Logo
Logo
×

টিউটোরিয়াল

নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের ফিন্যান্স ও ব্যাংকিং

Icon

মোহাম্মদ মনিরুজ্জামান সরকার

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, মিরপুর, ঢাকা

অর্থায়নের উৎস

[পূর্বে প্রকাশিত অংশের পর]

২৫. মালিকানাভিত্তিক অভ্যন্তরীণ তহবিলের উৎস কোনটি? উত্তর : মালিকের মূলধন।

২৬. কোনটি মধ্যমেয়াদি তহবিলের উৎস?

উত্তর : মূলধনী বাজারের প্রতিষ্ঠান।

২৭. কিসের বিপরীতে বিণিজ্যিক ব্যাংক মধ্যমেয়াদি ঋণ দিয়ে থাকে? উত্তর : জামানত।

২৮. মধ্যমেয়াদি তহবিলের উৎস কত প্রকার?

উত্তর : ৫ প্রকার।

২৯. স্বল্পমেয়াদি তহবিলের অপ্রাতিষ্ঠানিক উৎস কয়টি? উত্তর : ৪টি।

৩০. কোনটি দীর্ঘমেয়াদি তহবিলের উৎস?

উত্তর : লিজিং।

৩১. কোনটি মধ্যমেয়াদি তহবিলের উৎস?

উত্তর : বেসরকারি প্রতিষ্ঠান।

৩২. যৌথ মূলধনী ব্যবসায় কত প্রকার?

উত্তর : ২ প্রকার।

৩৩. প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা কত? উত্তর : ২-৫০ জন।

৩৪. পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা কত? উত্তর : ৭ জন।

৩৫. পাবলিক লিমিটেড কোম্পানির তহবির সংগ্রহের গুরুত্বপূর্ণ উৎস কোনটি?

উত্তর : শেয়ার বিক্রয়।

৩৬. পাবলিক লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা কত?

উত্তর : শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ।

৩৭. কাদের বিনিয়োগকৃত অর্থ ফেরতযোগ্য?

উত্তর : ঋণপত্র হোল্ডারদের।

৩৮. উৎপাদনের উপকরণ কয়টি? উত্তর : ৪টি।

৩৯. কোন উৎস থেকে লভাংশ সমতাকরণ তহবির সৃষ্টি করা হয়?

উত্তর : নিট মুনাফা থেকে।

৪০. ঋণের ক্ষেত্রে কোনটি প্রদান করা বাধ্যতামূলক? উত্তর : কিস্তি।

অর্থের সময়ের মূল্য

১. অর্থায়নের বেশিরভাগ সিদ্ধান্তের মূলে কোন ধারণাটি জড়িত?

উত্তর : অর্থের সময়মূল্যের ধারণা।

২. আমাদের দৈনন্দিন অর্থায়নে কোনটি প্রয়োজন?

উত্তর : অর্থের সময়মূল্যের ধারণা।

৩. ফিন্যান্সের দৃষ্টিতে সময়ের সঙ্গে সঙ্গে কিসের মূল্য পরিবর্তিত হয়? উত্তর : অর্থের।

৪. অর্থের সময়মূল্যে মূল কারণ কোনটি?

উত্তর : সুদের হার।

৫. অর্থের সময়মূল্য বলে যে এখনকার ১০০ টাকা আর এক বছর পরের ১০০ টাকা সমান মূল্য কী করে না। উত্তর : বহন করে না।

৬. চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি বলতে কি বুঝ?

উত্তর : প্রথম বছরের সুদাসলকে দ্বিতীয় বছরের আসল ধরে তার ওপর দ্বিতীয় বছরের সুদ ধার্য করার প্রক্রিয়াকে চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি বলে।

৭. কোন পদ্ধতিতে প্রতি বছর সুদাসলের ওপর সুদ ধার্য করে ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা হয়?

উত্তর : চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিতে।

৮. কোন ক্ষেত্রে কেবল আসলের ওপর সুদ গণনা করা হয়? উত্তর : সরল সুদের ক্ষেত্রে।

৯. কিসের কারণে বর্তমান ও ভবিষ্যৎ সময়ের মধ্যে অর্থের মূল্যের পার্থক্য ঘটে?

উত্তর : সুদের হারের কারণে।

১০. সুদের হারের সঙ্গে অর্থের সময় মূল্যের হ্রাস-বৃদ্ধির সম্পর্কটি কেমন?

উত্তর : অসমানুপাতিক বা সমানুপাতিক নয়।

১১. কিসের সঙ্গে অর্থের সময় মূল্যের হ্রাস-বৃদ্ধির সম্পর্কটি সমানুপাতিক নয়?

উত্তর : সুদের হারের সঙ্গে।

১২. ভবিষ্যৎ মূল্য নির্ধারণের ক্ষেত্রে বছরে একাধিকবার চক্রবৃদ্ধি হলে, ভবিষ্যৎ মূল্য নির্ধারণের সূত্রটিতে ক’টি পরিবর্তন হয়?

উত্তর : দুটি পরিবর্তন।

১৩. ভবিষ্যৎ মূল্য জানা থাকলে আমরা কি নির্ণয় করতে পারি? উত্তর : বর্তমান মূল্য।

১৪. কোন ক্ষেত্রে বার্ষিক সুদের হার ও প্রকৃত সুদের হার একই হয়?

উত্তর : যখন বছরে একবার মাত্র চক্রবৃদ্ধি হয়।

১৫. ভোক্তা ঋণ কাকে বলে?

উত্তর : ব্যাংক থেকে ভোগ্যপণ্য (যেমন : গাড়ি, ফ্রিজ, কম্পিউটার ইত্যাদি) ক্রয় করার জন্য যে ঋণ নেয়া হয়, তাকে ভোক্তা ঋণ বলে।

১৬. বার্ষিক বৃত্তির আরেক নাম কি?

উত্তর : ভোক্তা ঋণ।

১৭. ভোক্তা ঋণের ক্ষেত্রে কেমন পরিমাণ অর্থ বর্তমানে গ্রহণ করা হয়?

উত্তর : মোটা অঙ্কের অর্থ।

১৮. ভোক্তা ঋণ কিভাবে পরিশোধ করা হয়?

উত্তর : সমান অঙ্কের কিস্তিতে।

১৯. সঞ্চয়ী হিসাবে কিভাবে জমা করা যায়?

উত্তর : মাসিক ভিত্তিতে।

২০. ব্যবসায়ের প্রতিটি সিদ্ধান্তের সঙ্গেই কী জড়িত থাকে?

উত্তর : অর্থের আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ।

২১. আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহের মেয়াদভিত্তিক বর্তমান ও ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা প্রয়োজন কেন? উত্তর : সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য।

২২. সুযোগ ব্যয় কাকে বলে?

উত্তর : কোনো দ্রব্য উৎপাদন করতে গেলে তার জন্য যে বিকল্প দ্রব্যের উৎপাদন ত্যাগ করতে হয় তাই হল দ্রব্যটির সুযোগ ব্যয়।

২৩. কিসের মাধ্যমে সুযোগ ব্যয়ের পরিমাণ নির্ণয় করা যায়?

উত্তর : অর্থের সময় মূল্যের সূত্র প্রয়োগ করে।

২৪. দীর্ঘমেয়াদি প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে বর্তমান ব্যয়ের সঙ্গে কিসের তুলনা করতে হয়?

উত্তর : ভবিষ্যৎ আয়ের তুলনা করতে হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম