Logo
Logo
×

টিউটোরিয়াল

নবম দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা

হিসাববিজ্ঞান * তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

হিসাববিজ্ঞান

Icon

মোহাম্মদ মনিরুজ্জামান সরকার

প্রকাশ: ২৪ আগস্ট ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সিনিয়র শিক্ষক,

মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, মিরপুর, ঢাকা

হিসাব

[পূর্বে প্রকাশিত অংশের পর]

১৬. লেনদেনের ফলে সম্পদ, দায়, আয়, ব্যয়, স্বত্বাধিকারের ক্রমাগত কী ঘটে? -হ্রাস-বৃদ্ধি।

১৭. লেনদেন লিপিবদ্ধ করার মাধ্যমে নির্দিষ্ট সময় অন্তর প্রতিটি খাতের কী জানা যায়?

- নিট পরিমাণ।

১৮. হিসাববিজ্ঞানে কয় ধরনের ছক ব্যবহার করা হয়?- দুই।

১৯. হিসাববিজ্ঞানের বিভিন্ন তথ্য উপস্থাপনের জন্য কী অনুসরণ করা হয়?- নির্দিষ্ট ছক।

২০. ব্যবসায় প্রতিষ্ঠানের প্রতিটি সম্পদ, দায়, আয়, ব্যয়, স্বত্বাধিকারের জন্য এবং নির্দিষ্ট সময় পর পর কী নির্ণয় করা হয়?- প্রতিটির উদ্বৃত্ত।

২১. কোনটিতে প্রতিষ্ঠানের প্রতিটি খাতের পরিবর্তন ও অবস্থা প্রকাশিত হয়?- হিসাব।

২২. হিসাববিজ্ঞানে কয় ধরনের ছক ব্যবহার করা হয়?- দুই।

২৩. ‘T’ ছকে মোট কয়টি কলাম থাকে?- ৮টি।

২৪. ‘T’ ছকটি কয়টি অংশে বিভক্ত?- ২টি।

২৫. চলমান জের ছকে কয়টি টাকার ঘর আছে?- ৪টি।

২৬. হিসাব কত প্রকার?- ৫ প্রকার?

২৭. মালিক প্রতিষ্ঠানকে অর্থ, পণ্য, সম্পদ, সুবিধা প্রদান করলে কোন হিসাবে লেখা হয়?- মূলধন।

জাবেদা

১. লেনদেনগুলো প্রাথমিকভাবে সর্বপ্রথম কোথায় লিপিবদ্ধ করা হয়?- জাবেদায়।

২. জাবেদার পরবর্তী বইয়ের নাম কি?- খতিয়ান।

৩. জাবেদা হিসাবের কী ধরনের বই?

- প্রাথমিক বই।

৪. কোন বই সংরক্ষণ করা বাধ্যতামূলক নয়?

- জাবেদা বই।

৫. লেনদেনগুলো জাবেদায় লিপিবদ্ধ থাকলে কোনটির সম্ভাবনা হ্রাস পায়?- বাদ পড়ার সম্ভবনা।

৬. প্রতিষ্ঠানের হিসাবের বই কেমন হওয়া অত্যাবশ্যক?

- নির্ভুল ও স্বচ্ছ।

৭. কিসের ভিত্তিতে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও সার্বিক আর্থিক অবস্থা নিরূপণ করা হয়?- হিসাবের ভিত্তিতে।

৮. হিসাববিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য কি?

- আর্থিক ফলাফল ও সার্বিক আর্থিক অবস্থা নিরূপণ।

৯. ভবিষ্যতে যে কোনো প্রয়োজন প্রমাণ স্বরূপ ব্যবহার করা যায়?- জাবেদা।

১০. কোনটি হিসাবের খতিয়ানের সহায়ক বই স্বরূপ কাজ করে?- জাবেদা।

১১. সাধারণ জাবেদা বইতে কয়টি ছক রয়েছে?

- পাঁচটি।

১২. সাধারণ জাবেদা বইতে ‘খ: পৃ:’ দ্বারা কি বোঝানো হয়?- খতিয়ান পৃষ্ঠা

১৩. প্রতিষ্ঠানের লেনদেন সমূহের মাঝে কি ধরনের পার্থক্য বিদ্যমান?- বৈশিষ্ট্য ও প্রকৃতিগত।

১৪. জাবেদাকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?

- দু’ভাগে।

১৫. বিশেষ জাবেদা কয় প্রকার?- ছয় প্রকার।

১৬. প্রকৃত জাবেদা কয় প্রকার?- চার প্রকার।

১৭. ক্রয় জাবেদায় কোন প্রকার লেনদেন লিপিবদ্ধ হয়?

- বাকিতে পণ্য ক্রয়।

১৮. বিক্রয় জাবেদায় কোন প্রকার লেনদেন লিপিবদ্ধ হয়?

- বাকিতে পণ্য বিক্রয়।

১৯. দু’তরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী প্রতিটি আর্থিক লেনদেনের কয়টি পক্ষ বিদ্যমান?- দুইটি।

২০. যেসব লেনদেন দ্বারা নগদে প্রাপ্তি ঘটে সেগুলো কোথায় লিপিবদ্ধ হয়?- নগদ প্রাপ্তি জাবেদায়।

২১. যেসব লেনদেন দ্বারা নগদে প্রদান ঘটে সেগুলো কোথায় লিপিবদ্ধ হয়?- নগদ প্রদান জাবেদায়।

২২. কোনটির নামে কোনো হিসাব হয় না?

- পণ্য, মাল, চেক প্রভৃতির নামে।

২৩. ধারে পণ্য ক্রয় করা হয়েছে কিন্তু বিক্রেতার নাম উল্লেখ না থাকলে কোন হিসাব আনতে হয়?

- পাওনাদার/প্রদেয় হিসাব।

২৪. ক্রয়-ফেরত ও বিক্রয়-ফেরত জাবেদা বইতে কোন প্রকার লেনদেন লিপিবদ্ধ হয়?

- ধারে ক্রয়কৃত পণ্য ও ধারে বিক্রয়কৃত পণ্য।

২৫. পণ্য বিক্রয় করা হয়েছে কিন্তু ক্রেতার নাম উল্লেখ নেই তখন কোন হিসাব লিখতে হবে?

- দেনাদার/প্রাপ্য হিসাব।

২৬. ‘ক্রয়-ফেরত ও বিক্রয়-ফেরত’-এর অপর নাম কি?- যথাক্রমে বহিঃফেরত ও আন্তঃফেরত।

২৭. মূলধন জাতীয় আয় ব্যয় থেকে জানা যায় -প্রকৃত লাভ-ক্ষতি।

২৮. মূলধন জাতীয় ও ব্যয় থেকে জানা যায় - প্রকৃত সম্পদ, দায় ও মালিকানা স্বত্ব।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

জেসমিন আক্তার

সহকারী শিক্ষক, ভিক্টোরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা

[পূর্বে প্রকাশিত অংশের পর]

৮২। CMOS ব্যাটারির কার্যক্ষমতা নষ্ট হলে-

i) সিস্টেম অত্যন্ত গরম হয়ে যায়

ii) কম্পিউটারের সময় ঠিক থাকে না

iii) বয়োসের কোনো পরিবর্তন করলে তা সেভ হয় না

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii √খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii

৮৩। Boot Disk failure মেসেজ দেখালে-

i) জাম্পার সেটিং পরীক্ষা করতে হবে ii) হার্ডডিস্ক পরীক্ষা করতে হবে iii) রম পরীক্ষা করতে হবে

নিচের কোনটি সঠিক?

√ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii

৮৪। Out of memory মেসেজ দেখায়-

i) CMOS ব্যাটারির কার্যক্ষমতা হারালে

ii) কম্পিউটারে অতিরিক্ত প্রোগ্রাম ইনস্টল করা থাকলে

iii) র‌্যামে পর্যাপ্ত জায়গা না থাকলে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii √খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii

৮৫। কীবোর্ড ঠিকমতো কাজ না করলে-

i) কীবোর্ড সংযোগ ঠিকমতো পরীক্ষা করতে হবে

ii) রেম পরিবর্তন করতে হবে

iii) এন্ট্রিভাইরাস দ্বারা ভাইরাস ক্লিন করতে হবে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) ii ও iii √গ) i ও iii ঘ) i, ii ও iii

৮৬। মাউস ঠিকমতো কাজ না করলে-

i) অপ্রয়োজনীয় প্রোগ্রাম আনইনস্টল করতে হবে

ii) ক্যাবল সংযোগ পরীক্ষা করতে হবে

iii) পোর্ট পরিবর্তন করে দেখতে হবে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii √খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii

৮৭। মনিটরের পাওয়ার চালু কিন্তু পর্দায় কোনো ছবি নাই সমস্যা সমাধানের জন্য ঠিক করতে হবে-

i) Brightness ii) Windows iii) Contrast

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) ii ও iii √গ) i ও iii ঘ) i, ii ও iii

৮৮। সফটওয়্যার ডিলিটের অংশ হিসাবে-

i) ফাইল মেনুতে প্রবেশ করতে হয় ii) Export এ ক্লিক করতে হয়

iii) উ ড্রাইভ সিলেক্ট করতে হয়

নিচের কোনটি সঠিক?

√ক) i ও ii খ) ii ও iii

গ) i ও iii ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৮৯ এবং ৯০ নং প্রশ্নের উত্তর দাও

রিফাতের ল্যাপটপে বিশেষ কিছু সমস্যা হচ্ছে। ল্যাপটপটি তার বড় ভাইয়ের কাছে নিয়ে গেলে সে নতুন একটি বিষয় সম্পর্কে জানল যাতে সমস্যার প্রকৃতি ও এর সমাধান দেয়া থাকে।

৮৯। রিফাত ভাইয়ের কাছ থেকে কোন বিষয় সম্পর্কে জানল?

ক) ট্রাবল খ) শুটিং গ) ট্রাবলশুটিং √ঘ) উইন্ডোজ

৯০। উদ্দীপকে উল্লিখিত বিষয়টি-

i) সমস্যার উৎস নির্ণয়ের প্রক্রিয়া

ii) সফটওয়্যার ইনস্টল নিয়ে আলোচনা করে

iii) হার্ডওয়্যার সম্পর্কিত সমস্যার জন ব্যবহৃত হয়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) ii ও iii √গ) i ও iii ঘ) i, ii ও iii

উদ্দীপকটি পড় এবং ৯১ ও ৯২ প্রশ্নের উত্তর দাও

সূর্যের কম্পিউটারটি অত্যন্ত গরম হয়ে বারবার বন্ধ হয়ে যাচ্ছে। কম্পিউটারটি ঠিক করতে তাকে বেশ কষ্ট করতে হল।

৯১। উদ্দীপকে উল্লিখিত সমস্যাটি নির্দেশিকার কোথায় দেয়া রয়েছে?

ক) প্রথমে √খ) শেষে

গ) মাঝখানে ঘ) সবখানে

৯২। ওই সমস্যাটির জন্য দায়ী যন্ত্রাংশ হল-

i) Monitor ii) Hard Disk iii) CPU fan

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii √খ) ii ও iii

গ) i ও iii ঘ) i, ii ও iii

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম