Logo
Logo
×

টিউটোরিয়াল

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা

বিজ্ঞান

Icon

মো. কামরুজ্জামান

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সিনিয়র শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা

১ম অধ্যায় :

প্রাণিজগতের শ্রেণিবিন্যাস

[পূর্বে প্রকাশিত অংশের পর]

১১। প্রাণিজগতের বৃহত্তম পর্ব কোনটি?

ক) কর্ডাটা খ) মলাস্কা √গ) আর্থ্রোপোডা ঘ) পরিফেরা

১২। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য কোনটি?

ক) দেহ শক্ত খোলস দ্বারা আবৃত খ) পেশিবহুল পা থাকে

√গ) দেহ খণ্ডায়িত ও সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে

ঘ) চলন অঙ্গ

১৩। কোন প্রাণীর দেহে হিমোসিল থাকে না?

√ক) প্রজাপতি খ) কেঁচো গ) জোঁক ঘ) তারামাছ

১৪। মলাস্কা পর্বের প্রাণীদের শনাক্ত করার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি?

√ক) এদের দেহ নরম খ) দেহ নরম খোলসে আবৃত

গ) দেহ খণ্ডায়িত ঘ) দেহে হিমোসিল বিদ্যমান

১৬। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের-

i. দেহ কাইটিন সমৃদ্ধ নরম আবরণী দ্বারা আবৃত

ii. দেহ খণ্ডায়িত iii. মাথায় অ্যান্টেনা থাকে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii √গ) ii ও iii ঘ) i, ii ও iii

১৭। নিডারিয়া পর্বের প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য-

i. এদের সিলেন্টেরন বিদ্যমান

ii. এদের এক্টোডার্মে নিডোব্লাস্ট কোষ থাকে

iii. এদের দেহ একটি ভ্রূণীয় কোষস্তর দ্বারা গঠিত

নিচের কোনটি সঠিক?

√ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

১৮। সন্ধিপদ প্রাণীদের কোনো কোনো সদস্য-

i. ডানার সাহায্যে উড়তে পারে ii. ফসলের ক্ষতি করে

iii. বহিঃ ও অন্তঃপরজীবী হিসেবে বাস করে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii √খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপকের আলোকে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও

অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে বেশ কিছু প্রাণী আছে যাদের দেহ খুব নরম কিন্তু বহিরাবরণ খুব শক্ত। এরা উপকারী বা ক্ষতিকর দু’ধরনেরই হয়।

১৯। উক্ত প্রাণীর বৈশিষ্ট্য হল-

i. দেহ নরম ও মাংসল ii. দেহের বহিরাবরণ শক্ত

iii. শুধু ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়

নিচের কোনটি সঠিক?

√ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

২০। প্রাণীটি কীভাবে অধিকতর অর্থনৈতিক গুরুত্ব বহন করতে পারে?

ক) খাদ্য হিসেবে খ) চুন তৈরির মাধ্যমে

গ) পাখির খাদ্য হিসেবে √ঘ) মুক্তা চাষের মাধ্যমে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম