এসএসসি পরীক্ষার্থীদের বাংলাদেশ ও বিশ্বপরিচয়
জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৯, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিনিয়র শিক্ষক, ভিক্টোরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
স্বাধীন বাংলাদেশ
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৩১। স্বাধীনতার ঘোষণা বার্তায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জনগণকে কতক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে নির্দেশ দিয়েছিলেন?
ক. পরবর্তী নির্দেশ পর্যন্ত
খ. ভারতের নির্দেশ পাওয়া পর্যন্ত
√গ. চূড়ান্ত বিজয় অর্জন পর্যন্ত
ঘ. বঙ্গবন্ধুর মুক্তি পর্যন্ত
৩২। বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার বার্তাটি কোন সংগঠনের মাধ্যমে বাংলাদেশের সব স্থানে প্রচারিত হয়েছিল?
ক. পুলিশ বাহিনী √খ. ইপিআর
গ. সেনাবাহিনী ঘ. বিডিআর
৩৩। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে প্রথম কে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন?
√ক. এম এ হান্নান শাহ খ. কমরেড মনিসিং
গ. মেজর জিয়াউর রহমান
ঘ. তাজউদ্দিন আহমেদ
৩৪। কালুরঘাট কোন জেলায় অবস্থিত?
ক. টাঙ্গাইল খ. ময়মনসিংহ গ. খুলনা √ঘ. চট্টগ্রাম
৩৫। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?
ক. হালুয়াঘাট খ. কুর্মিটোলা
√গ. কালুরঘাট ঘ. টেকেরহাট
৩৬। মুক্তিযুদ্ধের সময় একটি বেতার কেন্দ্র সম্প্রচার কার্যক্রমের কারণে ‘স্বাধীন বাংলা’ বিপ্লবী বেতার কেন্দ্রে পরিণত হয়। বেতার কেন্দ্রটির নাম কী?
ক. ঢাকা সম্প্রচার কেন্দ্র খ. খুলনা সম্প্রচার কেন্দ্র
গ. আকাশবাণী সম্প্রচার
√ঘ. কালুরঘাট সম্প্রচার কেন্দ্র
৩৭। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে ২৭ মার্চ কে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন?
√ক. মেজর জিয়াউর রহমান খ. আতাউর রহমান
গ. মওলানা ভাসানী ঘ. অধ্যাপক মোজাফফর আহমদ
৩৮। এনাম চট্টগ্রামের ছেলে। তার এলাকার সঙ্গে মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট কোন ব্যক্তিত্ব জড়িত?
√ক. জিয়াউর রহমান খ. শেখ মুজিবুর রহমান গ. তাজউদ্দিন আহমেদ
ঘ. এম এ জি ওসমানী
৩৯। বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা এম এ হান্নান দ্বিতীয়বার প্রচার করেন কোথা থেকে?
√ক. কালুরঘাট বেতার কেন্দ্র থেকে
খ. চট্টগ্রাম বেতার কেন্দ্র
গ. ঢাকা বেতার কেন্দ্র ঘ. খুলনা বেতার কেন্দ্র
৪০। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে কোন সরকার গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ?
ক. মুজিব সরকার খ. আওয়ামী লীগ সরকার
√গ. মুজিবনগর সরকার
ঘ. পূর্ব পাকিস্তান সরকার
৪১। বৈদ্যনাথতলা কোন জেলায় অবস্থিত?
ক. কুষ্টিয়া খ. পাবনা গ. চুয়াডাঙ্গা √ঘ. মেহেরপুর
৪২। মুজিবনগর কোন জেলায় অবস্থিত?
√ক. মেহেরপুর খ. কুষ্টিয়া গ. চুয়াডাঙ্গা ঘ. রাজবাড়ী
৪৩। মুক্তিযুদ্ধের সময় কোন জায়গার নামকরণ করা হয় মুজিবনগর?
ক. মেহেরপুর খ. বৈদ্যনাথতলা গ. গোপালগঞ্জ √ঘ. আম্রকানন
৪৪। মুক্তিযুদ্ধ পরিচালনা “সুসংহত করা’’ বিশ্ব জনমত গঠনের লক্ষ্যে কোন সরকার কার্যক্রম পরিচালনা করেছিল?
ক. যুক্তফ্রন্ট সরকার খ. মুসলিম লীগ সরকার
গ. ইয়াহিয়া সরকার √ঘ. মুজিবনগর সরকার
৪৫। মুজিবনগর সরকার ১৯৭১ সালের কত তারিখে শপথগ্রহণ করে?
ক. ১৭ মার্চ √খ. ১৭ এপ্রিল গ. ১৭ মে ঘ. ১৭ জুন
