Logo
Logo
×

দশ দিগন্ত

ছোট খবর

জাপান উপকূলে সবচেয়ে গভীর জলের মাছ

Icon

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সাগরের অস্বাভাবিক গভীরতায় সাঁতার কাটা একটি মাছের ভিডিও ছবি তুলেছেন বিজ্ঞানীরা। এখন পর্যন্ত সন্ধান পাওয়া সবচেয়ে গভীর জলের মাছ বলা হচ্ছে একে। সাগরপৃষ্ঠ থেকে ২৭ হাজার ৩৪৯ ফুট (আট হাজার ৩৩৬ মিটার) নিচে বিচরণ করা মাছটি এক ধরনের স্নেইলফিশ। জাপানের দক্ষিণে ইজু-ওগাসাওয়ারা ট্রেঞ্চে (সাগরের নিচের গভীর খাত) সাঁতার কাটার সময় জাহাজ থেকে নামিয়ে দেওয়া ল্যান্ডারের মাধ্যমে মাছটির ছবি তোলা হয়।

এর আগে প্রশান্ত মহাসাগরের গভীরতম অংশ মারিয়ানা ট্রেঞ্চে আট হাজার ১৭৮ মিটার নিচে মাছের বিচরণ পর্যবেক্ষণ করা হয়েছিল। নতুন মাছ পর্যবেক্ষণের স্থানটি তার চেয়েও ১৫৮ মিটার বেশি গভীরে। ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার গভীর সাগরবিষয়ক বিজ্ঞানী অধ্যাপক অ্যালেন জেমিসন ১০ বছর আগে অনুমান করেছিলেন, সম্ভবত সর্বোচ্চ আট হাজার ২০০ থেকে আট হাজার ৪০০ মিটার গভীরতা পর্যন্ত মাছের সন্ধান মিলতে পারে। বিশ্বব্যাপী এক দশকের পর্যবেক্ষণ শেষে তা-ই নিশ্চিত হওয়া গেল। জেমিসন এ-ও বলেছেন, এটাই সর্বোচ্চ মাত্রা। আর কয়েক মিটারের পরই কোনো মাছ থাকা আদৌ সম্ভব নয়। সাগরের আট কিলোমিটার গভীরে ৮০ মেগাপ্যাসক্যালেরও বেশি চাপ অনুভব করে øেইলফিশ, যা সমুদ্রপৃষ্ঠের দিকের চাপের চেয়ে ৮০০ গুণ বেশি। বিবিসি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম