চীনের তৈরি যাত্রীবাহী বিমানের প্রথম বাণিজ্যিক ফ্লাইট শুরু
প্রকাশ: ২৯ মে ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাণিজ্যিক ফ্লাইটে যাত্রা শুরু করল দেশে তৈরি চীনের প্রথম যাত্রীবাহী বিমান। রোববার সি৯১৯ নামের বিমানটি রোববার সাংহাই হংকিয়াও বিমানবন্দর থেকে তার অভিষেক যাত্রা শুরু করে। রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক বিমান করপোরেশন অব চায়না (সিওএমএসি) এটি তৈরি করেছে। যদিও এর ইঞ্জিনসহ অনেক যন্ত্রাংশ বিদেশ থেকে রপ্তানিকৃত। সোমবার থেকে সি৯১৯ জেটটি সাংহাই ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চেংডুর মধ্যে চায়না ইস্টার্নের নিয়মিত রুটে চলাচল করবে বলে জানা যায়। বেইজিং আশা করছে সি৯১৯ বাণিজ্যিক জেটলাইনারটি বিদেশি মডেল বোয়িং ৭৩৭ এমএএক্স ও এয়ারবাস এ৩২০’র মতো বিদেশি মডেলগুলোকে চ্যালেঞ্জ করতে সক্ষম হবে। চীনের জাতীয় গণমাধ্যম সিসিটিভি জানায়, ‘ভবিষ্যতে, বেশিরভাগ যাত্রী আরও ব্যাপক আকারে অভ্যন্তরীণভাবে উৎপাদিত বিমানে ভ্রমণ করতে সক্ষম হবেন।’
