Logo
Logo
×

দশ দিগন্ত

ইরাকে বিয়েবাড়িতে আগুন, বর-কনেসহ ১০০ জনের মৃত্যু

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ইরাকের উত্তরাঞ্চলে এক বিয়েবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০০ জন প্রাণহানি ও ১৫০ জন আহত হয়েছেন। মৃতদের মধ্যে বর ও কনেও আছেন। দেশটির নিনেভ প্রদেশের আল-হামদানিয়া জেলায় মঙ্গলবার এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ঠিক কী কারণে এ আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। এএফপি ও বিবিসি।

এ ঘটনায় পুড়ে যাওয়া কমপক্ষে ৫০ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীরের অর্ধেকের বেশি অংশ পুড়ে গেছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আতশবাজি পোড়ানো থেকে আগুন ছড়িয়ে পড়ে। ইরাকের সংবাদ সংস্থা নিনা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে, কয়েক ডজন দমকলকর্মী আগুন নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগুনে বিয়েবাড়ির ভবনের ছাদের একাংশও পুড়ে গেছে। ইরাকের বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর জানিয়েছে, অত্যন্ত দাহ্য পদার্থ ব্যবহারের ফলে আগুনে বিয়ের হলের কিছু অংশ ধসে পড়েছে। সেসঙ্গে বিয়ের ওই হল কমমানের সামগ্রী দিয়ে তৈরি করায় আগুন লাগার মিনিটের মধ্যে ধসে পড়ে। নিখোঁজদের খুঁজতে বুধবার সকালে দমকল বাহিনীকর্মীদের ভবনের ধ্বংসাবশেষের ওপর উঠতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, শত শত ব্যক্তি বিয়ের অনুষ্ঠান উদ্যাপন করছিলেন। স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে এতে আগুন লেগে যায়। এ ঘটনায় বেঁচে যাওয়া ১৭ বছর বয়সি রানিয়া ওয়াদ বলেছেন, অগ্নিকাণ্ডের ঠিক পূর্ব মুহূর্তে বর-কনে স্লো-ড্যান্স করছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম