Logo
Logo
×

দশ দিগন্ত

মোদির ভুয়া কর্মকর্তা গ্রেফতার

Icon

প্রকাশ: ১৮ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রধানমন্ত্রী নরেদ্র মোদির জ্যৈষ্ঠ কর্মকর্তা হিসাবে নিজেকে পরিচয়দানকারী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ভারতের আইনশৃঙ্খলা বাহিনী। প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তা হিসাবে নিজেকে জাহির করা এই ব্যক্তির নাম কিরন প্যাটেল। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানায়, প্রতারণা, ছদ্মবেশ ও জালিয়াতির অভিযোগে চলতি মাসের ২ তারিখ নিরাপত্তা কর্মীদের দ্বারা তিনি আটক হন। সে সময় তিনি কাশ্মীর উপত্যকায় সফরে ছিলেন। আটকের পরদিনই গ্রেফতার করা হয় প্যাটেলকে। গত বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হলে গ্রেফতারের বিষয়টি প্রকাশ্যে আসে।

তার বিরুদ্ধে দায়ের করা পুলিশি অভিযোগে বরা হয়, প্যাটেল ‘আর্থিক’ ও ‘বস্তুগত সুবিধা’ সুরক্ষিত করার চেষ্টা করেছিল। এছাড়া একটি ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টও রয়েছে তার। টুইটার ও ইন্সটাগ্রামে প্যাটেলের শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, তিনি আধা সামরিক বাহিনী দ্বারা বেষ্টিত একটি ‘সরকারি সফরে’ রয়েছেন। আদালতের নথি থেকে জানা যায়, নিরাপত্তা কর্মীরা তার কাছ থেকে জাল পরিচয়পত্র খুঁজে পেয়েছেন।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম