Logo
Logo
×

টিউটোরিয়াল

নবম-দশম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

Icon

সহিদুল ইসলাম

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

মাস্টার ট্রেইনার (টিসিজি) সেসিপ, সিনিয়র শিক্ষক, কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, বন্দর, নারায়ণগঞ্জ

বিশ্বসভ্যতা

১. পাথর যুগের প্রথম পর্যায়কে কি বলা হতো?

ক. পাথরের যুগ খ. পুরনো পাথরের যুগ

গ. আদিম যুগ ঘ. অন্ধকার যুগ

২. নতুন পাথরের যুগে মানুষ নদীর তীরে বসবাস শুরু করে কেন?

ক. বাঁচার প্রয়োজনে খ. মাছের প্রয়োজনে

গ. কৃষির প্রয়োজনে ঘ. যোগাযোগের প্রয়োজনে

৩. ইজিপ্ট এর প্রাচীন নাম কি?

ক. ইরান খ. ইরাক

গ. মিসর ঘ. কাতার

৪. মিসরে কখন প্রথম রাজবংশের শাসন আমল শুরু হয়?

ক. খ্রী.পূ.৩২০০ অব্দ থেকে খ. খ্রী.পূ.৩৩০০ অব্দ থেকে

গ. খ্রী.পূ.৩৪০০ অব্দ থেকে ঘ. খ্রী.পূ.৩৫০০ অব্দ থেকে

৫. মিসরের মোট আয়তন কত?

ক. ২ লক্ষ বর্গমাইল খ. ৩ লক্ষ বর্গমাইল

গ. ৪ লক্ষ বর্গমাইল ঘ. ৫ লক্ষ বর্গমাইল

৬. মিসরের সভ্যতা কত বছরেরও বেশি সময় স্থায়ী ছিল?

ক. ২৪০০ খ. ২৫০০

গ. ২৬০০ ঘ. ২৭০০

৭. মিসরের প্রথম রাজা কে?

ক. মেনেস খ. ফাহিয়েন

গ. ভিনেস ঘ. ডেমোস

৮. খ্রি.পূ. ১০ম শতকে কারা ফারাওদের সিংহাসন দখল করে?

ক. ইরাকিরা খ. লিবিয়রা

গ. কাতারিরা ঘ. ইরানিরা

৯. কে প্রথম ফারাও-এর মর্যাদা লাভ করে?

ক. ভেনেস খ. তেনেস

গ. মেনেস ঘ. হিয়েন

১০. কখন পারস্যরা মিসর দখল করে?

ক. ৫২১ খ্রি.পূর্বাব্দে খ. ৫২৩ খ্রি.পূর্বাব্দে

গ. ৫২৫ খ্রি.পূর্বাব্দে ঘ. ৫২৭ খ্রি.পূর্বাব্দে

১১. ফারাও শব্দের জন্ম কোন শব্দ থেকে?

ক. পের-ও খ. তের-ও

গ. ফের-ও ঘ. মের-ও

১২. কোথা থেকে নীলনদের উৎপত্তি হয়?

ক. আফ্রিকার লেক ভিক্টোরিয়া খ. মিসরের দানিউব

গ. তিউনিশিয়ার পাহাড় ঘ. আফ্রিকার পাহাড়

১৩. “মিসর নীল নদের দান”- এটা কার উক্তি?

ক. মি. হিয়েন খ. টয়েন বি

গ. হিউয়েন সাং ঘ. হেরোডোটাস

১৪. মিসরীয়দের প্রিয় রং কি ছিল?

ক. নীল-কালো খ. লাল-কালো

গ. সাদা-কালো ঘ. লাল-নীল

১৫. মিসরীয়রা সর্বপ্রথম কতটি ব্যাঞ্জন বর্ণ আবিষ্কার করে?

ক. ২১টি খ. ২২টি

গ. ২৩টি ঘ. ২৪টি

১৬. নেপোলিয়ন বোনাপার্টের মিশর জয়ের সময় আবিষ্কৃত পাথরটি পরিচিত ছিল-

ক. বেস্ট স্টোন নামে খ. বিগ স্টোন নামে

গ. রাউন্ড স্টোন নামে ঘ. রসেটা স্টোন নামে

১৭. মিসরীয়রা ওসিরিসকে মনে করত-

i. প্রাকৃতিক শক্তির দেবতা ii. শস্যের দেবতা

iii. নীলনদের দেবতা

নিচের কোনটি সঠিক?

ক. i. খ. i. ও ii. গ. ii. ও iii. ঘ. i. ii. ও iii.

১৮. স্ফিংসের আকৃতি হল-

i. দেহটা সিংহের মতো ii. মুখ মানুষের মতো

iii. পা বাঘের মতো

নিচের কোনটি সঠিক?

ক. i. খ i. ও ii. গ. ii. ও iii. ঘ. i. ii. ও iii.

১৯. মিসরীয়রা পূজা করত-

i. জীব জন্তুর ii. জড় বস্তুর iii. পানির

নিচের কোনটি সঠিক?

ক. i. খ i. ও ii. গ. ii. ও iii. ঘ. i. ii. ও iii.

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম