নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের হিসাববিজ্ঞান
মোহাম্মদ মনিরুজ্জামান সরকার
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ
মিরপুর, ঢাকা
লেনদেন
১. দৈনন্দিন জীবনে হিসাবব্যবস্থার প্রয়োজনীতা মানুষ কোন সময় থেকে অনুভব করেছে? উত্তর : সুপ্রাচীনকাল।
২. আদিকালে মানুষ প্রাত্যহিক জীবনের প্রয়োজন মিটাতে কী করত?
উত্তর : পণ্য বিনিময়।
৩. কোন ঘটনা থেকে লেনদেনের জন্ম হয়?
উত্তর : আর্থিক অবস্থার পরিবর্তনকারী।
৪. মানব জীবনে যা কিছু ঘটে তাকে কী বলে? উত্তর : ঘটনা।
৫. ঘটনা কয় প্রকার? উত্তর : দুই
৬. অর্থের সঙ্গে সম্পর্কিত নয় এমন ঘটনাকে কী বলে? উত্তর : অনার্থিক
৭. লেনদেন শব্দটির অভিধানগত অর্থ কী? উত্তর : গ্রহণ ও দান।
৮. প্রতিটি লেনদেনে কমপক্ষে কয়টি পক্ষ জড়িত থাকে?
উত্তর : দুটি।
৯. প্রতিটি লেনদেনে দুটি পক্ষ জড়িত থাকে একটি গ্রহীতা এবং অপরটি দাতা। এই বৈশিষ্ট্যকে কী বলে? উত্তর : দ্বৈতসত্তা।
১০. অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো দ্রব্য বা সেবার আদান-প্রদান দ্বারা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হলে ঘটনাকে কী বলে?
উত্তর : লেনদেন।
১১. যে ঘটনার দ্বারা প্রতিষ্ঠানের সম্পদ, দায়, মালিকানাস্বত্বের পরিবর্তন হয় ওই ঘটনাকে কী বলে? উত্তর : লেনদেন।
১২. ‘স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র’ কিসের বৈশিষ্ট্য? উত্তর : লেনদেন।
১৩. লেনদেন সংক্রান্ত ঘটনা কিসের পরিবর্তন আনে?
উত্তর : আর্থিক অবস্থার।
১৪. প্রতিটি লেনদেন কিসের দ্বারা পরিমাপযোগ্য?
উত্তর : নির্দিষ্ট টাকার অঙ্কে।
১৫. যেসব ঘটন পূর্বে ঘটেছে সেসব ঘটনাকে কী বলে?
উত্তর : ঐতিহাসিক
১৬. লেনদেন কেমন হতে পারে? উত্তর : দৃশ্যমান/অদৃশ্যমান
১৭. হিসাব সমীকরণটি কী? উত্তর : A=L+E
১৮. মালিকানাস্বত্বকে কয়টি উপাদান প্রভাবিত করে? উত্তর : ৪টি।
১৯. লেনদেনের সত্যতা নিশ্চিত করা হয় কিসের মাধ্যমে?
উত্তর : প্রমাণপত্রের।
২০. ব্যবসায়িক লেনদেনের দলিল কোনটি?
উত্তর : চালান, ক্যাশমেমো, ডেবিট নোট।
২১. পণ্য ক্রয়ের এবং বিক্রয়ের জন্য কোন দলিল ব্যবহৃত হয়?
উত্তর : চালান।
২২. চালান প্রস্তুত করেন কে? উত্তর : বিক্রেতা।
২৩. ক্যাশমেমো কত কপি তৈরি করা হয়? উত্তর ৩ কপি।
২৪. ক্যাশমেমোর মূল কপি কে সংরক্ষণ করে? উত্তর : বিক্রেতা।
২৫. ভাউচার কত প্রকার? উত্তর : ২ প্রকার।
২৬. ক্রেতা ও বিক্রেতা উভয়ের স্বাক্ষর যাবে কোনটিতে?
উত্তর : ক্যাশমেমোতে।
২৭. হিসাবরক্ষণের নিয়মকানুন জানার পূর্বে কোনটি সম্পর্কে জানা অপরিহার্য?
উত্তর : লেনদেন।
২৮. অর্থ সম্পর্কীয় ঘটনা থেকে কোনটির উৎপত্তি হয়?
উত্তর : লেনদেনের।
২৯. হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় কোনটি?
উত্তর : অর্থ সম্পর্কীয় ঘটনা।
৩০. লেনদেন বলতে কী বোঝায়?
উত্তর : অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা।
৩১. কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থায় পরিবর্তন ঘটায় এরূপ যে কোনো ঘটনাকে কী বলে?
উত্তর : লেনদেন।
৩২. কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পদ, দায়, মালিকানাস্বত্বের পরিবর্তন সাধনকারী ঘটনাকে কী বলে?
উত্তর : ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের লেনদেন।
৩৩. কোনো ব্যবসায় প্রতিষ্ঠানে সংঘটিত ব্যবসায় সংক্রান্ত লেনদেনকে কী বলে?
উত্তর : কারবারি লেনদেন।
৩৪. হিসাব সমীকরণের ঊ উপাদান কী প্রকাশ করে?
উত্তর : মালিকানাস্বত্ব।
৩৫. হিসাব সমীকরণের অ উপাদান কী প্রকাশ করে?
উত্তর : মোট সম্পদ।
৩৬. কারবারের মালিকানাধীন এবং যা মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয় তাকে কী বলে?
উত্তর : সম্পদ।
৩৭. দায় ব্যবসায়ের কী?
উত্তর : আর্থিক দায়বদ্ধতা।
৩৮. কারবারের মোট সম্পদের ওপর মালিক ব্যতীত অন্যান্য ব্যক্তির বা প্রতিষ্ঠানের দাবিকে কী বলে?
উত্তর : দায়।
৩৯. সম্পদের ওপর মালিকের দাবিকে কী বলে?
উত্তর : মালিকানাস্বত্ব।
৪০. হিসাব সমীকরণের উপাদান কয়টি?
উত্তর : ৩টি।
৪১. হিসাব সমীকরণের বর্ধিত রূপ কোনটি?
উত্তর : A=L+(C+R-R-D)
৪২. ঘটনা ও লেনদেন সম্পর্কে কোন বিবরণটি সত্য নয়?
উত্তর : সব ঘটনাই লেনদেন।
৪৩. লেনদেন বৈশিষ্ট্য কোনটি?
উত্তর : অঙ্কে পরিমাপযোগ্য, দুটি পক্ষ।
৪৪. লেনদেন সর্বদা পরিবর্তন আনে কিসের?
উত্তর : আর্থিক অবস্থার।
৪৫. লেনদেনের দ্বৈতসত্তা বলতে কী বোঝায়?
উত্তর : দুবার হিসাব লিখন।
৪৬. লেনদেন সংক্রান্ত ঘটনা কেমন হয়?
উত্তর : সব সময়ই দৃশ্যমান হয়।
৪৭. ক্রেতা বলতে কী বোঝায়?
উত্তর : দেনাদার।
৪৮. সম্পদের অবচয় ও অবলোপন বলতে কী বোঝায়?
উত্তর : অদৃশ্যমান।
৪৯. লেনদেনের বৈশিষ্ট্য কয়টি?
উত্তর : ৬টি।
৫০. ডেবিট নোটের সাহায্যে কার হিসাব ডেবিট করা হয়?
উত্তর : ক্রেতার।
