এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি
ভূগোল ও পরিবেশ * তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
ভূগোল ও পরিবেশ
দেওয়ান সামছুর রহমান
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ
জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর
১ম অধ্যায় : ভূগোল ও পরিবেশ
১. Geography শব্দটির অর্থ কী?
উত্তর: Geography শব্দটির অর্থ হল পৃথিবীর বর্ণনা।
২. অধ্যাপক ম্যাকনির ভূগোল সম্পর্কিত সংজ্ঞাটি কী?
উত্তর: মানুষের আবাস ভূমি হিসেবে পৃথিবীর আলোচনা বা বর্ণনাকে ভূগোল বলে।
৩. অধ্যাপক ডাডলি স্ট্যাম্পের ভূগোলের সংজ্ঞাটি কী?
উত্তর: অধ্যাপক ডাডলি স্ট্যাম্পের মতে পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হল ভূগোল।
৪. পরিবেশ কাকে বলে?
উত্তর: আমাদের চারপাশের সকল জীব ও জড় উপাদানের সর্বসমেত প্রভাব সংঘটিত ঘটনাকে পরিবেশ বলে।
৫. প্রাকৃতিক পরিবেশ কাকে বলে?
উত্তর: প্রকৃতির জড় ও জীব উপাদান নিয়ে যে পরিবেশ তাকে ভৌত বা প্রাকৃতিক পরিবেশ বলে।
৬. পরিবেশ কয় প্রকার? উত্তর : পরিবেশ দুই প্রকার।
৭. পরিবেশের উপাদান কয় প্রকার?
উত্তর : পরিবেশের উপাদান দুই প্রকার।
২য় অধ্যায় : মহাবিশ্ব ও আমদের পৃথিবী
৮. মহাকাশ কী?
উত্তর: আদি অন্তহীন আকাশকে মহাকাশ বলে।
৯. জ্যোতিষ্ক কী?
উত্তর: অসীম মহাকাশের নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, ছায়াপথকে বলে জ্যোতিষ্ক।
১০. গ্রহ কাকে বলে?
উত্তর: যেসব জ্যোতিষ্কের তাপ ও আলো নেই, এবং মহাকর্ষ বলের প্রভাবে এরা সূর্যকে কেন্দ্র করে আবতির্ত হয় তাদের গ্রহ বলে।
১১. নক্ষত্র কী? উত্তর: যেসব জ্যোতিষ্কের নিজের আলো আছে তাদের নক্ষত্র বলে।
১২. সূর্যের নিকটতম নক্ষত্রের নাম কী?
উত্তর: প্রক্সিমা সেনটোরাই (Proxima Centauri)।
১৩. সূর্যের নিকটতম গ্রহের নাম কী?
উত্তর: সূর্যের নিকটতম গ্রহের নাম বুধ।
১৪. সৌরজগৎ কাকে বলে?
উত্তর: সূর্য এবং তার গ্রহ, উপগ্রহ, গ্রহানুপুঞ্জ, অসংখ্য ধূমকেতু ও অগণিত উল্কা নিয়ে যে সুবিশাল ও রহস্যময় জগৎ গঠিত তাকে সৌরজগৎ বলে।
১৫. অধিবর্ষ কাকে বলে?
উত্তর: যে বছর ফেব্রুয়ারি মাসকে ১ দিন বাড়িয়ে ২৯ দিন করা হয় এবং ওই বছরটিকে ৩৬৬ দিন ধরা হয় সে বছরকে অধিবর্ষ বলে।
১৬। আহ্নিক গতি কাকে বলে?
উত্তর: পৃথিবী তার নিজ মেরু অক্ষের চারদিকে দিনে একবার ঘুরে আসার আবর্তন গতিকে আহ্নিক গতি বলে।
১৭। বার্ষিক গতি কাকে বলে?
উত্তর: সূর্যকে কেন্দ্র করে উপবৃত্তাকার পথে পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবীর পরিক্রমকে বার্ষিক গতি বলে।
১৮। কোন গ্রহকে গ্রহরাজ বলা হয়?
উত্তর: বৃহস্পতিকে গ্রহরাজ বলা হয়।
১৯। নিরক্ষ রেখা কাকে বলে?
উত্তর: পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে যে রেখাটি পূর্ব-পশ্চিমে পুরো পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে নিরক্ষ রেখা বলে।
২০। উত্তর গোলার্ধ কাকে বলে?
উত্তর: নিরক্ষরেখার উত্তর দিকের পৃথিবীর অর্ধেককে উত্তর গোলার্ধ বলে।
২১। হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়?
উত্তর: হ্যালির ধূমকেতু ৭৬ বছর পর পর দেখা যায়।
২২। গ্যালাক্সি কাকে বলে?
উত্তর: মহাকাশে, গ্রহ, নক্ষত্র, ধূলিকণা, ধূমকেতু বাষ্পকুণ্ডের এক বিশাল সমাবেশকে গ্যাল্যাক্সি বলে।
২৩। অক্ষ রেখা কাকে বলে?
উত্তর: নিরক্ষরেখার সমান্তরাল যে রেখাগুলো রয়েছে সেগুলোকে অক্ষরেখা বলে।
২৪। আলোকবর্ষ কাকে বলে?
উত্তর: আলো প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে। এই বেগে আলো এক বছরে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে আলোকবর্ষ বলে।
২৫। অনুসূর কাকে বলে?
উত্তর: ১ জানুয়ারি থেকে ৩ জানুয়ারি তারিখে পৃথিবী সূর্য থেকে সবচেয়ে কম দূরত্বে অবস্থান করে পৃথিবীর এই অবস্থাকে অনুসূর বলে।
২৬। প্রতিপাদ স্থান কাকে বলে?
উত্তর: ভূ-পৃষ্ঠের কোনো বিন্দু থেকে পৃথিবীর কোনো কল্পিত ব্যাস ভূ-কেন্দ্র ভেদ করে অপরদিকে ভূ-পৃষ্ঠকে যে বিন্দুতে স্পর্শ করে সেই বিন্দুকে প্রথম বিন্দুটির প্রতিপাদ স্থান বলে।
২৭। বাসন্ত বিষুব কাকে বলে?
উত্তর: ২১শে মার্চ পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হয় এবং উত্তর গোলার্ধে বসন্তকাল তাই একে বাসন্ত বিষুব বলে।
৩য় অধ্যায় : মানচিত্র গঠন ও ব্যবহার
২৮। মানচিত্র কাকে বলে?
উত্তর: পৃথিবী বা কোনো অঞ্চলে বা এর অংশবিশেষকে কোনো সমতল ক্ষেত্রের ওপর অঙ্কন করাকে মানচিত্র বলে।
২৯। মানচিত্রগুলোকে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তর: মানচিত্রগুলোকে ৩ ভাগে ভাগ করা যায়।
৩০। প্রাকৃতিক মানচিত্র কাকে বলে?
উত্তর: যে মানচিত্রে কোনো দেশ বা অঞ্চলের বিভিন্ন প্রাকৃতিক ভূমিরূপ যেমন, পর্বত, মালভূমি, মরুভূমি, নদী, হ্রদ ইত্যাদি সম্পর্কে তথ্য থাকে তাকে প্রাকৃতিক মানচিত্র বলে।
৩১। GPS কী?
উত্তর: GPS হচ্ছে এমন একটি যন্ত্র যা রিসিভারের সাহায্যে ভূ-উপগ্রহ থেকে বিভিন্ন রকমের তথ্য সংগ্রহ করে।
৩২। GIS কী?
উত্তর: GIS হচ্ছে ভৌগোলিক তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ ব্যবস্থা।
৩৩। স্থানীয় সময় কাকে বলে?
উত্তর: আকাশে সূর্যের অবস্থান থেকে যে সময় স্থির করা হয় তাকে স্থানীয় সময় বলে।
৩৪। প্রমাণ সময় কাকে বলে?
উত্তর: কোনো একটি দেশের মধ্যভাগের দ্রাঘিমা রেখা অনুযায়ী যে সময় নির্ধারণ করা হয় সে সময়কে ওই দেশের প্রমাণ সময় বলে।
অধ্যায় ৪র্থ : পৃথিবীর বাহ্যিক ও অভ্যন্তরীণ গঠন
৩৫। অশ্মমণ্ডল কী?
উত্তর: পৃথিবীর উপরিভাগ থেকে পৃথিবীর অভ্যন্তরের ১০০ কিলোমিটার পর্যন্ত হালকা উপাদানে গঠিত হয়েছে অশ্মমণ্ডল।
৩৬। শিলা কী?
উত্তর: ভূত্বক যেসব উপাদান দিয়ে তৈরি তার সাধারণ নাম শিলা।
৩৭। পাললিক শিলা কাকে বলে?
উত্তর: পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয়েছে তাকে পাললিক শিলা বলে।
৩৮। ভূমিকম্প কাকে বলে?
উত্তর: পৃথিবীর কঠিন ভূত্বকের কোন কোন অংশ প্রাকৃতিক কোনো কারণে কখনও কখনও অল্প সময়ের জন্য হঠাৎ কেঁপে ওঠে, ভূত্বকের এরূপ আকস্মিক কম্পনকে ভূমিকম্প বলে।
৩৯। সিয়ালস্তর কাকে বলে?
উত্তর: মহাদেশীয় ভূত্বকের স্তরকে সিয়ালস্তর বলে।
৪০। সিমা কাকে বলে
উত্তর: অশ্মমণ্ডলের নিচের অংশকে সিমা বলে।
৪১। আগ্নেয় পর্বত কাকে বলে?
উত্তর: আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের ফলে লাভা নির্গত হয়ে যে পবর্তের সৃষ্টি করে তাকে আগ্নেয় পর্বত বলে।
৪২। সুনামি শব্দের অর্থ কী?
উত্তর: সুনামি শব্দের অর্থ হল পোতাশ্রয়ের ঢেউ
৪৩। পর্বত কী?
উত্তর: সমুদ্রতল থেকে অন্তত ১০০০ মিটারের বেশি উঁচু সুবিস্তৃত ও খাড়া ঢালবিশিষ্ট শিলাস্তূপকে পর্বত বলে।
৪৪। জ্বালামুখ কী?
উত্তর: আগ্নেয়গিরির মুখকে জ্বালামুখ বলে।
৪৫। ম্যাগমা কী?
উত্তর: আগ্নেয়গিরির অভ্যন্তরে গলিত পদার্থকে ম্যাগমা বলে।
৪৬। নগ্নী ভবন কাকে বলে?
উত্তর: বিচূর্ণীভবনের সময় শিলা চূর্ণ-বিচূর্ণ হয়। ক্ষয়ীভবন দ্বারা ওই শিলা অপসারিত হলে নিচের অবিকৃত শিলাগুলো নগ্ন হয়ে পড়ে। এরূপ কার্যকে নগ্নীভবন বলে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
জেসমিন আক্তার
সহকারী শিক্ষক
ভিক্টোরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা
[পূর্বে প্রকাশিত অংশের পর]
উদ্দীপকটি পড় এবং ৯১ ও ৯২ নং প্রশ্নের উত্তর দাও
সূর্যের কম্পিউটারটি অত্যন্ত গরম হয়ে বারবার বন্ধ হয়ে যাচ্ছে। কম্পিউটারটি ঠিক করতে তাকে বেশ কষ্ট করতে হল।
৯১। উদ্দীপকে উল্লিখিত সমস্যাটি নির্দেশিকার কোথায় দেয়া রয়েছে?
ক) প্রথমে √খ) শেষে গ) মাঝখানে ঘ) সবখানে
৯২। ওই সমস্যাটির জন্য দায়ী যন্ত্রাংশ হল-
i) Monitor ii) Hard Disk iii) CPU fan
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii √খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৯৩ ও ৯৪ নং প্রশ্নের উত্তর দাও
কম্পিউটারের এক ধরনের সমস্যা হচ্ছে উইন্ডোজ রান করার সময় হ্যাং হয়ে যায়। এটির জন্য ব্যবহারকারীদের বিভিন্ন সমস্যায় পড়তে হয়।
৯৩। উল্লিখিত সমস্যার জন্য কোন ড্রাইভ ফরম্যাট দিতে হয়?
ক) A খ) B √গ) C ঘ) D
৯৪। উল্লিখিত সমস্যা দূর করতে হলে-
i) এন্টিভাইরাস আপগ্রেড করতে হবে
ii) RAM পরিষ্কার করতে হবে
iii) নতুন উইন্ডোজ ইনস্টল করতে হবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii √গ) i ও iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৯৫ ও ৯৬ নং প্রশ্নের উত্তর দাও
CMOS ব্যাটারির কার্যক্ষমতা নষ্ট কম্পিউটারের কিছু গুরুত্বপূর্ণ সমস্যা হয়। ব্যাটারি পরিবর্তন অত্যন্ত জরুরি।
৯৫। উল্লিখিত ব্যাটারিটি কম্পিউটারের কোথায় লাগানো থাকে?
ক) RAM খ) ROM
গ) Hard disk √ঘ) Mother Board
৯৬। উল্লিখিত সমস্যার কারণে-
i) কম্পিউটার ঘনঘন হ্যাং করে
ii) কম্পিউটারের সময় ঠিক থাকে না
iii) বয়োসের কোন পরিবর্তন করলে তা সেভ হয় না
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii √খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দপকটি পড় এবং ৯৭ ও ৯৮ প্রশ্নের উত্তর দাও
মতিনের কম্পিউটারটি চালু করলে Boot Disk failure মেসেজ দেখাচ্ছে। সে এটি দিয়ে কোনো কাজ করতে পারছে না।
৯৭। উল্লিখিত সমস্যার জন্য মতিনের কোনটি পরিবর্তন করা লাগতে পারে?
ক) রম √খ) হার্ডডিস্ক গ) রম ঘ) কুলিং ফ্যান
৯৮। সমস্যাটি সমাধানের জন্য কম্পিউটারের-
i) মাদারবোর্ড ও হার্ডডিস্কের সংযোগ ঠিক আছে কিনা দেখতে হবে
ii) জাম্পার সেটিং পরীক্ষা করতে হবে
iii) ব্রাইটনেস ঠিক করতে হবে
নিচের কোনটি সঠিক?
√ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
৯৯। সফটওয়্যার ডিলিটের অংশ হিসেবে-
i) ফাইল মেনুতে প্রবেশ করতে হয়
ii) Export এ ক্লিক করতে হয়
iii) D ড্রাইভ সিলেক্ট করতে হয়
নিচের কোনটি সঠিক?
√ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
১০০। সফটওয়্যার ডিলিটের অংশ হিসেবে-
i) Edit এ প্রবেশ করতে হয় ii) ঠরবি এ যেতে হয় iii) Find এ যেতে হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii √গ) i ও iii ঘ) i, ii ও iii
১০১। সিস্টেম অত্যন্ত গরম হয়-
i) Hard disk এ সমস্যার কারণে ii) Cooling Fan এ সমস্যার কারণে
iii) মাউস পয়েন্টার ঠিকমতো কাজ না করলে
নিচের কোনটি সঠিক?
√ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
১০২। কোনোরূপ উত্তপ্ত হওয়া ছাড়াই কম্পিউটার কয়েক মিনিট পরপর Shutdown হওয়ার কারণে-
i) ROM ii) ত্রুটিপূর্ণ ক্যাপাসিটর iii) ত্রুটিপূর্ণ IC
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii √গ) i ও iii ঘ) i, ii ও iii
১০৩। উইন্ডোজ রান করার সময় হ্যাং করলে-
i) কোনো প্রকার ভাইরাস আছে কিনা চেক করতে হবে
ii) ব্রাউজার আনইনস্টল করতে হবে
iii) C ড্রাইভ ফরম্যাট দিতে হবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii √গ) i ও iii ঘ) র, ii ও iii
১০৪। Out of memory মেসেজ দেখায়-
i) CMOS ব্যাটারির কার্যক্ষমতা হারালে
ii) কম্পিউটারে অতিরিক্ত প্রোগ্রাম ইনস্টল করা থাকলে
iii) র্যামে পর্যাপ্ত জায়গা না থাকলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii √খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
১০৫। কম্পিউটার ঘনঘন হ্যাং করে বা রিস্টার্ট হয়ে যায়-
i) কুলিং ফ্যানে সমস্যা করলে
ii) কম্পিউটারে ভাইরাস থাকলে
iii) কম্পিউটারটি আর্থিং করা না থাকলে
নিচের কোনটি সঠিক?
√ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
১০৬। CMOS ব্যাটারির কার্যক্ষমতা নষ্ট হলে-
i) সিস্টেম অত্যন্ত গরম হয়ে যায়
ii) কম্পিউটারের সময় ঠিক থাকে না
iii) বয়োসের কোনো পরিবর্তন করলে তা সেভ হয় না
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii √খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
১০৭। Boot Disk failure মেসেজ দেখালে-
i) জাম্পার সেটিং পরীক্ষা করতে হবে ii) হার্ডডিস্ক পরীক্ষা করতে হবে iii) রম পরীক্ষা করতে হবে
নিচের কোনটি সঠিক?
√ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
