Logo
Logo
×

দশ দিগন্ত

লাদাখ ইস্যুতে চীনের হুঁশিয়ারি

ভারতের সঙ্গে বুঝে নেব, আমেরিকা যেন নাক না গলায়

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিবাদ মেটাতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপে নারাজ চীন। ভারতের সঙ্গে সীমান্তসংক্রান্ত সমস্যা নিয়ে আরও একবার নিজেদের সেই অবস্থান স্পষ্ট করল বেইজিং। বৃহস্পতিবার দেশটি, লাদাখ নিয়ে যে সংকট সৃষ্টি হয়েছে, তা মোকাবিলায় নয়াদিল্লির সঙ্গে ‘একান্ত’ আলোচনা চালিয়ে যাবে তারা। আমেরিকা যদি এই বিষয়ে নাক গলাতে আসে, তাহলে তা কিছুতেই বরদারশ করা হবে না। অন্য প্রতিবেশীদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও একই নীতি মেনে চলা হবে। এএফপি, দ্য হিন্দু ও দ্য ট্রিবিউন।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এই ইস্যুতে ভারতের সহমত আশা করছে। চীনা কর্মকর্তাদের বক্তব্য, ভারত-চীন সীমান্ত সমস্যা একেবারেই এই দুই দেশের দ্বিপাক্ষিক বিষয়। দু’পক্ষই আলোচনার মাধ্যমে তা মিটিয়ে নিতে সক্ষম। তাই এখানে তৃতীয় পক্ষের কথা বলার মতো কোনো জায়গা আছে বলে দুই দেশই মনে করে না। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইউ কিয়ান বলেন, ‘কিছু মার্কিন রাজনীতিকের কাছে ‘জবরদস্তি’ বিষয়টি বড়ই প্রিয়। তারা মনে হয় ভুলে গেছেন, আমেরিকাই ‘জবরদস্তির কূটনীতি’র উদ্ভাবক এবং এই খেলায় তারা অনেক আগেই পারদর্শিতা অর্জন করেছে। কিন্তু চীন এই নীতিতে বিশ্বাস করে না। আমরা কারও ওপর জবরদস্তি করি না, আমাদের ওপর অন্য কারও জবরদস্তি মানিও না। বরং আমরা জবরদস্তির কূটনীতির কঠোর বিরোধিতাতেই বিশ্বাসী।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম