নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের ভূগোল ও পরিবেশ
দেওয়ান সামছুর রহমান
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিনিয়র শিক্ষক,
গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ
ভূগোল ও পরিবেশ
১৯। কোনটির মাধ্যমে মানুষ ও পরিবেশের মধ্যে সম্পর্ক তৈরি হচ্ছে?
ক) অন্তঃক্রিয়ার মাধ্যমে খ) মিথস্ক্রিয়ার মাধ্যমে
গ) বহিঃক্রিয়ার মাধ্যমে ঘ) সাধারণ ক্রিয়ার মাধ্যমে
২০। কোনটি সামাজিক ভূগোলের অন্তর্ভুক্ত?
ক) সময় গণনা খ) কৃষিকাজ
গ) জনসংখ্যা ঘ) জনপদ তৈরি
২১। ভূগোলের আলোচ্য বিষয় হচ্ছে-
i) প্রকৃতি ii) শক্তি iii) সমাজ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও :
নাঈম ছোট একটি বনভূমি কেটে মার্কেট তৈরি করলেন এবং পুকুর ভরাট করে বাড়ি বানালেন।
২২। নাঈমের কর্মকাণ্ডটি কোর ভূগোলের অন্তর্ভুক্ত?
ক) অর্থনৈতিক ভূগোল খ) মানব-ভূগোল গ) সামাজিক ভূগোল ঘ) জনসংখ্যা ভূগোল
২৩। উল্লেখিত কর্মকাণ্ডটি হল-
i) গ্রামের ক্রমবিকাশ ii) নগরায়ন iii) জনপদ তৈরি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৪। মানুষের ক্রিয়াকলাপ তার পরিবেশকে
i) স্থির রাখে ii) পরিবর্তন করে iii) ধ্বংস করে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও ii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৫। অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণের জন্য কোন বিশেষ জ্ঞান প্রয়োজন?
ক) ভূগোল ও পরিবেশ খ) প্রকৃতি ও বিজ্ঞান
গ) সামাজিক জ্ঞান ঘ) পারিপার্শিক জ্ঞান
২৬। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি কত সালে ভূগোলের সংজ্ঞা দিয়েছেন?
ক) ১৯৬০ খ) ১৯৬৪ গ) ১৯৬৫ ঘ) ১৯৭০
২৭। ভূগোল হল প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান- উক্তিটি কার?
ক) হামবোল্ট খ) টর্লেমি
গ) ইরাটস থেরিস ঘ) কার্লরিটার
২৮। মানুষের তৈরি পরিবেশকে কী বলা হয়?
ক) ভৌত পরিবেশ খ) প্রাকৃতিক পরিবেশ
গ) অসামাজিক পরিবেশ ঘ) সামাজিক পরিবেশ
২৯। সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত বিষয় হল-
i) শিক্ষা ii) রাজনীতি iii) মূল্যবোধ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৩০। শিল্প উন্নয়ন পরিকল্পনা গ্রহণের জন্য কোন বিষয়ের জ্ঞান থাকা আবশ্যক?
ক) অর্থনীতি খ) ভূগোল
গ) সমাজ বিজ্ঞান ঘ) রাষ্ট্র বিজ্ঞান
৩১। ভূগোলের অন্তর্ভুক্ত বিষয় হল-
i) রেশম চাষ বিদ্যা ii) ভূমিরূপ বিদ্যা iii) সমুদ্র বিদ্যা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ)i, ii ও iii
৩২। আলো, উষ্ণতা, আর্দ্রতা ইত্যাদি কোন পরিবেশের উপাদান?
ক) জীব খ) জড় গ) সজীব ঘ) জৈব
উত্তর : ১৯.খ ২০.ঘ ২১.খ ২২.গ ২৩.গ ২৪.গ ২৫.ক ২৬.গ ২৭.ক ২৮.ঘ ২৯.ঘ ৩০.খ ৩১.গ ৩২.খ
