Logo
Logo
×

টিউটোরিয়াল

এসএসসি পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা * বিজ্ঞান

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

Icon

সহিদুল ইসলাম

প্রকাশ: ০২ জানুয়ারি ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

মাস্টার ট্রেইনার (টিসিজি) সেসিপ, সিনিয়র শিক্ষক

কলাগাছিয়া ইউনিয়ন উচ্চবিদ্যালয়, বন্দর, নারায়ণগঞ্জ

মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস

১. ইখতিয়ারউদ্দিন মুহম্মদ-বিন-বখতিয়ার খলজি বাংলায় কখন মুসলিম শাসনের সূচনা করেন?

ক. দশম শতকের শুরুতে খ. একাদশ শতকের শুরুতে

গ. দ্বাদশ শতকের শুরুতে ঘ. এয়োদশ শতকের শুরুতে

২. কখন ইখতিয়ারউদ্দিন মুহম্মদ-বিন-বখতিয়ার খলজি গজনিতে আসেন?

ক. ১১৯৪ খ্রি. খ. ১১৯৫ খ্রি.

গ. ১১৯৬ খ্রি. ঘ. ১১৯৭ খ্রি.

৩. গজনিতে ব্যর্থ হয়ে বখতিয়ার কার দরবারে উপস্থিত হন?

ক. কুতুবউদ্দিন আইবেকের খ. হিজবরউদ্দিনের

গ. ধর্মপালের ঘ. সোজাউদ্দিনের

৪. দিল্লিতে চাকরি পেতে ব্যর্থ হয়ে বখতিয়ার কোথায় যান?

ক. তুর্কিতে খ. গজনিতে

গ. বদাউনে ঘ. মির্জাপুরে

৫. বখতিয়ার কোন বৌদ্ধবিহার জয় করেন?

ক. ওদন্ত বিহার খ. ওদন্দ বিহার

গ. উত্তর বিহার ঘ. দক্ষিণ বিহার

৬. বখতিয়ার নদীয়ার দ্বারপ্রান্তে উপস্থিত হলে তার সঙ্গে কতজন অশ্বারোহী সৈনিক ছিল?

ক. ১৫-১৬ জন খ. ১৭-১৮ জন

গ. ১৮-১৯ জন ঘ. ১৯-২০ জন

৭. বখতিয়ার কখন নদীয়া আক্রমণ করেন?

ক. ভোর বেলা খ. দুপুর বেলা

গ. বিকাল বেলা ঘ.সন্ধ্যা বেলা

৮. নদীয়া ত্যাগ করে বখতিয়ার কোথায় রাজধানী স্থাপন করেন?

ক. লক্ষণাবর্তী খ. ভাগবত

গ. ভিউলি ঘ. মির্জাপুর

৯. গৌড় বিজয়ের পর বখতিয়ার কোথায় অভিযানে বের হন?

ক. ভাগবতে খ. তিব্বতে

গ. মির্জাপুরে ঘ. বদাউনে

১০. তিব্বতের অভিযান ব্যর্থ হলে বখতিয়ার কোথায় ফিরে আসেন?

ক. নদীয়ায় খ. দেবকোটে

গ. ভিউলি ঘ. ওদন্দে

১১. বখতিয়ারের শসনের পর বাংলা মুসলমানদের অধীনে কত বছর শাসিত হয়েছিল?

ক. প্রায় ৫৫০ বছর খ. প্রায় ৫৬০ বছর

গ. প্রায় ৫৭০ বছর ঘ. প্রায় ৫৮০ বছর

১২. বাংলায় মুসলমান শাসন প্রতিষ্ঠার সূচনা করেন কে?

ক. গিয়াসউদ্দিন খ. বখতিয়ার খলজি

গ. কুতুবউদ্দিন ঘ. ইউজ খলজি

১৩. √সামউদ্দিন কখন দেবকোটের শাসনকর্তার দ্বায়িত্ব গ্রহণ করেন?

ক. ১২০৫ খ্রিস্টাব্দে খ. ১২০৬ খ্রিস্টাব্দে

গ. ১২০৭ খ্রিস্টাব্দে ঘ. ১২০৮ খ্রিস্টাব্দে

১৪. ইওয়াজ খলজির বাংলায় শাসনের স্থায়িত্ব ছিল-

ক. ১২ বছর খ. ১৩ বছর

গ. ১৪ বছর ঘ. ১৫ বছর

১৫. কে বাংলার রাজধানী দেবকোট হতে গৌড়ে স্থানান্তর করেন?

ক. ইওজ খলজি খ. বখতিয়ার খলজি

গ. √সামউদ্দিন ঘ. জিয়াউদ্দিন

১৬. ইলতুৎমিশের পুত্রের নাম কি?

ক. আলাউদ্দিন খ. নাসিরউদ্দিন

গ. ইওজ ঘ. জিয়াউদ্দিন

১৭. ১২৮৭ খ্রি. পর্যন্ত কতজন শাসনকর্তা বাংলা শাসন করেন?

ক. ১২ জন খ. ১৩ জন

গ. ১৪ জন ঘ. ১৫ জন

১৮. দাসদের কি বলা হয়?

ক. মামলুক খ. চাকর

গ. কর্মচারী ঘ. কৃতনর

১৯. ষাট বছরের শাসনে ১৫ জন শাসক কোন দেশের?

ক. ভারতের খ. বার্মার

গ. তুর্কির ঘ. শ্রীলংকার

২০. বাংলার প্রথম তুর্কি শাসনকর্তা ছিলেন-

ক. নাসিরউদ্দিন মাহ্মুদ খ. ইলতুত মিশ

গ. বখতিয়ার ঘ. গিয়াসউদ্দিন

২১. কে নয় বছর বাংলার শাসনকর্তা ছিলেন?

ক. মাহমুদ খ. তুঘান খান

গ. আওর ঘ. গিয়াসউদ্দিন

২২. ১২৪৭-১২৫১ খ্রি. পর্যন্ত বাংলা শাসন করেন-

ক. জালালউদ্দিন মাসুদ জানি খ. জালালউদ্দিন

গ. মুঘিসউদ্দিন ঘ. নাসিরউদ্দিন

২৩. আরসালান খানের পর বাংলার শাসনকর্তা কে ছিলেন?

ক. মুঘিসউদ্দিন খ.তাতার খান

গ. তাজউদ্দিন ঘ. মাসুদ জানি

২৪. কে সোনারগাঁওয়ের নিকট নারকিল্লা নামে একটি দুর্গ নির্মাণ করেন?

ক. তুঘরিল খ. তাতার খান

গ. মুসাউদ্দিন ঘ. মাসুদ জানি

২৫. কার হাতে তুঘরিল নিহত হন?

ক. মাসুদ জানির খ. বলবনের

গ. তাতার খানের ঘ. আরসালানের

২৬. কায়কোবাদের পিতার নাম কি?

ক. বুঘরা খান খ. মাসুদ খান

গ. তাতার খান ঘ. নাসির খান

২৭. ফিরুজ শাহের মৃত্যু হলে বাংলার শাসক হন-

ক. তাতার খান খ. গিয়াসউদ্দিন বাহাদুর শাহ

গ. আমানত শাহ ঘ. মাহমুদ শাহ

২৮. কখন বাহরাম খানের মৃত্যু হয়?

ক. ১৩৩৮ খ্রি. খ. ১৩৩৯ খ্রি.

গ. ১৩৪০ খ্রি. ঘ. ১৩৪১ খ্রি.

২৯. কে ফখরুদ্দিনের সৈন্যদের হাতে নিহত হন?

ক. তাতার খান খ. কদর খান

গ. নাসির খান ঘ. মাসুদ খান

৩০. ফখরুদ্দিন মুবারক শাহ সর্বপ্রথম জয় করেন-

ক. সোনারগাঁ খ. কুমিল্লা

গ. চট্টগ্রাম ঘ. মুন্সিগঞ্জ

উত্তর : ১.ঘ ২.খ ৩.ক ৪.গ ৫.খ ৬.খ ৭.খ ৮.ক ৯.খ ১০.খ ১১.ক ১২.খ ১৩.ঘ ১৪.ঘ ১৫.ক ১৬.খ ১৭.ঘ ১৮.ক ১৯.গ ২০.ক ২১.খ ২২.ক ২৩.খ ২৪.ক ২৫.খ ২৬.ক ২৭.খ ২৮.ক ২৯.খ ৩০.গ।

বিজ্ঞান

মো. আমিনুল ইসলাম

সিনিয়র শিক্ষক

মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

দুর্যোগের সাথে বসবাস

[পূর্বে প্রকাশিত অংশের পর]

২১। বনভূমি উজাড় হওয়ার মূল কারণ কোনটি?

√ক. জনসংখ্যা বৃদ্ধি খ. যানবাহনের সংখ্যা বৃদ্ধি গ. কৃষি সম্প্রসারণ

ঘ. শিল্প কারখানা বৃদ্ধি।

২২। বাংলাদেশের ভূমি কেমন?

ক. পাহাড়ি √খ. সমতল গ. বন্ধুর ঘ. কর্দমাক্ত

২৩। বাংলাদেশের নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ কোনটি?

ক. ভূমিকম্প খ. দাবানল গ. খরা √ঘ. বন্যা

২৪। দেশের বাইরে উৎপত্তি লাভ করে বাংলাদেশে প্রবেশ করেছে কতটি নদী?

√ক. ৫৮টি খ. ৫৪টি গ. ৩৪টি ঘ. ২৪টি

২৫। কোন ফসল উৎপাদনে অনেক বেশি পানি প্রয়োজন হয়?

ক. গম খ. কাউন √গ. ইরি ধান ঘ. পেঁয়াজ

২৬। পানি বণ্টন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?

√ক. ১৯৯৬ সালে খ. ১৯৯০ সালে গ. ১৯৮৫ সালে ঘ. ১৯৮০ সালে।

২৭। সাইক্লোন শব্দটি কোন দেশীয় শব্দ থেকে এসেছে?

ক. ল্যাটিন √খ. গ্রিক গ. জার্মান ঘ. ব্রিটিশ

২৮। শুশষড়ং শব্দের অর্থ কী?

ক. বৃত্তাকার সাপ খ. দু’মুখো সাপ গ. ব্যাঙের ছাতা √ঘ. সাপের কুণ্ডলী

২৯। বঙ্গোপসাগরের তাপমাত্রা সারা বছর কত থাকে?

ক. ২৪০ সে. খ ২৫০ সে গ. ২৬০ সে. √ঘ. ২৭০ সে.-এর বেশি

৩০। ১৯৭০ সালের সাইক্লোনে কত মানুষের মৃত্যু ঘটে?

ক. ৪ লাখ √খ. ৫ লাখ গ. ৭ লাখ ঘ. ৮ লাখ

৩১। উপকূলীয় এলাকায় জনসচেতনতা বৃদ্ধিতে কতজন স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছে?

ক. ১৬০০০ খ. ২২০০০ গ. ২৮০০০ √ঘ. ৩২০০০

৩২। সুনামী শব্দের অর্থ কী?

ক. সুন্দর চোখ খ. সুন্দর ঢেউ √গ. বন্দরের ঢেউ ঘ. সমুদ্র স্রোতে

৩৩। সুনামীর সময় সমুদ্রের পানির গতিবেগ ঘণ্টায় কত হয়?

ক. ৩০০-৫০০ মাইল খ. ৩০০-৫০০ কিমি. √গ. ৫০০-৮০০ মাইল ঘ. ৫০০-৮০০ কিমি.

৩৪। সুনামীতে কত মানুষ মৃত্যুবরণ করে?

ক. ১ লাখ খ. ২ লাখ √গ. ৩ লাখ ঘ. ৪ লাখ

৩৫। সুনামীর ফলে সবচেয়ে বেশি মানুষ মারা যায় কোন দেশে?

√ক. ইন্দোনেশিয়া খ. থাইল্যান্ড গ. শ্রীলংকা ঘ. মালয়েশিয়া

৩৬। এসিড বৃষ্টি হয় কোন দেশে?

ক. ভারত √ক. কানাডা গ. বাংলাদেশ ঘ. পাকিস্তান

৩৭। টর্নেডো শব্দটি কোন শব্দ থেকে এসেছে?

ক. ল্যাটিন খ. জাপানি গ. গ্রিক √ঘ. স্প্যানিশ

৩৮। টর্নেডো কোথায় সৃষ্টি হয়?

ক. সাগরে খ. মধ্যসাগরে √গ. যে কোনো স্থানে ঘ. উপকূলে

৩৯। বাংলাদেশে ১৮৫৫ সালে কত মাত্রার ভূমিকম্প হয়েছিল?

ক. ৩ মাত্রার খ. ৫ মাত্রার

√গ. ৭ মাত্রার ঘ. ৮ মাত্রার

৪০। ভূমিকম্পের মাত্রা পরিমাপ করা হয় কোন স্কেলে?

ক. মিটার স্কেলে √খ. রিখটার স্কেলে গ. মিলিমিটার স্কেলে ঘ. সে.মি. স্কেলে

৪১. ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য জাপানিরা কী দিয়ে ঘরবাড়ি তৈরি করত?

ক. ইট খ. বাঁশ গ. খড় √খ. কাগজ

৪২. উপকূলীয় অঞ্চলে বন্যার প্রধান কারণ-

i. ঝড় ii. জলোচ্ছ্বাস iii. সাইক্লোন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

√গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৩. আইলা কত সালে হয়েছিল?

ক. ২০০৭ সালে খ. ২০০৮ সালে

√গ. ২০০৯ সালে ঘ. ২০১০ সালে

৪৪. আইলাতে কত মানুষের প্রাণহানি ঘটে?

√ক. ৭ হাজার খ. ৮ হাজার

গ. ৯ হাজার ঘ. ১০ হাজার

৪৫. এসিড বৃষ্টি মানবদেহে সৃষ্টি করে-

i. হৃৎপিণ্ড সমস্যা ii. অ্যাজমা iii. ব্রংকাইটিস

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii √ঘ. i, ii ও iii

৪৬. সুমাত্রা ভূমিকম্পটির ফলে বিশাল জলরাশি ছড়িয়ে পড়ে কতটি দেশে?

ক. ১০টি খ. ১১টি √গ. ১২টি ঘ. ১৩টি

৪৭. ১৯৯১ সালে ঘূর্ণিঝড়ে কত প্রাণহানি ঘটে?

ক. ১ লাখ ৭০ হাজার

√খ. ১ লাখ ৪০ হাজার

গ. ২ লাখ ৭০ হাজার ঘ. ২ লাখ ৪০ হাজার

৪৮. PH-এর মান কত হলে মাছের ডিম নষ্ট হয়ে যায়?

ক. ৫ √খ. ৫-এর চেয়ে কম গ. ৭ ঘ. ৬

৪৯. সুনামীতে ইন্দোনেশিয়ার কোন প্রদেশের মানুষ সবচেয়ে বেশি মারা যায়?

√ক. আচেহ প্রদেশ খ. বালি প্রদেশ

গ. রাবা প্রদেশ ঘ. সেলিবিমস প্রদেশ

৫০. ‘Tornado’ শব্দটির অর্থ-

i. Thunder storm ii. বজ্র ঝড় iii. বন্দরের ঢেউ

নিচের কোনটি সঠিক?

√ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম