নবম দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা
বাংলা প্রথমপত্র * পৌরনীতি ও নাগরিকতা
বাংলা প্রথমপত্র
মুহম্মদ আল মাসুদ
প্রকাশ: ১০ জুলাই ২০১৯, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, মিরপুর, ঢাকা
পয়লা বৈশাখ
-কবীর চৌধুরী
উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
পুরাতন বৎসরের জীর্ণ ক্লান্ত রাত্রি
ওই কেটে গেল; ওরে যাত্রী।
তোমার পথের ’পরে তপ্ত রৌদ্র এনেছে আহ্বান
রুদ্রের ভৈরব গান।
ক. কবীর চৌধুরী বাংলা নববর্ষকে কী হিসেবে উল্লেখ করেছেন।
খ. পয়লা বৈশাখে ঢাকার চাঞ্চল্যকে মেকি বলা যাবে না কেন?
গ. উদ্দীপকের সঙ্গে ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধের আলোকে মন্তব্যটির সার্থকতা নিরূপণ কর।
ঘ. ‘নববর্ষ নতুনের জয়গানে, নতুন দিনের সজীবতায় পুরনো দিনের সব জীর্ণতাকে দূর করে দেয়’- উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর : ক) কবীর চৌধুরী বাংলা নববর্ষকে ‘নওরোজ’ হিসেবে উল্লেখ করেছেন।
উত্তর : খ)
ঢাকার বাঙালি জাতিসত্তার মানুষের অন্তরের অন্তস্থলের চাঞ্চল্য পয়লা বৈশাখে ফুটে উঠে। বাঙালি জাতির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। ঢাকা শহরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজনের মধ্যদিয়ে পয়লা বৈশাখ উদযাপিত হয়। ঢাকার পয়লা বৈশাখ উৎসবে কিছু অপসংস্কৃতির চর্চা হলেও পয়লা বৈশাখ নিয়ে ঢাকার মানুষের যে আনন্দ তা বেশিরভাগ ক্ষেত্রে বাঙালি চেতনায় উদ্বুদ্ধ হয়ে করা। তাই পয়লা বৈশাখে ঢাকার চাঞ্চল্যকে মেকি বলা যাবে না।
উত্তর : গ)
উদ্দীপকের কবিতা এবং ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধের ‘এসো হে বৈশাখ’ দুটি কবিতাই রবীন্দ্র্রনাথের নববর্ষকেন্দ্রিক কবিতা। নববর্ষ কবি মনে নতুন-সজীব হাওয়ার দোলা দেয়। নতুন সঞ্জিবনী শক্তি কবিদের অনেক বেশি নাড়া দেয়। রবীন্দ্র্রনাথও তার ব্যতিক্রম নন। নববর্ষকে কেন্দ্র্র করে তাই তো তিনি শত শত চরণ লিখেছেন। এসো হে বৈশাখ কবিতায় কবি পুরনো বছরের জরাজীর্ণতা, ব্যর্থতা সব ধরনের আবর্জনাকে দূরে সরিয়ে দিয়েছেন। তিনি চেয়েছেন প্রলয় শাঁখের মাধ্যমে মায়ার জাল ছিন্ন-ভিন্ন করে দিতে।
উদ্দীপকের কবিতাতে নতুনের জয়গান করা হয়েছে। এখানে কবি পুরনো বছরের জীর্ণতা ও ক্লান্তিভরা রাত্রি চলে যাওয়ার কথা বলেছেন। তিনি সব সময়ই নতুনের আগমনকে স্বাগত জানাতে গিয়ে পুরনো জরাগ্রস্ততা ও গ্লানিবোধকে দূরে ঠেলে দিয়েছেন। তিনি নতুনের ভেতরেই দেখেছেন মুক্তি আর স্বাধীনতা। তাই বলা যায়, উদ্দীপকের কবিতা এবং ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কবিতার ভেতরে গভীর সাদৃশ্য রয়েছে।
উত্তর : ঘ)
নববর্ষ নতুনের জয়গানে, নতুন দিনের সজীবতায় পুরনো দিনের সব আবর্জনাকে দূরে পাঠিয়ে দেয়। পয়লা বৈশাখ ধর্মনিরপেক্ষ চেতনাকে ধারণ করে অপরাজেয় শক্তির মহিমায় এগিয়ে চলুক এটাই লেখকের কামনা। নববর্ষে যে নতুন দিনের আলো আসে সেই আলোয় নিজেদের আলোকিত করে সামনের দিকে এগিয়ে চলাই লেখকের ইচ্ছা বা আকাক্সক্ষা। পুরনো বছরের রোগগ্রস্ততাকে উড়িয়ে লেখক নবীনের আলোয় আলোকিত হওয়ার প্রয়াস ব্যক্ত করেছেন ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধে।
উদ্দীপকে শেষ দুই চরণও একই ভাবার্থ প্রকাশ করে। কবি এখানে পুরনো বছরের আবর্জনাকে দূরে সরিয়ে দিয়েছেন। রৌদ্রের ভৈবর গান বা নৃত্যের তাণ্ডবে একদিন যেমন সব ধ্বংস হয়ে যাবে, কবি ঠিক সেভাবেই পুরনো বছরের জীর্ণতাকে ধ্বংস করে দিতে চান। কবি নতুন রৌদ্রের আহ্বানে সাড়া দেয়ার পক্ষপাতি।
নতুন সজীবতাকে যারা ধারণ করতে পারে না, তারা কখনও সামনে এগিয়ে যেতে পারে না। সামনের দিকে অগ্রসর হতে হলে নবীনের জয়গানে সাড়া দিয়ে নিজেকে উজাড় করে দিতে হবে। ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধে প্রাবন্ধিক পয়লা বৈশাখের জয় কামনা করেছেন। তিনি চেয়েছেন নতুন বছরের নতুন সজীবতায় যেন আমাদের পথের জরাগ্রস্ততা কেটে যায়। এরই মাধ্যমে কবি তপ্ত রৌদ্র এর আহ্বানে মানব মুক্তিকে খুঁজেছেন। তাই বলা যায়, উদ্দীপকের শেষ দুটি চরণই যেন ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধের সমস্ত ভাবার্থের ধারক।
পৌরনীতি ও নাগরিকতা
দেওয়ান সামছুর রহমান
সিনিয়র শিক্ষক,
গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ
সংবিধান
১। রাষ্ট্র পরিচালনার জন্য যেসব নিয়মাবলি রয়েছে, এদের সমষ্টিকে কী বলে?
ক) মূলনীতি খ) আইন গ) সংবিধান ঘ) দলিল।
২। কোনটি রাষ্ট্রের দর্পণ বা আয়না স্বরূপ?
ক) জনগণ খ) সংবিধান
গ) অর্থনীতি ঘ) সার্বভৌমত্ব
৩। সংবিধান হল রাষ্ট্র পরিচালনার-
ক) মৌলিক দলিল খ) গৌণ বিষয়
গ) আপেক্ষিক বিষয় ঘ) ক্ষুদ্র বিষয়
৪। রাষ্ট্র বিজ্ঞানের জনক বলা হয় কাকে?
ক) জ্যাঁ জ্যাক রুশো খ) ডারউইন
গ) জন রে ঘ) এ্যারিস্টটল
৫। কত সালে ‘ম্যাগনাকার্টা’ সনদ প্রণয়ন করা হয়?
ক) ১২০৫ সালে খ) ১২১৫ সালে গ) ১২৫০ সালে ঘ) ১২৫৭ সালে
৬। ইংল্যান্ডের কোন রাজা ১২১৫ সালে ‘ম্যাগনাকার্টা সনদ স্বাক্ষরে বাধ্য হন?
ক) রাজা জন খ) রবার্ট ব্রুশ গ) রাজা হেরাল্ড ঘ) রবিনসন
৭। বাংলাদেশের সংবিধান কত সালে প্রণীত হয়?
ক) ১৯৮২ খ) ১৯৮০ গ) ১৯৭৪ ঘ) ১৯৭২
৮। বাংলাদেশের সংবিধান কীভাবে প্রণীত হয়?
ক) অনুমোদনের মাধ্যমে
খ) বিপ্লবের দ্বারা
গ) আলাপ আলোচনার মাধ্যমে
ঘ) ক্রমবিবর্তনের মাধ্যমে
৯। কোন দেশের সংবিধান বিপ্লবের দ্বারা তৈরি হয়েছে?
i) রাশিয়া ii) কিউবা iii) চীন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১০। বৃটেনের সংবিধান কীভাবে গড়ে উঠেছে?
ক) অনুমোদনের মাধ্যমে খ) বিপ্লবের দ্বারা গ) আলাপ আলোচনার মাধ্যমে
ঘ) ক্রমবিবর্তনের মাধ্যমে
১১। আলাপ-অলোচনার মাধ্যমে সংবিধান প্রণয়ন করা হয়েছে-
i) ভারতে ii) যুক্তরাষ্ট্রে iii) যুক্তরাজ্যে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও ii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১২। লেখার ভিত্তিতে সংবিধান কয় ধরনের?
ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫
১৩। সংশোধনের ভিত্তিতে সংবিধান কয় প্রকার?
ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫
১৪। কোনটি লিখিত সংবিধানের বৈশিষ্ট্য?
ক) প্রগতির সহায়ক
খ) জরুরি প্রয়োজনে সহায়ক
গ) সুস্পষ্টতা ঘ) বিপ্লবের সম্ভবনা কম
১৫। কোন দেশে অলিখিত সংবিধান প্রচলিত রয়েছে?
ক) যুক্তরাষ্ট্র খ) যুক্তরাজ্য গ) ভারত ঘ) বাংলাদেশ
১৬। কোনটি দুষ্পরিবর্তনীয় সংবিধানে পরিচালিত দেশ?
ক) চীন খ) সৌদি আরব
গ) বাংলাদেশ ঘ) মার্কিন যুক্তরাষ্ট্র
১৭। বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা কত ছিল?
ক) ২২ খ) ২৪ গ) ৩৪ ঘ) ৪০
১৮। ১৯৭২ সালের কত তারিখ থেকে বাংলাদেশের সংবিধান চূড়ান্তভাবে কার্যকর হয়?
ক) ১৬ ডিসেম্বর খ) ৪ নভেম্বর গ) ১৯ অক্টোবর ঘ) ১৭ এপ্রিল
১৯। বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে?
ক) ১৫২ খ) ১৫৩ গ) ১৫৪ ঘ) ১৫৫
২০। বাংলাদেশের সংবিধান কয়টি ভাগে বিভক্ত?
ক) ৮টি খ) ১০টি গ) ১১টি ঘ) ১৫টি
২১। কত বছর বয়স থেকে বাংলাদেশের নাগরিকরা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন?
ক) ১৫ খ) ১৭ গ) ১৮ ঘ) ২০
২২। বর্তমান জাতীয় সংসদের মেয়াদ কত বছর?
ক) পাঁচ খ) চার গ) তিন ঘ) দশ
২৩। কোনটি উত্তম সংবিধানের বৈশিষ্ট্য-
i) সুস্পষ্ট ii) সংক্ষিপ্ত iii) জনকল্যাণকামী
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) i ও ii ঘ) i, ii ও iii
২৪। বর্তমানে জাতীয় সংসদ কত জন সদস্য নিয়ে গঠিত?
ক) ৩০০ খ) ৩৫০ গ) ৩৭০ ঘ) ৩৮০
২৫। বাংলাদেশের সংবিধানে কতটি সংশোধনী রয়েছে ?
ক) ২০টি খ) ১৮টি গ) ১৬টি ঘ) ১৫টি
উত্তর : ১.গ ২.খ ৩.ক ৪.ঘ ৫.খ ৬.ক ৭.ঘ ৮.গ ৯.ঘ ১০.ঘ ১১.খ ১২.ক ১৩.ক ১৪.গ ১৫.খ ১৬.ঘ ১৭.গ ১৮.ক ১৯.খ ২০.গ ২১.গ ২২.ক ২৩.ঘ ২৪.খ ২৫.গ
