Logo
Logo
×

দশ দিগন্ত

ইমরান খানকে গ্রেফতারে বাড়ির সামনে পুলিশ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করতে লাহোরে তার বাড়িতে হানা দিল ইসলামাবাদ পুলিশ ও পাঞ্জাব পুলিশ। তোষাখানা মামলায় ২৮ ফেব্রুয়ারি ইমরানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। কারণ শুনানিতে আদালতে হাজিরা দেননি ইমরান। এর পরেই রোববার তাকে গ্রেফতারে হাজির হয়েছে পুলিশ। খবর পেতেই পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির কর্মীরা লাহোরের জামান পার্কের বাড়িতে জমায়েত হতে শুরু করে। এ নিয়ে উত্তেজনার পারদ চড়ছে পাকিস্তানে। ইমরান খানের চিফ অফ স্টাফ সিনেটর শিবলি ফারাজ দাবি করেছেন, পিটিআই প্রধান তার বাসভবনে এখন নেই। তবে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ইমরান খান তার বাসভবনে সমর্থকদের উদ্দেশে ভাষণ দিচ্ছেন। এ ছাড়া দেশটির শীর্ষস্থানীয় দৈনিক ডনও জানিয়েছে, এই মুহূর্তে ভাষণ দিচ্ছেন ইমরান খান।

খবরে বলা হয়, রোববার জামান পার্কে ইমরান খানকে গ্রেফতার করতে গেলে সেখানে পুলিশকে বাধা দেয় পিটিআই প্রধানের নেতাকর্মীরা। এরপর ধীরে ধীরে সমর্থকদের ভিড় বাড়তেই থাকে। প্রথম দিকে জামান পার্কের বাইরে অবস্থানরত ইসলামাবাদের এক পুলিশ সাংবাদিকদের বলেন, বিচারিক আদেশেই তারা লাহোরে এসেছেন। তিনি জানান, তাদের বাড়ির ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পুলিশের হানার পর এ নিয়ে সবর হয়েছেন পিটিআইর মুখপাত্র ফাওয়াদ চৌধুরী। সংবাদমাধ্যমে তিনি বলেন, ইমরান খানকে গ্রেফতার করার এই চেষ্টার পরিণাম ভয়ংকর হবে। এই অপদার্থ সরকারকে বলতে চাই দেশকে আর খারাপ অবস্থার মধ্যে ফেলবেন না। পিটিআই কর্মীদের এখনই জামান পার্কে ইমরান খানের বাড়িতে যাওয়া উচিত। সমর্থকরা পুলিশকে ইমরান খানের বাড়িতে ঢুকতে বাধা দিচ্ছে। এদিকে, পুলিশ সতর্ক করে বলেছে, যারা পুলিশকে তাদের দায়িত্ব পালনে বাধা দেবে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশের এই হুঁশিয়ারিতে ইমরান সমর্থকরা ভয় পাননি। তারা নেতাকে রক্ষায় জান বাজি রেখে লড়ে যাওয়ার কথা বলেছেন। বলেছেন, ইমরানকে গ্রেফতার করা হলে দেশজুড়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। অন্যদিকে, ইসলামাবাদ পুলিশ প্রধান সাংবাদিকদের বলেছেন, তারা আজ খালি হাতে ফিরবেন না।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম