পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা
প্রাথমিক গণিত * বাংলাদেশ ও বিশ্বপরিচয়
প্রাথমিক গণিত
সৈয়দ কায়েস-উর-রহমান
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সহকারী শিক্ষক,
মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
[পূর্বে প্রকাশিত অংশের পর]
২৯. গাণিতিক বাক্যে বন্ধনী থাকলে কোন অংশের হিসাব আগে করতে হয়? উত্তর : প্রথম বন্ধনী
৩০. পিতার বয়স কন্যার বয়সের ৪ গুণ হলে, তাদের বয়সের সমষ্টি কত গুণ? উত্তর : ৫ গুণ
৩১. ৫-(৩৬-১০) ÷ ১৩ = কত? উত্তর : ৩
৩২. মাতার বয়স পুত্রের বয়সের ৫ গুণ, মাতার বয়স ৬৫ হলে পুত্রের বয়স কত? উত্তর : ১৩ বছর
৩৩. ১৫-{(৫৬+৩৯) ÷ ১৯+৮}
উত্তর : ১৮
৩৪. ৬ হালি ডিমের দাম ৪২০ টাকা হলে ১ হালি ডিমের দাম কত? উত্তর : ৭০
৩৫. নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজক নির্ণয়ের সূত্রটি লেখ। উত্তর : ভাজক = ভাজ্যক্সভাগফল
৩৬. ভাজ্য ভাজকের ২০ গুণ, ভাজক ½ হলে ভাজ্য কত?
উত্তর : ১০
৩৭. ৩ ডজন ডিমের দাম ২৮৮ টাকা হলে, ১টি ডিমের দাম কত? উত্তর : ৮ টাকা
৩৮. ১০০ লিচুর দাম ৪০০ টাকা হলে, ৬০টি লিচুর দাম কত? উত্তর : ২৪০ টাকা
৩৯. ভাজক ভাগফলের ১০ গুণ, ভাগজল ½ হলে ভাজক কত? উত্তর : ৫
৪০. কোনো ভাগ অঙ্কে ভাজ্য ৫৫০, ভাগশেষ ২০ এবং ভাজক ৪০ হলে ভাগফল কত?
উত্তর : ১৩.২৫ টাকা
৪১. একজন শ্রমিকের দৈনিক আয় ১৭৫ টাকা হলে, ১ সপ্তাহে আয় কত? উত্তর : ১২২৫ টাকা
৪২. {২৪-(৩x৪)÷২} = কত উত্তর : ১৮
৪৩. ২০ জন লোক একটি কাজ করে ১০ দিনে। তাহলে ১০ জন লোক ওই কাজটি কত দিনে করবে?
উত্তর : ২০ দিন
৪৪. খোলা বাক্য বলতে কী বোঝায়?
উত্তর : যখন বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না
৪৫. ≠ চিহ্নের নাম কী? উত্তর : অসমান
৪৬. গাণিতিক বাক্যে প্রকাশ কর : ১২০ কে ৪০ দ্বারা ভাগ করলে ভাগফল ৩ হয়।
উত্তর : ১২০ ÷ ৪০ = ৩
৪৭. গাণিতিক বাক্য কাকে বলে?
উত্তর : গাণিতিক বাক্য হল সংখ্যা, প্রতীক, রাশি বা গাণিতিক ধারণা সংবলিত এমন একটি উক্তি যা সত্য বা মিথ্যা নিঃসন্দেহে বলা হয়।
৪৮. অঙ্ক কাকে বলে
উত্তর : গাণিতিক বিষয়ে ব্যবহৃত ০ থেকে ৯ সংখ্যা প্রতীকগুলোকে অঙ্ক বলে।
৪৯. (ক+২) x ৩>৩০ এখানে কয়টি প্রতীক বিদ্যমান?
উত্তর : ২টি
৫০. ৫ □ ৫x২৭=৮ □ ৭৫; ফাঁকা ঘরে কী বসবে?
উত্তর : ২, ৭
৫১. ৭ x (১০+ক) = ৮৪; এখানে ‘ক’ এর মান কত?
উত্তর : ২
৫২. ক÷৭ = ১৫ হলে, ক এর মান কত?
উত্তর : ১০৫
৫৩. (ক-৩)x৭ =৯১÷(৪+৯) হলে, ক এর মান কত?
উত্তর : ==
৫৪. ৭২÷ক=৬, এখানে ‘ক’ এর মান কত?
উত্তর : ১২
৫৫. ক x৮+২০-৮ = ১০৮, এখানে ‘ক’ এর মান কত?
উত্তর : ১২
৫৬. ৩ x ক = ৪৫÷১৫ হলে, ‘ক’ এর মান কত
উত্তর : ০
৫৭. ৮ x (৯+ক) = ৮০ হলে, ‘ক’ এর মান কত?
উত্তর : ১
৫৮. (ক-৪) ÷ ৬ = ৬ হলে, ‘ক’ এর মান কত?
উত্তর : ৪০
৫৯. পঁচাত্তরকে পাঁচ দিয়ে গুণ করে গুণফলকে ১৫ দ্বারা ভাগ কর- উক্তিটি গাণিতিক বাক্যে প্রকাশ কর।
উত্তর : (৭৫ x ৫) ÷ ১৫
৬০. ভাজ্য ২১, ভাজক ৪, ভাগশেষ ১, ভাগফল কত?
উত্তর : ৫
৬১. ক টাকার পণ্য কিনে ১০০ টাকা দিয়ে ৬০ টাকা ফেরত দেয়া হল। খোলা বাক্য লেখ
উত্তর : ১০০ - ক = ৬০
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
আফরোজা বেগম
সিনিয়র শিক্ষক, উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ, উত্তরা, ঢাকা
আমাদের মুক্তিযুদ্ধ
প্রশ্ন : আমরা এখন কীভাবে আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করি?
উত্তর : ২৬ মার্চ আমাদের স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশ পাকিস্তানিদের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে। আমরা এখন নানা কর্মসূচির মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করি। * আমরা দিবসটিকে বাংলাদেশের অন্যতম জাতীয় দিবস হিসেবে পালন করি। * এদিন প্রথম সূর্যোদয়ের পর থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এ দেশের সর্বস্তরের জনগণ।* বিভিন্ন সরকারি, বেসরকারি ও গুরুত্বপূর্ণ ভবনগুলো জাতীয় পতাকা দিয়ে সাজানো হয় ও আলোকসজ্জা করা হয়। * বিভিন্ন স্থানে মেলার আয়োজন করা হয়। * বিভিন্ন দেশীয় খেলার প্রতিযোগিতার আয়োজন করা হয়। * বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালনের মধ্য দিয়ে তাদের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। * মিলাদ মাহফিলের মাধ্যমে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। * সমাজে নানা গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার দেশি-বিদেশি নানা গুণীজনকে পদক প্রদান করে। * বিভিন্ন বাহিনী ও শিশু-কিশোরদের কুচকাওয়াজের আয়োজন করা হয় এ দিন। * বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ দিনটি বর্ণাঢ্যভাবে পালন করে।
সুতরাং, দেশের সর্বস্তরের জনগণ সরকারের সঙ্গে রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতা দিবসকে পালন করে গর্বের সঙ্গে।
প্রশ্ন : মুজিবনগর সরকার কখন ও কোথায় গঠিত হয়েছিল? এ সরকারে কারা ছিলেন?
উত্তর : মুজিবনগর সরকার-
মুক্তিযুদ্ধের কিছু দিনের মধ্যেই ১৯৭১ সালে বাংলাদেশে প্রথম যে অস্থায়ী সরকার গঠিত হয়েছিল তা-ই মুজিবনগর সরকার।
সময় : এ সরকার ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত হয়। কিন্তু শপথ নেয় ১৭ এপ্রিল।
স্থান : মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা (বর্তমান উপজেলা মুজিবনগর) গ্রামের আমবাগানে এ সরকার শপথগ্রহণ করে।
যারা ছিলেন
রাষ্ট্রপতি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ সরকারের রাষ্ট্রপতি নিযুক্ত হন। কিন্তু তিনি তখন পশ্চিম পাকিস্তানের কারাগারে বন্দি। তার অনুপস্থিতিতে উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
প্রধানমন্ত্রী : তাজউদ্দীন আহমদ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধ পরিচালনা এবং দেশে ও বিদেশে এ যুদ্ধের পক্ষে জনমত গঠন করা ও সমর্থন আদায় করার ক্ষেত্রে এ সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ সরকার গঠনের পর থেকে অগণিত মানুষ দেশকে মুক্ত করার জন্য সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে।
প্রশ্ন : আমাদের মুক্তিযুদ্ধের মুজিবনগর সরকারের গুরুত্ব বর্ণনা কর।
উত্তর : মুজিবনগর সরকার-
মুক্তিযুদ্ধ শুরুর কিছু দিনের মধ্যেই বাংলাদেশে প্রথম যে অস্থায়ী সরকার গঠিত হয় তা-ই মুজিবনগর সরকার নামে পরিচিত।
গুরুত্ব : ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকে শুরু করে দীর্ঘ ২৩ বছর পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী পূর্ব পাকিস্তানের জনগণকে শাসন ও শোষণ করে। এ শাসন ও শোষণের হাত থেকে চূড়ান্ত মুক্তির লক্ষ্যে ১৯৭১ সালের ২৬ মার্চ শুরু হয় আমাদের মুক্তিযুদ্ধ। এ যুদ্ধের অবিসংবাদিত নেতা ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তির নেশায় পাগল অথচ দিশাহারা এ জাতিকে দিকনির্দেশনার জন্য ১৯৭১ সালের ১০ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা (বর্তমান উপজেলা মুজিবনগর) গ্রামের আমবাগানে এ সরকার শপথগ্রহণ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ সরকারের রাষ্ট্রপতি নিযুক্ত হন। তার অবর্তমানে অস্থায়ী রাষ্ট্রপতি হন উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী হন তাজউদ্দীন আহমদ। * এ সরকার মুক্তিযুদ্ধ পরিচালনার কাজ দক্ষ হস্তে পরিচালনা করে। * দেশ ও বিদেশে এ যুদ্ধের পক্ষে জনমত গড়ে তোলে। * দেশ-বিদেশের সমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। * এ সরকার গঠন দিশাহারা জনগোষ্ঠীর মনোবল বহুগুণ বৃদ্ধি করে। ফলে এ সরকার গঠনের পর থেকে অগণিত মানুষ দেশকে মুক্ত করার জন্য সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে।
