নবম দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
সহিদুল ইসলাম
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০১৯, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মাস্টার ট্রেইনার, সিনিয়র শিক্ষক, কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, বন্দর, নারায়ণগঞ্জ
১. সপ্তম শতক থেকে ইংরেজরা কোন পথে বাণিজ্য করত?
ক. আকাশ পথে খ. সমুদ্র পথে
গ. সড়ক পথে ঘ. রেল পথে
২. কখন তুর্কিরা কন্সস্টান্টিনপোল দখল করে?
ক. ১৪৫০ খ্রি: খ. ১৪৫১ খ্রি:
গ. ১৪৫২ খ্রি: ঘ. ১৪৫৩ খ্রি:
৩. কে পর্তুগিজদের মধ্যে প্রথম সমুদ্র পথে এদেশে আসেন?
ক. অটোমান খ. ভাস্কো-ডা-গামা
গ. চার্নক ঘ. চার্চিল
৪. ভাস্কো-ডা-গামা কখন কালিকট বন্দরে আসেন?
ক. ১৪৯৬ খ্রি: খ. ১৪৯৭ খ্রি:
গ. ১৪৯৮ খ্রি: ঘ. ১৪৯৯ খ্রি:
৫. কখন পর্তুগিজরা হুগলীতে উপনিবেশ গড়ে তোলে?
ক. ১৫৭৯ খ্রি: খ. ১৫৮০ খ্রি:
গ. ১৫৮১ খ্রি: ঘ. ১৫৮২ খ্রি:
৬. ডাচরা কোন দেশের অধিবাসী?
ক. ইংল্যান্ডের খ. হল্যান্ডের
গ. চীনের ঘ. তুর্কির
৭. ডাচ ইন্ডিয়া কোম্পানি কখন এ উপমহাদেশে আসে?
ক. ১৬০১ খ্রি: খ. ১৬০২ খ্রি:
গ. ১৬০৩ খ্রি: ঘ. ১৬০৪ খ্রি:
৮. ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা গঠন করেন তারা কোন দেশের অধিবাসী?
ক. ভারতের খ. ইংল্যান্ডের
গ. ডেনমার্কের ঘ. হল্যান্ডের
৯. ইংরেজরা কখন দিনেমারদের কাছ থেকে বাণিজ্য কুঠি ক্রয় করে?
ক. ১৮৪৪ খ্রি: খ. ১৮৪৫ খ্রি:
গ. ১৮৪৬ খ্রি: ঘ. ১৮৪৭ খ্রি:
১০. ইংরেজ বণিকরা রানী এলিজাবেথের কাছ থেকে কত বছর মেয়াদি বাণিজ্য সনদ লাভ করেন?
ক. ১৩ বছর খ. ১৪ বছর
গ. ১৫ বছর ঘ. ১৬ বছর
১১. সুরাটে কখন বাণিজ্য কুটি স্থাপিত হয়?
ক. ১৬১২ খ্রি: খ. ১৬১৩ খ্রি:
গ. ১৬১৪ খ্রি: ঘ. ১৬১৫ খ্রি:
১২. রাজা ২য় চার্লস কাকে বিয়ে করেন?
ক. ক্যাথরিনকে খ. জেবিনকে
গ. জেরিনকে ঘ. জুলেখাকে
১৩. দ্বিতীয় চার্লস বিয়ের যৌতুক হিসেবে কি লাভ করেন?
ক. ঢাকা শহর খ. বোম্বাই শহর
গ. গাড়ি ঘ. বিশাল বাড়ি
১৪. অর্থাভাবে চার্লস কত পাউন্ডে বোম্বে শহর বিক্রি করেন?
ক. ২০ হাজার খ. ৩০ হাজার
গ. ৪০ হাজার ঘ. ৫০ হাজার
১৫. কলকাতার জন্ম কোন নদীর তীরে?
ক. ভাগীরথী খ. যমুনা
গ. গঙ্গা ঘ. কালনী
১৬. কখন ফোট উইলিয়াম দুর্গ নির্মিত হয়?
ক. ১৫০০ খ্রি: খ. ১৬০০ খ্রি:
গ. ১৭০০ খ্রি: ঘ. ১৮০০ খ্রি:
১৭. কখন ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়?
ক. ১৬৬১ খ্রি: খ. ১৬৬২ খ্রি:
গ. ১৬৬৩ খ্রি: ঘ. ১৬৬৪ খ্রি:
১৮. আলীবর্দি খান কখন বাংলার নবাব হন?
ক. ১৭৪০ - ১৭৫৬ খ্রি: পর্যন্ত
খ. ১৭৪১ - ১৭৫৭ খ্রি: পর্যন্ত
গ. ১৭৪২ - ১৭৫৮ খ্রি: পর্যন্ত
ঘ. ১৭৪৩ - ১৭৫৬ খ্রি: পর্যন্ত
১৯. কখন আলীবর্দি খানের মৃত্যু হয়?
ক. ১৭৫৩ খ্রি: খ. ১৭৫৪ খ্রি:
গ. ১৭৫৫ খ্রি: ঘ. ১৭৫৬ খ্রি:
২০. সিরাজউদ্দৌলা কত বছর বয়সে নবাবের ক্ষমতা গ্রহণ করেন?
ক. ২০ বছর খ. ২১ বছর
গ. ২২ বছর ঘ. ২৩ বছর
উত্তর: ১.খ ২.ঘ ৩.খ ৪.গ ৫.ক ৬.খ
৭.খ ৮.গ ৯.খ ১০.গ ১১.ক ১২.ক ১৩.খ ১৪.ঘ ১৫.ক ১৬.গ ১৭.ঘ ১৮.ক ১৯.ঘ ২০.গ
