|
ফলো করুন |
|
|---|---|
চলতি বছর সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে মারা গেছেন বিশ্বের বিভিন্ন দেশের এক হাজার ৩০১ জন নাগরিক। সোমবার বিবিসির খবরে এ তথ্য জানা গেছে। তাদের বেশির ভাগই ছিলেন অননুমোদিত হজযাত্রী। যারা প্রচণ্ড গরমে দীর্ঘ পথ হেঁটে এসেছিলেন। সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, যারা মারা গেছেন তাদের অনেকেই পর্যাপ্ত আশ্রয় ছাড়াই সরাসরি সূর্যের আলোতে দীর্ঘ পথ হেঁটেছেন। সৌদি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, যারা মারা গেছে তাদের চার ভাগের তিন ভাগের সেখানে থাকার অনুমতি ছিল না। এছাড়া যারা মারা গেছেন তাদের মধ্যে কয়েকজন বয়স্ক ছিলেন। সৌদি আরবে তাপমাত্রা এবার ৫১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল।
