Logo
Logo
×

টিউটোরিয়াল

নবম দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা

বাংলা দ্বিতীয়পত্র * বাংলাদেশ ও বিশ্বপরিচয়

বাংলা দ্বিতীয়পত্র

Icon

উজ্জ্বল কুমার সাহা

প্রকাশ: ২০ মে ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা

সমাস

[পূর্বে প্রকাশিত অংশের পর]

১৮৪. সমাসের রীতি কোন ভাষা হতে আগত?

ক. আরবি খ. ফারসি

√গ. সংস্কৃত ঘ. ইংরেজি

১৮৫. প্রত্যেক পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে?

ক. নিত্য সমাস √খ. দ্বন্দ্ব সমাস গ. বহুব্রীহি ঘ. তৎপুরুষ সমাস

১৮৬. ‘হাট-বাজার’ কোন অর্থে দ্বন্দ্ব সমাস?

ক. মিলনার্থে √খ. সমার্থে

গ. বিরোধার্থে ঘ. বিপরীতার্থে

১৮৭. কোন সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না?

√ক. অলুক খ. নিত্য গ. প্রাদি ঘ. উপপদ

১৮৮. কর্মধারয় সমাসের কোন পদ প্রধান?

ক. অন্যপদ খ. উভয় পদ গ. পূর্বপদ √ঘ. পরপদ

১৮৯. উপমান কর্মধারয় সমাস কোনটি?

ক. মুখচন্দ্র খ. ক্রোধানল

√গ. তুষারশুভ্র ঘ. মনমাঝি

১৯০. ‘অরুণরাঙা’ কোন সমাসের উদাহরণ?

ক. রূপক কর্মধারয় খ. উপমিত কর্মধারয়

গ. বহুব্রীহি √ঘ. উপমান কর্মধারয়

১৯১. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?

ক. বৌ-ভাত খ. মুখচন্দ্র গ. মহানবী √ঘ. কাজলকালো

১৯২. কোন প্রকার কর্মধারয় সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে?

√ক. উপমান কর্মধারয় খ. উপমিত কর্মধারয় গ. রূপক কর্মধারয়

ঘ. মধ্যপদলোপী কর্মধারয়

১৯৩. ‘রূপক কর্মধারয়’- এর সমস্তপদ কোনটি?

ক. মহাপুরুষ খ. ঘনশ্যাম √গ. বিষাদসিন্ধু ঘ. তুষারশুভ্র

১৯৪. ‘চিরসুখী’- এর ব্যাসবাক্য কোনটি?

√ক. চিরকাল ব্যাপীয়া সুখী

খ. চিরকাল ব্যাপীয়া সুখ

গ. চিরদিনের জন্য সুখী ঘ. চিরদিন ধরে সুখী

১৯৫. ‘ছাগদুগ্ধ’-এ সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?

ক. ছাগের দুগ্ধ খ. ছাগ ও দুগ্ধ গ. ছাগী হতে দুগ্ধ √ঘ. ছাগীর দুগ্ধ

১৯৬. কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তার নাম কী?

ক. অলুক তৎপুরুষ √খ. উপপদ তৎপুরুষ

গ. কৃৎ তৎপুরুষ ঘ. নঞ্ তৎপুরুষ

১৯৭. কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ?

√ক. কলে ছাঁটা খ. মাথায় ছাতা

গ. হাতে কলমে ঘ. গায়ে হলুদ

১৯৮. পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে কোন বহুব্রীহি সমাস হয়?

ক. ব্যাধিকরণ বহুব্রীহি √খ. সমানাধিকরণ বহুব্রীহি

গ. প্রত্যায়ান্ত বহুব্রীহি ঘ. মধ্যপদলোপী বহুব্রীহি

১৯৯. ক্রিয়ার পারস্পরিক অর্থে কোন বহুবীহি সমাস হয়?

ক. সমানাধিকরণ খ. ব্যাধিকরণ √গ. ব্যতিহার ঘ. প্রত্যয়ান্ত

২০০. ‘কানে কানে যে কথা= কানাকানি’- এ উদাহরণ কোন সমাসের?

√ক. ব্যতিহার বহুব্রীহি খ. অলুক বহুব্রীহি গ. অব্যয়ীভাব ঘ. সপ্তমী তৎপুরুষ

২০১. কোনটি ‘নিপাতনে সিদ্ধ’ বহুব্রীহি সমাসের সমস্তপদ?

ক. দ্বিপ খ. দীপ √গ. দ্বীপ ঘ. দিপ

২০২. ‘অন্তরীপ’ কোন বহুব্রীহি সমাসের সমস্তপদ?

ক. প্রত্যয়ান্ত বহুব্রীহি √খ. নিপাতনেসিদ্ধ বহুব্রীহি

গ. ব্যাধিকরণ বহুব্রীহি ঘ. সমানাধিকরণ বহুব্রীহি

২০৩. দ্বিগু সমাস নিষ্পন্ন পদটি কোন পদ হয়?

√ক. বিশেষ্য খ. বিশেষণ গ. সর্বনাম ঘ. কৃদন্ত

২০৪. ‘প্রতিনিধি’ অর্থে অব্যয়ীভাব সমাসের সমস্যমানপদ কোনটি?

ক. প্রত্যুত্তর √খ. প্রতিচ্ছবি

গ. প্রতিবাদ ঘ. প্রতিপক্ষ

২০৫. কোনটি প্রাদি সমাসের উদাহরণ?

ক. গৃহস্থ খ. ছা-পোষা গ. উপকূল √ঘ. প্রগতি

২০৬. কোনটি প্রাদি ও অব্যয়ীভাব এ উভয় সমাসই হয়?

√ক. পরিভ্রমণ খ. প্রভাব গ. অতিমানব ঘ. উদ্বেল

উপসর্গ

২০৭. উপসর্গের কাজ কী?

ক. বর্ণ সংস্করণ খ. যতি সংস্থাপন

√গ. নতুন অর্থবোধক শব্দ গঠন

ঘ. ভাবের পার্থক্য নিরূপণ

২০৮. কোনটির অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে?

ক. শব্দ বিভক্তি খ. ক্রিয়া বিভক্তি

√গ. উপসর্গ ঘ. অনুসর্গ

২০৯. খাঁটি বাংলা উপসর্গ কয়টি?

ক. ২০টি √খ. ২১টি

গ. ২২টি ঘ. ২৫টি

২১০. কোন গুচ্ছের সব কয়টি উপসর্গই খাঁটি বাংলা?

ক. আ, সু, অব, আড় খ. ফি, নি, বি, সু

√গ. অজ, অনা, আন, ইতি, পাতি

ঘ. কু, বি, প্র, নি

২১১. ‘আমি অবেলাতে দিলাম পাড়ি অথৈ সায়রে’- এখানে ‘অ’ কোন উপসর্গ?

ক. সংস্কৃত √খ. খাঁটি বাংলা

গ. বিদেশি ঘ. খাঁটি বাংলা ও সংস্কৃত

২১২. তৎসম বা সংস্কৃত উপসর্গ কয়টি?

ক. ১৯টি √খ. ২০টি গ. ২১টি ঘ. ২২টি

২১৩. ‘নিদাঘ’ শব্দে ‘নি’ উপসর্গ কী অর্থদ্যোতনার সৃষ্টি করেছে?

ক. গভীর খ. না গ. অল্পতা √ঘ. আতিশয্যা

২১৪. ‘বিজ্ঞান’ শব্দে ‘বি’ উপসর্গ কী অর্থে ব্যবহৃত হয়েছে?

√ক. বিশেষ খ. অভাব

গ. গতি ঘ. সাধারণ

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

জান্নাতুল ফেরদৌস

সিনিয়র শিক্ষক, ভিক্টোরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০)

[পূর্বে প্রকাশিত অংশের পর]

৪৪। পাকিস্তানের কেন্দ্র ও প্রদেশে ঘনঘন সরকার পতনের পেছনে যৌক্তক কারণ হল-

i) নৌবাহিনীর চক্রান্ত ii) শাসকগোষ্ঠীর চক্রান্ত iii) সামরিক বাহিনীর চক্রান্ত

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii √খ) ii ও iii

গ) i ও iii ঘ) i, ii ও iii

৪৫। ক্ষমতা দখল করে আইয়ুব খান নিজে যে সব পদে অধিষ্ঠিত ছিলেন তা হল-

i) প্রেসিডেন্ট ii) প্রধান সামরিক শাসক

iii) সেনাপ্রধান

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii √ঘ) i, ii ও iii

৪৬। পূর্ব পাকিস্তানে সামরিক শাসন জারির পর-

i) ১৯৫৬ সালে গৃহীত সংবিধান বাতিল করা হয়

ii) কেন্দ্রীয় ও প্রাদেশিক পরিষদ ভেঙে দেয়া হয়

iii) মৌলিক অধিকারের নিশ্চয়তা দেয়া হয়

নিচের কোনটি সঠিক?

√ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii

৪৭। প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হয়ে আইয়ুব খান ঘোষণা দেন-

i) নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে

ii) রাজনৈকি দলের কার্যক্রমের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেন

iii) ১৯৫৯ সালে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচন স্থগিত করেন

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) ii ও iii √গ) i ও iii ঘ) i, ii ও iii

৪৮। ঊনসত্তরের গণঅভ্যুত্থানে যুক্ত হয়-

i) সব গণতান্ত্রিক দল ii) পেশাজীবী সংগঠন iii) সব স্তরের মানুষ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii √ঘ) i, ii ও iii

৪৯। ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের ব্যাপক প্রভাব পড়ে-

i) আগরতলা মামলা প্রত্যাহারে ii) ১৯৭০ সালের নির্বাচনে iii) ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii √ঘ) i, ii ও iii

৫০। রাখি টিভিতে দেখছে ন্যাটোর সাধারণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার সময় রাস্তায় ছাত্ররা এর প্রতিবাদ করছে। বাংলার রাজনৈতিক ইতিহাসে ছাত্রদের এগারো দফায় এমন অবস্থান ছিল-

i) সিয়াটোর বিরুদ্ধে ii) সেন্টোর বিরুদ্ধে

iii) আসিয়ানের বিরুদ্ধে

নিচের কোনটি সঠিক?

√ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii

৫১। পাকিস্তানের সামরিক শাসনকে দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে গৃহীত উদ্যোগসমূহ হল-

i) ৮০ হাজার ইউনিয়ন কাউন্সিলের সদস্যদের ভোটে প্রেসিডেন্ট নির্বাচনের ব্যবস্থা প্রবর্তন

ii) মেম্বারদের হ্যাঁ না ভোটে ৫ বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত করা

iii) পূর্ব পাকিস্তানের প্রতি সব বৈষম্য বিলুপ্ত করা

নিচের কোনটি সঠিক?

√ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii

৫২। পূর্ব বাংলার জনগণ স্বায়ত্তশাসনের গুরুত্ব নতুনভাবে উপলব্ধি করে-

i) নিজেদের সংস্কৃতি রক্ষার জন্য

ii) নিজেদের ঐতিহ্য রক্ষার জন্য

iii) নিজেদের রাজনৈতিক অধিকার রক্ষার জন্য

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii √ঘ) i, ii ও iii

অনুচ্ছেদটি পড়ে ৫৩-৫৪ নং প্রশ্নের উত্তর দাও

১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলের এক সম্মেলন অনুষ্ঠিত হয়। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের বাঙালির সব ধরনের অধিকার ফিরে পাওয়ার জন্য কর্মসূচি ঘোষণা করেন।

৫৩। বঙ্গবন্ধু এ সম্মেলনে কোন কর্মসূচি ঘোষণা করেছিলেন?

√ক) ৬ দফা কর্মসূচি

খ) লাহোর প্রস্তাব

গ) ১১ দফা কর্মসূচি

ঘ) গণআন্দোলনের কর্মসূচি

৫৪। উক্ত কর্মসূচি দেখে আইয়ুব খানের শঙ্কিত হয়ে পড়ার কারণ হল-

i) বৈদেশিক মুদ্রার ভাগ কমে যাবে

ii) পূর্ব পাকিস্তানে শোষণ বন্ধ হয়ে যাবে

iii) পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে যাওয়ার আশা ছিল

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) ii ও iii √গ) i ও iii ঘ) i, ii ও iii

অনুচ্ছেদটি পড়ে ৫৫-৫৬ নং প্রশ্নের উত্তর দাও

মিতুল দশ টাকার কাগুজে নোটে একজন নেতার ছবি দেখে। যিনি ছয় দফা দাবি পাকিস্তানি শাসকদের কাছে তুলে ধরেছিলেন।

৫৫। মিতুল দশ টাকার কাগুজে নোটে কার ছবি দেখতে পেয়েছে?

ক) জিয়াউর রহমান

খ) মওলানা ভাসানী

√গ) শেখ মুজিবুর রহমান

ঘ) সোহরাওয়ার্দী

৫৬। উদ্দীপকে যে আন্দোলনের কথা বলা হয়েছে তার বিষয়বস্তু ছিল-

i) বৈষম্যহীন রাজনৈতিক ব্যবস্থা বিনির্মাণ

ii) বৈদেশিক সাহায্যে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা

iii) রাজনৈতিক ক্ষেত্রে গণতন্ত্রের প্রতিষ্ঠা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii √খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম