Logo
Logo
×

টিউটোরিয়াল

এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

ইংরেজি দ্বিতীয়পত্র * তথ্য ও যোগাযোগ প্রযুক্তি * বিজ্ঞান

ইংরেজি দ্বিতীয়পত্র

Icon

হাসান মঞ্জুর হিলালী

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সহকারী প্রধান শিক্ষক, ইংলিশ ভার্সন

মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ

প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের ইংরেজি দ্বিতীয়পত্র বিষয়ের ৬ নং প্রশ্ন Changing Sentence -এর ওপর কিছু Exercise দেয়া হল। আগে নিজে চেষ্টা করে পরে উত্তর মিলিয়ে দেখ।

Changing Sentence

Exercise-24

(a) A fool was sitting by the side of a village road. (Make it complex)

(b) He was digging holes in several places. (Make it Passive)

(c) Now, it happened that a king's minister was passing by that way. (Make it simple)

(d) He swa the fool digging holes. (Passive)

(e) Seeing the strange appearance of the fool, he asked about the reason of his action. (Make it compound)

(f) People passing by them would put their feet in them and fall down. (Complex)

(g) The fool replied, 'Why should they fall in?' (Make it indirect narration)

(h) I have not dug the hole in the middle of the path. (Make it passive voice)

(i) Only those who leave the straight road, will fall into my pit. (Make it Negative)

(j) The minister then asked what his occupation was. (Simple)

Answer:

a. A fool was sitting by the side of a road which was in a village.

b. Holes in several places were being dug by him.

c. Now a king's minister was passing by the way.

d. The fool was seen by him digging holes.

e. He swa the strange appearance of the fool and asked about the reason of his action.

f. People who would put their feet in them will fall down.

g. In reply the fool asked why they should fall in.

h. The hole had not been dug by him in the middle of the path.

i. None but those who leave the straight road, will fall into my pit.

j. The minister then asked about his occupation.

Exercise-25

(a) The cuckoo is a bird of very shy nature. (Make it Complex)

(b) It is black like crows. (Compound)

(c) We don't usually see it near about the human habitats. (Passive voice)

(d) During summer, it sings day and night. (Make it Complex)

(e) Though they are cowards, they are very cunning. (Make it Compound)

(f) They do not build nests anywhere. (Passive)

(g) When it is time to lay eggs, they lay eggs in the nests of the crows. (Simple)

(h) This is really very interesting. (Exclamatory)

(i) How interesting the fact of cuckoo's laying egg in the nest of the crow is! (Assertive)

(j) Everybodz has seen a cuckoo. (Interrogative)

Answer:

a. The cuckoo is a bird which is shy in nature.

b. It is black and is like crows.

c. It is not usually seen by us near about the human habitats.

d. When it is summer, it sings day and night.

e. They are cowards but very cunning.

f. Nests are not built by them anywhere.

g. At the time of laying eggs, they lay eggs in the nests of the crows.

h. How interesting this is!

i. The fact of cuckoo's laying egg in the nest of crow is very interesting.

j. Who has not seen a cuckoo?

Exercise-26

(a) Once a cook roasted a duck for his master. (Make it Passive)

(b ) The roasted duck looked very delicious. (Make it Exclamatory)

(c) The cook could not resist his temptation and ate up one of the drumsticks. (Make it Complex)

(d) When the master sat to eat he noticed the missing leg. (Make it Compound)

(e) The master asked the cook what happened to the other leg. (Make it Simple)

(f) The cook replied,'It is a one legged duck.' (Change the speech)

(g) The master was not a fool. (Make it Affirmative)

(h) He said that there was no such thing as a one legged duck. (Change the form of speech)

(i) But the cook insisted that the duck had only one leg. (Make it Simple)

(j) The master sacked him from the job. (Make it Passive voice)

Answer:

a. Once a duck was roasted by a cook for his master.

b. How delicious the roasted duck looked!

c. As the cook could not resist his temptation, he ate up one of the drumsticks.

d. The master sat to eat and noticed the missing leg.

e. The master asked the cook about the other leg.

f. The cook replied that it was a one legged duck.

g. The master was very clever.

h. He said, 'There is no such thing as a one legged duck.'

i. But the cook insisted on the duck's having only one leg.

j. He was sacked from the job by the master.

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

জেসমিন আক্তার

সহকারী শিক্ষক, ভিক্টোরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের দেশ

[পূর্বে প্রকাশিত অংশের পর]

২২। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আজকের বিকাশের পেছনে রয়েছে-

i) বিজ্ঞানী ii) প্রকৌশলী iii) সমাজ সেবক

নিচের কোনটি সঠিক?

√ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

২৩। চার্লস ব্যাবেজ ছিলেন একজন-

i) প্রকৌশলী ii) পদার্থ বিজ্ঞানী iii) গণিতবিদ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii √খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

২৪। অ্যাপল কম্পিউটার চালু করেন-

i) স্টিভ জবস ii) স্টিভ ওজনিয়াক iii) রোনাল্ড ওয়েনে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii √ঘ) i, ii ও iii

২৫। আমাদের বেঁচে থাকার সুনির্দিষ্ট দক্ষতাগুলো হচ্ছে-

i) পারস্পরিক সহযোগিতার মনোভাব

ii) তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা

iii) সৃজনশীলতা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii √ঘ) i, ii ও iii

২৬। পৃথিবীর মানুষ-

i) এক সময় বেঁচে থাকার জন্য পুরোপুরি প্রকৃতির ওপর নির্ভর করত

ii) যন্ত্র আবিষ্কার করে খনিজ সম্পদের ওপর নির্ভরশীলতা কমিয়ে এনেছে

iii) যন্ত্রের ওপর নির্ভর করে পৃথিবীর নিয়ন্ত্রণ করতে শুরু করেছে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii √খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

২৭। একুশ শতকের সম্পদ হচ্ছে-

i) জ্ঞান ii) সাধারণ মানুষ iii) খনিজ সম্পদ

নিচের কোনটি সঠিক?

√ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

২৮। মানুষ জ্ঞান-

i) সৃষ্টি করতে পারে ii) ধারণ করতে পারে iii) ব্যবহার করতে পারে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii √ঘ) i, ii ও iii

২৯। একুশ শতকের পৃথিবী-

i) জ্ঞানভিত্তিক অর্থনীতির ওপর দাঁড়াতে শুরু করেছে

ii) বিশ্বায়ন ও আন্তর্জাতিকতা নির্ভর

iii) এর সম্পদ হচ্ছে শিল্প এবং বাণিজ্য

নিচের কোনটি সঠিক?

√ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

৩০। আন্তর্জাতিকতা হচ্ছে-

i) নিজ দেশের আদিবাসী হয়েও অন্য দেশের নাগরিক হওয়া ii) এক ধরনের ভৌগোলিক সীমানা

iii) নতুন পৃথিবীর অলিখিত নিয়ম

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii √খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৩১ ও ৩২নং প্রশ্নের উত্তর দাও :

আতিক স্যার তার শিক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পড়াচ্ছিলেন। তিনি প্রযুক্তির বিভিন্ন অবদান সম্পর্কে আলোচনায় বলেছিলেন- ঘরে বসে থেকেও আমরা পৃথিবীর যে কোনো স্থানের মানুষের সঙ্গে কথা বলতে পারি এবং তাদের দেখতেও পারি।

৩১। উদ্দীপকে উল্লেখিত যোগাযোগের মাধ্যমগুলো হল-

i) ফেসবুক ii) টুইটার iii) স্কাইপি

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii √ঘ) i, ii ও iii

৩২। উদ্দীপকে উল্লেখিত যোগাযোগের জন্য কি প্রয়োজন?

ক) কম্পিউটার খ) টেলিভিশন গ) রেডিও √ঘ) ইন্টারনেট সংযোগসহ কম্পিউটার

নিচের উদ্দীপকটি পড়ে ৩৩ ও ৩৪নং প্রশ্নের উত্তর দাও :

একুশ শতকের পৃথিবীটা আসলে একটা জ্ঞানভিত্তিক অর্থনীতির ওপর দাঁড়াতে শুরু করছে এবং এই শতকে আমরা নতুন করে আরও দুটি বিষয় শুরু করছি।

৩৩। উদ্দীপকের দুটি বিষয় হল-

i) বিশ্বায়ন ii) সৃজনশীলতা iii) আন্তর্জাতিকতা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii √খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

৩৪। উক্ত বিষয় দুটি ত্বরান্বিত হওয়ার পেছনের কারণ কোনটি?

ক) সুনাগরিকত্ব খ) বিশ্লেষণী চিন্তন দক্ষতা গ) সৃজনশীলতা √ঘ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

৩৫। আধুনিক কম্পিউটারের জনক কে?

ক) স্টিভ জবস √খ) চার্লস ব্যাবেজ

গ) বিল গেটস ঘ) অ্যাডা লাভলেস

৩৬। ডিফারেন্স ইঞ্জিন ও এনালিটিক্যাল ইঞ্জিন কে তৈরি করেন?

√ক) চার্লস ব্যাবেজ খ) জেমস ক্লার্ক ম্যাক্রওয়েল

খ) স্টিভ জবস ঘ) মার্ক জাকারবার্গ

৩৭। কত সালে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে চার্লস ব্যাবেজের বর্ণনা অনুসারে একটি ইঞ্জিন তৈরি করা হয়?

ক) ১৯৯০ √খ) ১৯৯১ গ) ১৯৯২ ঘ) ১৯৯৩

৩৮। চালর্স ব্যাবেজ কত সালে জন্মগ্রহণ করেন?

ক) ১৭৯০ √খ) ১৭৯১ গ) ১৭৯২ ঘ) ১৭৯৩

৩৯। কোন দেশের বিজ্ঞান জাদুঘরে চার্লস ব্যাবেজের বর্ণনা অনুসারে একটি ইঞ্জিন তৈরি করা হয়?

ক) ফ্রান্স খ) যুক্তরাষ্ট্র গ) কানাডা √ঘ) ইংল্যান্ড

৪০। কে চার্লস ব্যাবেজের এনালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য ‘প্রোগ্রামিং’ ধারণা তৈরি করেন?

√ক) অ্যাডা লাভলেস খ) মার্ক জাকারবার্গ গ) স্টিভ জবস ঘ) ম্যাক্রওয়েল

৪১। কে তড়িৎ চুম্বকীয় বলের ধারণা প্রকাশ করেন?

ক) অ্যাডা লাভলেস √খ) জেমস ক্লার্ক ম্যাক্রওয়েল গ) মার্ক জাকারবার্গ ঘ) স্টিভ জবস

৪২। ম্যাক্রওয়েলের মৃত্যুর বছরে কোন বিজ্ঞানীর জন্ম হয়?

ক) মার্ক জাকারবাগ খ) স্টিভ জবস √গ) আইনস্টাইন ঘ) মার্কনি

৪৩। কত সালে জগদীশ চন্দ্র বসু অতিক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে সফল হন?

ক) ১৮৯২ খ) ১৮৯৩ গ) ১৮৯৪ √ঘ) ১৮৯৫

৪৪। কোন বিজ্ঞানী বেতার তরঙ্গ আবিষ্কার করেন?

√ক) মার্কনি খ) আইনস্টাইন গ) ম্যাক্রওয়েল ঘ) চার্লস ব্যাবেজ

৪৫। বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে প্রথম সফল হন কোন বিজ্ঞানী?

√ক) জগদীশ চন্দ্র বসু খ) মার্কনি গ) চার্লস ব্যাবেজ ঘ) ম্যাক্রওয়েল

বিজ্ঞান

মো. আমিনুল ইসলাম

সিনিয়র শিক্ষক,

মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

সপ্তম অধ্যায় : পৃথিবী ও মহাকর্ষ

১. সাবান কী?

উ: সাবান হচ্ছে তৈল বা চর্বি ক্ষারের বিক্রিয়ায় সৃষ্টি হওয়া উচ্চতর ফ্যাটি এসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ।

২. অ্যামোনিয়াম নাইট্রেটের সংকেত কি?

উ: NH4No3

৩. চুনের পানির সংকেত লিখ।

উ: CaCoH2 (ক্যালসিয়াম হাইড্রোক্সাইড)।

৪. টুথপেস্ট কি ধরনের পদার্থ?

উ: টুথপেস্ট হল ক্ষারীয় পদার্থ।

৫. পানীয় ও ফলের রস কী জাতীয় পদার্থ?

উ: অম্লীয় পদার্থ।

৬. সাবানের সংকেত কি?

উ: সাবানের সংকেত C17H35CooNa

৭. অ্যামোনিয়াম সালফেটের সংকেত কি?

উ: অ্যামেনিয়াম সালফেটের সংকেত (NH4)So4)।

৮. আচার সংরক্ষণে কোন এসিড ব্যবহার করা হয়?

উ: আচার সংরক্ষণে ব্যবহৃত হয় ভিনেগার বা এসিটিক এসিড (CH3 CooH)

৯. ক্যালামিন কী? উ: জিক অক্সাইড (yno) এবং ফোরিক অক্সাইডের (Fe2o3) এর মিশনকে ক্যালামিন বলে।

১০. হিস্টামিন কী?

উ: বোলতা বা বিচ্ছুর হুলে যে ক্ষারক থাকে তাকে হিস্টামিন বলে।

১১. তুঁতের সংকেত লিখ? উ. তুঁতের সংকেত Cuso4,5H2o।

১২. চুনা পাথরের সংকেত লিখ।

উ: চুনা পাথরের সংকেত Caco3.

১৩. বেকিং সোডার সংকেত কী?

উ: বেকিং রাসায়নিক সংকেত NaHco3

১৪. Sub Soil কী?

উ: মাটির দ্বিতীয় স্তরকে Horiæon-ই বা সাব সয়েল বলে।

১৫. দুর্বল এসিড কি? উ: যেসব এসিড বিশেষ করে জৈব এসিডসমূহ পানিতে পুরোপুরিভাবে বিয়োজিত না হয়ে অংশিকভাবে বিয়োজিত হয় তাদেরকে দুর্বল এসিড বলে।

১৬. মানব দেহের ধমনির রক্তের PH-এর মান কত?

উ: মানব দেহের ধমনির রক্তের PH-এর মান প্রায় ৭.৪।

১৭. ভিনেগার কী?

উ: এসিটিক এসিডের ৫% দ্রবণকে ভিনেগার বলে।

১৮. টেবিল লবণের সংকেত কী?

উ: টেবিল লবণের সংকেত হল Nacl।

১৯. বিশুদ্ধ পানির PH-এর মান?

উ: বিশুদ্ধ পানির PH-এর মান ৭।

২০. নিদের্শক কী?

উ: যেসব পদার্থ বর্ণ পরিবর্তনের মাধ্যমে এসিড বা ক্ষারের উপস্থিতি নির্দেশ করে সেসব পদার্থকে নির্দেশক বলে।

২১. WHO-এর পূর্ণ অর্থ কী?

উ. world Health Organiæation.

২২. গলগণ্ড রোগ হয় কিসের অভাবে।

উ : আয়োডিনের অভাবে।

২৩. বাড়ন্ত শিশুদের প্রত্যেহ কী পরিমাণ ক্যালসিয়াম প্রয়োজন? উ: প্রতিদিন ৫০০-৬০০ মিলিগ্রাম।

২৪. স্নেহ পদার্থ কী নিয়ে গঠিত?

উ : ফ্যাটি এসিড ও গ্লিসারলের।

২৫. ভিটামিন ‘সি’-এর অভাবে কোন রোগ হয়?

উ : স্কার্ভি রোগ হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম