া। হুঁশিয়ারি দিয়ে বলেছে, মার্কিন নিষেধাজ্ঞার জবাব ক্ষেপণাস্ত্র দিয়ে দেওয়া হবে। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাতে রাষ্ট্রীয় কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এ তথ্য জানায়। সম্প্রতি উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িত পাঁচ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এর জবাবে উ. কোরিয়ার ওই মুখপাত্র বলেন, ইচ্ছাকৃতভাবে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন যদি সংঘাতমূলক অবস্থান বজায় রাখে তবে শক্তিশালী এবং জোরালো পদক্ষেপ নেওয়া হবে। আলজাজিরা।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন