|
ফলো করুন |
|
|---|---|
১। পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটা তৈরি করে?
ক) কমপ্যাক, ১৯৮৫ খ) এপসন, ১৯৮১
গ) আইবিএম, ১৯৮৩ ঘ) অ্যাপল, ১৯৭৭
২। টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় কী ধরনের চুম্বক ব্যবহৃত হয়?
ক) স্থায়ী চুম্বক খ) অস্থায়ী চুম্বক গ) সংকর চুম্বক ঘ) প্রাকৃতিক চুম্বক
৩। কোন ইঞ্জিনে কার্বুলেটর থাকে?
ক) পেট্রল ইঞ্জিনে খ) ডিজেল ইঞ্জিনে
গ) রকেট ইঞ্জিনে ঘ) বিমান ইঞ্জিনে
৪। সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যরে বিকিরণ হচ্ছে-
ক) আলফা রশ্মি খ) বিটা রশ্মি গ) গামা রশ্মি ঘ) রঞ্জন রশ্মি
৫। রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?
ক) মৃদু রঞ্জন রশ্মি খ) বিটা রশ্মি
গ) গামা রশ্মি ঘ) কসমিক রশ্মি
৬। মাইট্রোকন্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন?
ক) ৭০ ভাগ খ) ৭২ ভাগ গ) ৭৩ ভাগ ঘ) ৮০ ভাগ
৭। রাসায়নিক অগ্নিনির্বাপক কাজ করে অগ্নিতে-
ক) প্রচুর পরিমাণে অক্সিজেন সরবরাহ করে
খ) অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে
গ) নাইট্রোজেন সরবরাহ করে ঘ) হাইড্রোজেন সরবরাহ করে
৮। কোন পদার্থটি চৌম্বক পদার্থ নয়?
ক) কাঁচা লৌহ খ) ইস্পাত গ) এলুমিনিয়াম ঘ) কোবান্ট
৯। রাডারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় তার নাম কী?
ক) গামা রশ্মি খ) মাইক্রোওয়েভ
গ) অবলোহিত বিকিরণ ঘ) আলোক তরঙ্গ
১০। কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়?
ক) লৌহ খ) ইউরেনিয়াম গ) প্লুটোনিয়াম ঘ) নেপচুনিয়াম
১১। কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম?
ক) শূন্যতায় খ) কঠিন পদার্থে
গ) তরল পদার্থে ঘ) বায়বীয় পদার্থে
১২। কোন রোগে শিশুদের হাত ও পা ধনুকের মতো বাঁকা হয়ে যায়?
ক) কাশি খ) ডায়রিয়া গ) হাম ঘ) রিকেটস
১৩। ইন্টারনেট কবে থেকে চালু হয়?
ক) ১৯৮১ সাল খ) ১৯৬০ সাল গ) ১৯৭০ সাল ঘ) ১৯৬৯ সাল
১৪। মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ কোনটি?
ক) যকৃত খ) ত্বক গ) স্নায়ু ঘ) কিডনি
১৫। কোন রং বেশি দূর থেকে দেখা যায়?
ক) সাদা খ) কালো গ) লাল ঘ) হলুদ
১৬। বাইনারি সংখ্যা পদ্ধতিতে কয়টি অঙ্ক ব্যবহৃত হয়?
ক) একটি খ) দুইটি গ) তিনটি ঘ) চারটি
১৭। বাংলাদেশে প্রস্তুত ল্যাপটপ কম্পিউটারের নাম কী?
ক) স্ট্রবেরি খ) ময়না গ) দোয়েল ঘ) চড়ুই
১৮। WIMAX একটি
ক) ডিভিডি প্লেয়ার খ) ব্যান্ড ঘড়ি
গ) মোবাইল ফোন ঘ) ওয়ারলেস ব্রন্ডব্যান্ড প্রযুক্তি
১৯। সন্তান পুত্র বা কন্যা হওয়ার জন্য কে দায়ী?
ক) বাবা খ) মা গ) বাবা-মা উভয়ই ঘ) কেউ নয়
২০। কোন খনিজের অভাবে গলগণ্ড রোগ হয়?
ক) লৌহ খ) ফসফরাস গ) ক্যালসিয়াম ঘ) আয়োডিন
২১. লাল আলোতে নীল রঙের বস্তু কেমন দেখায়?
ক. বেগুনি খ. সবুজ গ. হলুদ ঘ. কালো
২২. কোন কোন স্থানে সলিড ফিনাইল ব্যবহার করা হয়?
ক. পায়খানা, প্রস্রাবখানায় খ. গোসলখানায়
গ. পুকুরে ঘ. নালায়
২৩. কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কী বলে?
ক. ROM খ. RAM
গ. হার্ডওয়্যার ঘ. সফটওয়্যার
উত্তর : ১। খ ২। ক ৩। ক ৪। গ ৫। গ ৬। গ ৭। খ ৮। গ ৯। খ ১০। ক ১১। খ ১২। ঘ ১৩। ঘ ১৪। খ ১৫। গ ১৬। খ ১৭। গ ১৮। ঘ ১৯। ক ২০। ঘ ২১.ঘ ২২.ক ২৩.ক।
গ্রন্থানা : তাওফিকুজ্জামান
