Logo
Logo
×

টিউটোরিয়াল

এইচএসসি পরীক্ষার্থীদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি

প্রথমপত্র

Icon

মোস্তাক আহমেদ

প্রকাশ: ২৭ আগস্ট ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সহকারী অধ্যাপক (১৬তম বিসিএস)

সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ

প্রিয় শিক্ষার্থীরা

গত ২টি পর্বে আমি তোমাদের প্রশ্নব্যাংক তৈরির জন্য সহযোগিতা করেছি। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রথমপত্রের জন্য তোমাদের প্রস্তুতির অংশ হিসেবে অধ্যায় ওয়ারী আমি তোমাদের বহুনির্বাচনী প্রশ্নব্যাংক তৈরির জন্য গত ২ পর্বে প্রথম ও দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করেছি। আজ আমরা তার ধারাবাহিকতায় তৃতীয় পর্ব তথা তৃতীয় অধ্যায় থেকে আলোচনা করব।

তৃতীয় অধ্যায়

* খোলাফায়ে রাশেদিন : নির্বাচনী নীতি।

* হজরত আবুবকর (রা.) : প্রাথমিক সমস্যাগুলো, পারসিক ও রোমীয় সাম্রাজ্যের দ্বন্দ্বের সূত্রপাত, চরিত্র ও কৃতিত্ব।

* হজরত ওমর (রা.) : খিলাফতের সম্প্রসারণ, শাসন ব্যবস্থা, চরিত্র ও কৃতিত্ব।

* হজরত ওসমান (রা.) : শাসন কার‌্যাবলী, অভিযোগগুলো, হত্যার কারণ ও ফলাফল, চরিত্র ও কৃতিত্ব।

* হজরত আলী (রা.) : গৃহযুদ্ধ, শিয়া ও খারেজি সম্প্রদায়ের উৎপত্তি, চরিত্র ও কৃতিত্ব।

প্রশ্নোত্তর

১. খোলাফায়ে রাশেদিনের প্রথম খলিফা কে?

উত্তর : হজরত আবু বকর (রা.)।

২. কত সালে আবুবকর (রা.) খিলাফত লাভ করেন?

উত্তর : ৬৩২ খ্রি.।

৩. খলিফা শব্দের অর্থ কী? উত্তর : প্রতিনিধি।

৪. খোলাফায়ে রাশেদিনের কয়জন খলিফা ছিলেন?

উত্তর : ৪ জন।

৫. ‘বিদ্দা’ শব্দের অর্থ কী? উত্তর : স্বধর্মত্যাগী।

৬. ভণ্ড নবী কারা?

উত্তর : আবাদ আনসি, মুসায়লামা, তোলায়হা, সাজাহ।

৭. ইসলামের ত্রাণকর্তা কাকে বলে?

উ : হজরত আবু বকর (রা.)।

৮. খিলাফত শব্দের অর্থ কী? উত্তর : প্রতিনিধিত্ব

৯. হজরত আবু বকর (রা.) কত খ্রি. জন্মগ্রহণ করেন?

উত্তর : ৫৭৩ খ্রি.।

১০. বায়তুল মাল কে প্রতিষ্ঠা করেন?

উত্তর : হজরত আবু বকর (রা.)।

১১. কে সর্বপ্রথম কোরআন পুস্তকাকারে সংকলন করেন?

উত্তর : হজরত আবু বকর (রা.)।

১২. কার উপাধি ‘আতিক’ ছিল?

উত্তর : হজরত আবু বকর (রা.)।

১৩. ইসলামের ২য় খলিফা কে?

উত্তর : ওজরত ওমর (রা.)।

১৪. আল ফারুক কার উপাধি ছিল?

উত্তর : হজরত ওমর (রা.)।

১৫. ইয়ামামার যুদ্ধে কতজন হাফেজ শহীদ হন?

উত্তর : ৩০০ জন।

১৬. হজরত আবু বরক (রা.) কত সালে ইন্তেকাল করেন?

উত্তর : ৬৩৪ খ্রি.।

১৭. হজরত আয়েশা কে ছিলেন?

উত্তর : হজরত আবু বকর (রা.) এর কন্যা এবং রাসূলের স্ত্রী।

১৮. মজলিশ উস শূরা কে প্রতিষ্ঠা করেন?

উত্তর : হজরত ওমর (রা.)।

১৯. মজলিশ উস শূরা কয়টি কক্ষে বিভক্ত ছিল ও কী কী?

উত্তর : ২টি যথা ১. মজলিশ উল আম ও ২. মজলিশ উল খাস।

২০. দিওয়ান কী? উত্তর : ওমর (রা.) এর রাজস্ব বিভাগ।

২১. জিজিয়া কী?

উত্তর : অমুসলমানদের নিরাপত্তামূলক সামরিক কর।

২২. খারাজ কী? উত্তর : অমুসলমানদের ভূমি কর।

২৮. মজলিশ উস শূরা কী? উত্তর : পরামর্শ পরিষদ।

২৯. ‘যন্নুরাইন’ কাকে বলা হয়?

উত্তর : হজরত ওসমান (রা.) কে.

৩০. ‘যন্নুরাইন’ শব্দের অর্থ কী?

উত্তর : দুই জ্যোতির (মুহাম্মদ (সা.)-এর দুই মেয়ে রোকাইয়া এবং জয়নব) অধিকারী।

৩১. ইবনে সাবা কে ছিলেন?

উত্তর : একজন ভণ্ড মুসলমান মিনি ওসমানের রাজত্বে অপপ্রচারকারী ছিলেন।

৩২. কার বিরুদ্ধে কোরআন ভস্মীভূত করার অভিযোগ ছিল?

উত্তর : হজরত ওসমান (রা.) এর বিরুদ্ধে।

৩৩. মাওয়ালী কারা?

উত্তর : অনারবীয় নবদীক্ষিত মুসলমান।

৩৪. ওসমান (রা.) কত সালে ইন্তেকাল করেন?

উত্তর : ৬৫৬ খ্রি.।

৩৫. উষ্টের যুদ্ধ কত সালে সংগঠিত হয়? উত্তর : ৬৫৬ খ্রি.।

৩৬. সিফিফনের যুদ্ধ কত সালে সংগঠিত হয়?

উত্তর : ৬৫৭ খ্রি.।

৩৭. মুয়াবিয়া কে ছিলেন? উত্তর : সিরিয়ার শাসনকর্তা।

৩৮. সিফিফনের যুদ্ধ কার কার সঙ্গে সংঘটিত হয়?

উত্তর : আলী ও মুয়ারিয়ার সঙ্গে।

৩৯. মদিনা থেকে সর্ব প্রথম রাজধানী স্থানান্তর করেন কে?

উত্তর : হজরত আলী (রা.)।

৪০. হিমারীয় ও মুদারীয় কারা?

উত্তর : দক্ষিণ আরবের অধিবাসী ও উত্তর আরবের অধিবাসী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম