জলবায়ু তহবিল কোথায় গেল!
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জলবায়ু সংকটের বিশ্ব তহবিল গরিব দেশগুলোতে পৌঁছাচ্ছে না। অনিবার্য দুর্ভিক্ষের সংকটময় মুহূর্তেও এ অর্থ পাচ্ছে না সোমালিয়ার মতো দরিদ্র দেশগুলো। এ কারণে প্রতিশ্রুত ১০০ বিলিয়ন ডলারের দরিদ্র তহবিল অস্বচ্ছভাবে পরিচালনার সমালোচনা করেছেন জাতিসংঘের মানবিক বিষয়ক ও জরুরি ত্রাণ সমন্বয়ক মার্টিন গ্রিফিথস। নউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে বুধবার জলবায়ু বিষয়ক এক বৈঠকে এসব কথা বলেন তিনি। এ সময় এ কর্মকর্তা বলেন, ‘আমরা বোঝার চেষ্টা করছি, এ তহবিল কোথায় গেছে, কে আটকে রেখেছে, কে তা সোমালিয়ার মতো জায়গায় পৌঁছে দিচ্ছে না?’ দি গার্ডিয়ান। জাতিসংঘের এ মানবিক প্রধান স্বচ্ছতার প্রশ্ন তুলে গ্রিফিথস বলেন, ‘প্রতিশ্রুতি সত্ত্বেও বিলিয়ন ডলার কেন সোমালিয়ার দুর্ভিক্ষ মোকাবিলায় ব্যবহার করা হয়নি।’ এ কর্মকর্তা বলেন, ‘সোমালিয়া আমাদের আচরণের শিকার, আমাদের অভ্যাসের শিকার-এ জন্য তারা দায়ী নয়। আমরা এখনো প্রতিশ্র“ত অর্থ তাদের হাতে পৌঁছে দিতে পারিনি।’ জাতিসংঘ সতর্ক করেছে, বছরের শেষ নাগাদ সোমালিয়ার বিভিন্ন অঞ্চলকে দুর্ভিক্ষপীড়িত ঘোষণা করা হতে পারে। খরা এবং সংঘাতের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে পূর্ব আফ্রিকার দেশটি। ২০০৯ সালে জলবায়ু সম্মেলনে, জলবায়ুু সংকট দূর করতে এবং পরিবর্তিত অবস্থার সঙ্গে মানিয়ে নিতে নিম্ন আয়ের দেশগুলোকে বছরে ১০০ বিলিয়ন ডলারের তহবিল প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিল ধনী দেশগুলো।
