Logo
Logo
×

দশ দিগন্ত

টেক্সাসের জিম্মিকারী ব্রিটিশ নাগরিক

Icon

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি সিনাগগে (ইহুদি উপাসনালয়) জিম্মি সংকটে নিহত ব্যক্তি একজন ব্রিটিশ নাগরিক। নাম মালিক ফয়সাল আকরাম (৪৪)। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এ তথ্য জানিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যমগুলো বলছে, শনিবার সকালের প্রার্থনার মধ্যে ঢুকে পড়ে বন্দুক হাতে চারজনকে জিম্মি করেন তিনি। প্রায় ১০ ঘণ্টা পর নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে জিম্মি সবাইকে মুক্ত করা হয়। অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে বন্দুকধারীর মৃত্যু হয়। তিনি যুক্তরাষ্ট্রে বন্দি পাকিস্তানের নাগরিক আফিয়া সিদ্দিকীর মুক্তির জন্য জিম্মি ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে মনে করছে মার্কিন পুলিশ। তবে তিনি আফিয়ার ভাই নন। আফগানিস্তানে মার্কিন সামরিক কর্মকর্তাদের ওপর হামলার জেরে ২০১০ সালে আফিয়াকে ৮৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম