Logo
Logo
×

দশ দিগন্ত

ছোট খবর

ধনীদের জন্য বেশি দাম গরিবের কাছে সস্তায়

Icon

প্রকাশ: ২১ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পাকিস্তানে ১ লিটার পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ২৭২ রুপি। কিন্তু তা সবার জন্য না। দেশের গরিব মানুষকে ভর্তুকি দেওয়ার জন্য পাকিস্তান সরকার ধনীদের কাছ থেকে পেট্রোলে অতিরিক্ত ১০০ রুপি আদায়ের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে দেশটিতে ধনীদের কাছে পেট্রোল বেশি দামে এবং গরিবদের কাছে কম দামে বিক্রি করা হবে। সোমবার পাকিস্তানের পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী মুসাদিক মাসুদ মালিক সরকারের নতুন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

তিনি বলেছেন, সরকার বিত্তশালীদের কাছ থেকে পেট্রোলের জন্য ১০০ রুপি বেশি চার্জ আদায় করবে। যাতে স্বল্প আয়ের জনগোষ্ঠীর জ্বালানি শুল্কে এই অর্থ ব্যয় করা যায়। এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের এই মন্ত্রী বলেছেন, ‘আমরা ধনীদের জন্য পেট্রোলকে বেশি দামি এবং গরিবদের জন্য সস্তা করব। ... ধনীরা যে উচ্চমূল্য দিচ্ছেন তা নিম্ন আয়ের জনগোষ্ঠীর মাঝে ভর্তুকিযুক্ত পেট্রোল সরবরাহে ব্যবহার করা হবে।’ দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দরিদ্রদের জন্য একটি ভর্তুকি প্যাকেজ ঘোষণা করার একদিন পরে পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী মালিকের এই মন্তব্য করেছেন। প্যাকেজ অনুযায়ী, দরিদ্র জনগোষ্ঠীর লোকজনদের মাঝে প্রতি লিটার পেট্রোলে ৫০ রুপি ভর্তুকি দেওয়ার কথা রয়েছে। ত্রাণ প্যাকেজ নিয়ে পর্যালোচনা বৈঠকের পর পাকিস্তান প্রধানমন্ত্রী বলেছিলেন, স্বল্প আয়ের গ্রাহক; যাদের মোটরসাইকেল, রিকশা, ৮০০ সিসি গাড়ি বা অন্যান্য ছোট গাড়ি রয়েছে, তাদের এই ভর্তুকি দেওয়া হবে। ভর্তুকির বিষয়ে প্রতিমন্ত্রী মালিক বলেছেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মন্ত্রণালয়কে ভর্তুকি বাড়িয়ে ১০০ রুপি করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘ধনীদের ১০০ রুপি বেশি এবং গরিবদের ১০০ রুপি কম চার্জ করা হবে।’ ডন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম