Logo
Logo
×

টিউটোরিয়াল

এসএসসি পরীক্ষার প্রস্তুতি

জীববিজ্ঞান * পদার্থবিজ্ঞান * কৃষিশিক্ষা

জীববিজ্ঞান

Icon

মো. মাসুদ খান

প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

প্রধান শিক্ষক, ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

জীবে পরিবহন

[পূর্বে প্রকাশিত অংশের পর]

৪১। পত্ররন্ধ্রে কোন ধরনের কোষ থাকে?

উত্তর : রক্ষীকোষ

৪২। উদ্ভিদের গৌণ বৃদ্ধি হলে, কাণ্ডের বাকল ফেটে কী সৃষ্টি হয়? উত্তর : লেন্টিসেল

৪৩। প্রস্বেদন প্রক্রিয়ায় পাতার কোন অংশের বায়ু পানির সঙ্গে মেশে? উত্তর : বায়ুকুঠুরি

৪৪। বায়বীয় অঙ্গের ভিত্তিতে প্রস্বেদন কয় ভাগে বিভক্ত?

উত্তর : ৩ ভাগে

৪৫। কোষরস কাকে বলে?

উত্তর : উদ্ভিদ কোষে উপস্থিত খনিজ পদার্থ মিশ্রিত যে পানি তাকে কোষরস বলে।

৪৬। উদ্ভিদে প্রস্বেদনের শতকরা কতভাগ পত্ররন্ধ্রের মাধ্যমে ঘটে? উত্তর : ৯০%

৪৭। কিউটিকল কাকে বলে?

উত্তর : পাতার ওপর ও নিচের কিউটিনের আবরণকে কিউটিকল বলে।

৪৮। রক্তরসের রং কেমন?

উত্তর : Clr হলুদাভ

৪৯। রক্ত সংবহনতন্ত্রকে সাধারণত কয়ভাগে ভাগ করা যায়? উত্তর : ২ ভাগে

৫০। সাধারণত রক্তের কতভাগ রক্তরস?

উত্তর : ৫৫ ভাগ

৫১। রক্তরসে জৈব ও অজৈব পদার্থের শতকরা পরিমাণ কত? উত্তর : ৮-৯%

৫২। রক্তরস কাকে বলে?

উত্তর : রক্তের বর্ণহীন তরল অংশকে রক্তরস বলে।

৫৩। রক্ত সংবহনতন্ত্র কাকে বলে?

উত্তর : যে তন্ত্রের মাধ্যমে রক্ত প্রতিনিয়ত দেহের বিভিন্ন অঙ্গ এবং অংশে চলাচল করে তাকে রক্ত সংবহনতন্ত্র বলে।

৫৪। মানবদেহে কত প্রকার রক্তকণিকা দেখা যায়?

উত্তর : ৩ প্রকার

৫৫। রক্তকণিকার জন্ম কোথায়?

উত্তর : লাল অস্থিমজ্জায়

৫৬। একই দিনে জন্ম নেয়া একটা শ্বেতকণিকার চেয়ে একটা লোহিতকণিকা কতদিন বেশি বাঁচে?

উত্তর : ১০০ দিন

৫৭। প্রতি কিউবিক মিলিমিটার রক্তে শ্বেতকণিকার সংখ্যা কত?

উত্তর : ৫-১০ হাজার

৫৮। প্রতি কিউবিক মিলিমিটারে পূর্ণবয়স্ক ব্যক্তির রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা কত?

উত্তর : প্রায় ৫০ লাখ

৫৯। শ্বেত-রক্তকণিকার চেয়ে লোহিত রক্তকণিকার সংখ্যা কত গুণ বেশি?

উত্তর : প্রায় ৫০০ গুণ

৬০। প্রতি কিউবিক মিলিমিটারে অণুচক্রিকার সংখ্যা কত?

উত্তর : প্রায় ২ লাখ ৫০ হাজার

৬১। অস্থিমজ্জা থেকে কি রক্তকণিকা উৎপন্ন হয়?

উত্তর : লোহিত ও শ্বেতকণিকা

৬২। রক্তরসে শতকরা প্রায় কত ভাগ পানি রয়েছে?

উত্তর : ৯০%

৬৩। মৃত শ্বেত রক্তকণিকা কিসে পরিণত হয়?

উত্তর : পুঁজ

৬৪। রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যা অতিমাত্রায় বেড়ে গেলে কী হয়?

উত্তর : লিউকোমিয়া

৬৫। ফ্যাগোসাইটিসিস কাকে বলে?

উত্তর : শ্বেত রক্তকণিকার জীবাণু ভক্ষণের প্রক্রিয়াকে ফ্যাগোসাইটিসিস বলে।

৬৬। কোন বিজ্ঞানী মানুষের রক্তের শ্রেণিবিভাগ করেন? উত্তর : কার্ল ল্যান্ড স্টেইনার

৬৭। একজন সুস্থ ব্যক্তি কত মাস অন্তর রক্ত দান করতে পারে? উত্তর : চার মাস

৬৮। বিজ্ঞানী কার্লল্যান্ড স্টেইনার কত সালে মানুষের রক্তের শ্রেণিবিন্যাস করেন?

উত্তর : ১৯০১ সালে

৬৯। রক্তের গ্রুপ জানা না থাকলে সাধারণত কোন গ্রুপ নিরাপদ? উত্তর : O এবং Rh-

৭০। মানবদেহে কয় ধরনের এন্টিজেন রয়েছে?

উত্তর : ২ ধরনের

৭১। একজন সুস্থ মানুষ একবারে কত মিলি রক্ত দিতে পারে? উত্তর : ৪৫০ মিলি

৭২। মানুষের দেহে প্রতি সেকেন্ডে কতটি লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়? উত্তর : ২০ লাখ

৭৩। হৃৎপিণ্ডের প্রাচীর কয়টি স্তর নিয়ে গঠিত?

উত্তর : ৩টি

৭৪। ডায়াস্টোল কাকে বলে?

উত্তর : হৃৎপিণ্ডের প্রসারণকে ডায়াস্টোল বলে।

পদার্থবিজ্ঞান

মো. বদরুল ইসলাম

সহকারী শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাই স্কুল, তেজগাঁও, ঢাকা

বস্তুর ওপর তাপের প্রভাব

[পূর্বে প্রকাশিত অংশের পর]

৩৪। দুটি স্থিরাঙ্কের মধ্যবর্তী তাপমাত্রার ব্যবধানকে কী বলে?

উত্তর: মৌলিক ব্যবধান।

৩৫। কোনটিকে নানাভাবে ভাগ করে তাপমাত্রার বিভিন্ন স্কেল তৈরি করা হয়েছে?

উত্তর: মৌলিক ব্যবধান।

৩৬। কোনো বস্তুর তাপমাত্রা সেলসিয়াস স্কেলে ৭০০ হলে কেলভিন স্কেলে এর মান কত?

উত্তর: ২৪৩

৩৭। পদার্থের অণুগুলো কেমন?

উত্তর: সর্বদা গতিশীল।

৩৮। কোন পদার্থের অণুগুলো এক স্থানে থেকে এদিক-ওদিক স্পন্দিত হয়?

উত্তর: কঠিন।

৩৯। কোন পদার্থের অণুগুলো এলোমেলোভাবে ছোটাছুটি করে?

উত্তর: তরল ও গ্যাসীয়।

৪০। পদার্থের অণুগুলোর গতিশক্তি ও বিভবশক্তির সমষ্টিকে কী বলে?

উত্তর: অভ্যন্তরীণ শক্তি।

৪১। কঠিন পদার্থের অণুগুলোর মধ্যে কোন বল বিদ্যমান?

উত্তর: আকর্ষণ-বিকর্ষণ।

৪২। আকর্ষণ-বিকর্ষণ বল থাকার কারণে কঠিন পদার্থের অণুগুলোর মধ্যে কোনটি বিদ্যমান থাকে?

উত্তর: বিভবশক্তি।

৪৩। কোন পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণ-বিকর্ষণ বল নেই?

উত্তর: অক্সিজেন।

৪৪। স্থিতিশক্তি আছে কোন পদার্থের?

উত্তর: কঠিন।

৪৫। তাপমাত্রা বৃদ্ধি করে কোন শক্তি?

উত্তর: গতিশক্তি।

৪৬। কঠিন পদার্থের ক্ষেত্রে সাম্যাবস্থা থেকে অণুগুলোর কী বৃদ্ধি পায়?

উত্তর: সরণ।

৪৭। তাপীয় প্রসারণ কোন পদার্থের সবচেয়ে বেশি?

উত্তর: অক্সিজেনের।

৪৮। কিসে তাপীয় প্রসারণ কম?

উত্তর: পানি।

৪৯। দুটি অণুর মধ্যে আন্তঃআণবিক দূরত্ব বৃদ্ধি পেলে তখন অণু দুটি কী অনুভব করে?

উত্তর: আকর্ষণ।

৫০। তামা, জলীয় বাষ্প এবং পানির আপেক্ষিক তাপের অনুপাত কী হবে?

উত্তর: ২ : 10 : 21

৫১. কোন পদার্থের আপেক্ষিক তাপ সর্বাধিক?

উত্তর: পানি।

৫২. আপেক্ষিক তাপের একক কী?

উত্তর: Jkg-1K-1

৫৩. ভরের পানির তাপমাত্রা ১শ বাড়াতে কত তাপ লাগবে?

উত্তর: 42J

৫৪। সিসার আপেক্ষিক তাপ কত?

উত্তর: 130 Jkg-1K-1

৫৫। বস্তুর একক ভরের তাপধারণ ক্ষমতাকে কী বলা হয়?

উত্তর: আপেক্ষিক তাপ।

৫৬। আপেক্ষিক তাপ কী?

উত্তর: বস্তুর উপাদানের বৈশিষ্ট্য।

৫৭। বরফের আপেক্ষিক তাপ কত?

উত্তর: 2.1×103Jkg-1K-1

৫৮। জলীয় বাষ্পের আপেক্ষিক তাপ কত?

উত্তর : 2000Jkg-1K-1

৫৯। তামার আপেক্ষিক তাপ কত?

উত্তর: 400Jkg-1K-1

৬০। কোন বস্তুর আপেক্ষিক তাপ কিসের ওপর নির্ভর করে?

উত্তর: উপাদান।

৬১। কোনো বস্তুর আপেক্ষিক তাপ বলতে কী বোঝায়?

উত্তর: বস্তুর একক ভরের তাপ ধারণ ক্ষমতা।

৬২। সিসার আপেক্ষিক তাপ 1300Jkg-1K-1 হলে 1kg ভরের সিসার তাপমাত্রা 1k বাড়াতে কত তাপের প্রয়োজন?

উত্তর: 130J

৬৩। পানির আপেক্ষিক তাপ কত?

উত্তর: 4.2×103 Jkg-1K-1

৬৪। কোনো বস্তুর তাপমাত্রা ১শ বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে ঐ বস্তুর কী বলে?

উত্তর : তাপধারণ ক্ষমতা।

৬৫. রুপার আপেক্ষিক তাপ কত Jkg-1K-1?

উত্তর: 230

কৃষিশিক্ষা মডেল টেস্ট

দেওয়ান সামছুর রহমান

সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ

বহুনির্বাচনী অভিক্ষা

সময় : ২৫ মিনিট পূর্ণমান- ২৫

বিষয় কোড- ১৩৪

১। কোনটি রবি মৌসুমের ফসল?

(ক) টমেটো (খ) ভুট্টা (গ) বেগুন (ঘ) রোপা আমন

২। রোগিং কী?

(ক) রোগ মুক্তকরণ (খ) সংগ্রহকরণ

(গ) বীজ বপন (ঘ) বাছাইকরণ

৩। কোনটি নির্গমনশীল উদ্ভিদ?

(ক) টোপাপানা (খ) আড়াইল (গ) কাটা শেওলা (ঘ) মালঞ্চ

৪। মিল্ক রিপ্রেসারে আমিষের পরিমাণ কত ভাগ?

(ক) ৪০% (খ) ৩০%

(গ) ২০% (ঘ) ১০%

৫। হলস্টেইন কিসের জাত?

(ক) গরু (খ) মহিষ

(গ) ছাগল (ঘ) ভেড়া

৬। পরিবহনের সময় মাছের পোনা কিসের অভাবে মারা যায়?

(ক) হাইড্রোজেন (খ) অক্সিজেন

(গ) উপযুক্ত যানবাহন (ঘ) পলিথিন ব্যাগ।

৭। কোনটির আক্রমণে মাছের ক্ষত রোগ হয়?

(ক) ভাইরাস (খ) ব্যাকটেরিয়া

(গ) পরজীবী (ঘ) ছত্রাক

৮। বাসকের ব্যবহৃত অংশ কোনটি?

(ক) ফল (খ) বীজ

(গ) পাতার নির্যাস (ঘ) সমস্ত উদ্ভিদ

৯। লবণাক্ততা সহিষ্ণু ধানের জাত হচ্ছে-

i) ব্রি ধান ৪৭ ii) ব্রি ধান ৫৪ iii) ব্রি ধান ৮

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) i ও iii

(গ) ii ও iii (ঘ) i, ii ও iii

১০। উপকূলীয় এলাকায় কোনটি একটি বিরাট প্রাকৃতিক দুর্যোগ?

(ক) বন্যা (খ) জলোচ্ছ্বাস

(গ) খরা (ঘ) ভূমিকম্প

১১। বিনা চাষের ফসল কোনটি?

(ক) পান (খ) তুলা

(গ) মুলা (ঘ) ধান

১২। জুমচাষ করা হয় সাধারণত যেসব এলাকায়?

i) টাঙ্গাইল ii) খাগড়াছড়ি iii) খুলনা

(ক) i (খ) ii

(গ) i ও ii (ঘ) ii ও iii

১৩। বীজকে পরবর্তী মৌসুমে ব্যবহারের জন্য এর আর্দ্রতা কত রাখতে হয়?

(ক) ৪০% (খ) ১৯%

(গ) ১৮% (ঘ) ১২%

১৪। গরুকে দৈনিক কত কেজি শুকনা খড় দেয়া হয়?

(ক) ১-২ কেজি (খ) ২-৩ কেজি

(গ) ৩-৪ কেজি (ঘ) ৪-৫ কেজি

১৫। উৎসের ওপর ভিত্তি করে মাছের সম্পূরক খাদ্য তৈরির উপাদানকে কয় ভাগে ভাগ করা যায়?

(ক) ২ (খ) ৩

(গ) ৪ (ঘ) ৫

১৬। লেইটব্লাইট কোন ফসলের রোগ?

(ক) ধান (খ) আলু

(গ) গম (ঘ) সরিষা

১৭। পুকুরের তলদেশে বসবাসকারী মাছ হল-

i) শিং ii) কাতলা iii) কালবাউশ

(ক) i (খ) i ও ii

(গ) i ও iii (ঘ) i, ii ও iii

১৮। সেকিডিস্ক দ্বারা পুকুরে মাছের কী পরীক্ষা করা হয়?

(ক) স্বাস্থ্য (খ) পানির রং

(গ) জীবাণু (ঘ) প্রাকৃতিক খাদ্য

১৯। বর্তমানে দেশে নদ-নদী ও জলাশয়ে কতটি অভয়াশ্রম পরিচালিত হয়?

(ক) ২০০টি (খ) ৩৫০টি

(গ) ৫০০টি (ঘ) ৬৬০টি

২০। ইলিশের আকৃতি ২৩ সে.মি.-এর কম হলে তা কী নামে পরিচিত হয়?

(ক) সিলন (খ) জাটকা

(গ) কটকা (ঘ) ঘনিয়া

২১। হাঁস-মুরগির সদ্য ফোটা বাচ্চাদের ব্রুডার ঘরে কত সপ্তাহ বয়স পর্যন্ত কৃত্রিমভাবে তাপ দেয়া হয়?

(ক) ৪-৬ সপ্তাহ (খ) ৬-৮ সপ্তাহ

(গ) ২-৩ সপ্তাহ (ঘ) ৩-৫ সপ্তাহ

২২। বারি গম-২০ এর নাম কী?

(ক) প্রদীপ (খ) সৈকত

(গ) গৌরব (ঘ) দিশারী

উদ্দীপকটি পড় এবং ২৩-২৫ নং প্রশ্নের উত্তর দাও

শামীম সুন্দরবন ঘুরে এসে একটি জাতীয় দৈনিকের জন্য প্রতিবেদন তৈরি করে। সুন্দর বনের গাছপালা, পশুপাখি সম্পর্কে বিস্তারিত এতে সে উল্লেখ করে।

২৩। সুন্দর বনের নামকরণ করা হয়েছে কোন বৃক্ষের নামানুসারে?

(ক) সোনালু (খ) সুন্দরী

(গ) গোলপাতা (ঘ) গরান

২৪। সুন্দরবনের আয়তন কত?

(ক) ৩০০০ ব. কি.মি. (খ) ৪০০০ ব. কি.মি. (গ) ৫০০০ ব. কি.মি. (ঘ) ৬০০০ ব. কি.মি.

২৫। সুন্দরবনের উল্লেখযোগ্য বৃক্ষ হল-

i) গরান ii) সেগুন iii) বাইন

(ক) i ও ii (খ) i ও iii

(গ) ii ও iii (ঘ) i, ii ও iii

উত্তরমালা : ১.ক, ২.ঘ, ৩.খ, ৪.গ, ৫.ক, ৬.খ, ৭.ঘ, ৮.গ, ৯.ঘ, ১০.খ, ১১.ক, ১২.খ, ১৩.ঘ, ১৪.গ, ১৫.ক, ১৬.খ, ১৭.গ, ১৮.ঘ, ১৯.গ, ২০.খ, ২১.ক, ২২.গ, ২৩.খ, ২৪.ঘ, ২৫.খ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম