যুক্তরাষ্ট্রের কালো তালিকার সেনাকর্তাকে এবার পুলিশপ্রধান বানাল উগান্ডা
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মার্কিন কালো তালিকাভুক্ত উগান্ডার ‘বর্বর’ সনা কর্মকর্তা মেজর জেনারেল অ্যাবেল কান্দিহোকে এবার পুলিশপ্রধান নিয়োগ দিলেন দেশটির প্রেসিডেন্ট ইওওয়েরি মুসেভিনি। মঙ্গলবার এক প্রজ্ঞাপন জারি করে দুর্ধর্ষ এই সামরিক গোয়েন্দা প্রধানকে দেশটির ভয়ঙ্কর পুলিশ বাহিনীর শীর্ষ কমান্ডে নিযুক্ত করলেন প্রেসিডেন্ট। নিউইয়র্ক টাইমস।
উগান্ডার সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রোনাল্ড কাকুরুঙ্গু এক বিবৃতিতে বলেছেন, কান্দিহোকে ‘উগান্ডা পুলিশ বাহিনীর জয়েন্ট স্টাফের পদে নিযুক্ত করা হয়েছে।’
জানুয়ারি পর্যন্ত, কান্দিহো সামরিক গোয়েন্দা বাহিনীর প্রধানের কমান্ডার ছিলেন। তার বিরুদ্ধে মারধর, যৌননিপীড়ন এবং বৈদ্যুতিক শকসহ বহুবিধভাবে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছিল।
সঙ্গত কারণে, মার্কিন ট্রেজারি গত ডিসেম্বরে কান্দিহোকে তার নজরদারিতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞার ‘চড় বসিয়েছিল’।
কান্দিহো তার ব্যুরোর মাধ্যমে গ্রেফতার ব্যক্তিদের যে ভয়ংকর নির্যাতন করতেন-সেগুলো ছিল রীতিমতো মানবাধিকার লঙ্ঘনের শামিল।
তার পরিচালনায় দীর্ঘমেয়াদি নির্যাতনে কারও কারও মৃত্যু হয়েছিল, অনেকেই হয়েছিলেন স্থায়ীভাবে পক্ষাঘাতগ্রস্ত। শুধু তাই নয়, গ্রেফতার ব্যক্তিদের অনেকেই তার বিরুদ্ধে যৌননির্যাতনের অভিযোগ এনেছিলেন।
সাংবাদিকদের ওপর হামলা, আইনজীবীদের কারাগারে পাঠানো, নির্বাচন পর্যবেক্ষকদের বিচার এবং বিরোধী নেতাদের ওপর সহিংস দমন-পীড়নের এক দুষ্ট উদাহরণ উগান্ডা।
সেই দেশটিতে কান্দিহোর মতো ভয়ংকর বিতর্কিত ব্যক্তির পুলিশ বিভাগের মতো নিরাপত্তাবাহিনীতে নিয়োগ দেশটির ওপর স্পটলাইট ফেলার উপলক্ষ্য এনে দিয়েছে বলেই অনেকের ধারণা।
