Logo
Logo
×

টিউটোরিয়াল

ফলাফল ভালো করতে কৃষি শিক্ষায় গুরুত্ব দাও

Icon

দেওয়ান সামছুর রহমান

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ফলাফল ভালো করতে কৃষি শিক্ষায় গুরুত্ব দাও

সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ

প্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিও। নতুন বছরে নতুন আলোয় আলোকিত হোক তোমাদের জীবন। সারা বছর পর্যাপ্ত পড়াশোনার শেষে আশা করি তোমরা তোমাদের প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে রয়েছ। সামনে যে কয়েকটি দিন পাওয়া যাবে তা সঠিকভাবে কাজে লাগাবে। কৃষি শিক্ষা যদিও চতুর্থ বিষয় (ঐচ্ছিক) তথাপি এটি মূল বিষয় হতে কোনোভাবেই কম গুরুত্বপূর্ণ নয়। কারণ বর্তমানে প্রচলিত গ্রেডিং পদ্ধতিতে কোনো বিষয়ই গুরুত্বহীন নয়। বরং ৪র্থ বিষয়ে ভালো করতে পারলে সামগ্রিক ফলাফল ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের সব পাবলিক পরীক্ষায় ৪র্থ বিষয়ের এ বাড়তি সুবিধাটা পাওয়া যাচ্ছে অর্থাৎ জিপিএ পয়েন্ট ৫ থেকে ২ পয়েন্ট বাদ দিয়ে অতিরিক্ত ৩ পয়েন্ট সর্বমোট পয়েন্টের সঙ্গে যোগ হবে এবং সর্বমোট পয়েন্টকে মোট বিষয় দিয়ে ভাগ করার ক্ষেত্রে কৃষি শিক্ষা অর্থাৎ ৪র্থ বিষয়টি বিষয় হিসাবে গণ্য হবে না। এ পরীক্ষায় অকৃতকার্য হলেও ফলাফলে কোনো প্রভাব পড়বে না। তবে এ বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ না করলে ফেল হিসেবে গণ্য হবে। কৃষি শিক্ষা তোমাদের জন্য ব্যবহারিক বিষয়। ফলে পূর্ণমান ১০০-এর মধ্যে সৃজনশীলে ৫০ এবং নৈর্ব্যক্তিকে ২৫ নম্বর এবং ব্যবহারিকে ২৫ নম্বর। সৃজনশীল অংশে মোট ৮টি প্রশ্ন থাকবে এবং যে কোনো ৫টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান ১০। প্রতিটি প্রশ্নের মধ্যে অন্যান্য সব সৃজনশীল বিষয়ের মতো চারটি ভাগ থাকবে। ‘ক’ জ্ঞানমূলক মান-১, ‘খ’ অনুধাবনমূলক মান-২, ‘গ’ প্রয়োগমূলক মান-৩ এবং ‘ঘ’ উচ্চতর দক্ষতামূলক মান-৪। বহুনির্বাচনী অংশে ২৫টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নেরই উত্তর করতে হবে এবং প্রত্যেক প্রশ্নের মান হবে ১। সময় মোট ৩ ঘণ্টা, সৃজনশীল অংশের জন্য ২ ঘণ্টা ৩০ মিনিট এবং বহুনির্বাচনী অংশের জন্য ২৫ মিনিট। বহুনির্বাচনী অংশের জন্য আলাদা কোনো উত্তরপত্র সরবরাহ করা হবে না। কৃষিশিক্ষার বিষয় কোড-১৩৪। এ বিষয়টিতে মোট অধ্যায় রয়েছে সাতটি। ১ম অধ্যায় কৃষি প্রযুক্তি, ২য় অধ্যায় কৃষি উপকরণ, ৩য় অধ্যায় কৃষি ও জলবায়ু, ৪র্থ অধ্যায় কৃষিজ উৎপাদন, ৫ম অধ্যায় বনায়ন, ষষ্ঠ অধ্যায় কৃষি সমবায়, ৭ম অধ্যায় পারিবারিক খামার। যেহেতু ৮টি সৃজনশীল প্রশ্ন থাকবে ফলে প্রতিটি অধ্যায় থেকেই প্রশ্ন পাওয়া যাবে তবে, ২য়, ৩য়, ৪র্থ অধ্যায় থেকে একাধিক প্রশ্ন পাওয়ারসমূহ সম্ভাবনা রয়েছে। আর নৈর্ব্যক্তিক উত্তরের জন্য তো সবগুলো অধ্যায় অবশ্যই ভালোভাবে পড়তে হবে। উদ্দীপকগুলো মনোযোগসহকারে পড়ে, ভালোভাবে বুঝে সঠিকভাবে খাতায় উপস্থাপন করতে পারলে অবশ্যই পরীক্ষায় ভালো করা সম্ভব।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম