নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা দ্বিতীয়পত্র
উজ্জ্বল কুমার সাহা
প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা
ভাষা
১. বাংলা ভাষার মূল উৎস কী?
ক. হিন্দি ভাষা √খ. বৈদিক ভাষা
গ. কানাড়ি ভাষা ঘ. অনার্য ভাষা
২. কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয়?
ক. পালি খ. হিন্দি গ. উড়িয়া √ঘ. বঙ্গকামরূপী
৩. মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি?
√ক. ভাষা খ. চিত্র গ. ইঙ্গিত ঘ. আচরণ
৪. মানুষের কণ্ঠ নিঃসৃত বাক্সংকেতের সংগঠনকে কী বলে?
ক. ধ্বনি খ. শব্দ গ. বাক্য √ঘ. ভাষা
৫. বর্তমান পৃথিবীতে ভাষা প্রচলিত আছে-
ক. দুই হাজার খ. পাঁচ হাজারের ওপর
√গ. সাড়ে তিন হাজারের ওপর
ঘ. সাড়ে সাত হাজারের ওপর
৬. ভাষাভাষী জনসংখ্যার দিকে থেকে পৃথিবীতে বর্তমানে বাংলা ভাষার স্থান কততম?
√ক. চতুর্থ খ. পঞ্চম গ. ষষ্ঠ ঘ. সপ্তম
৭. বাংলা ভাষায় চলিত রীতির বিশেষ বৈশিষ্ট্য কোনটি?
ক. আভিজাত্যপূর্ণ খ. পদবিন্যাস সুনির্দিষ্ট
√গ. কৃত্রিমতাবর্জিত ঘ. কাঠামো অপরিবর্তনীয়
৮. কোনটি অর্ধ-তৎসম শব্দ?
ক. সূর্য খ. সুনাম গ. জবান √ঘ. জ্যোছনা
৯. ‘গিন্নী’ কোন শ্রেণির শব্দ?
ক. খাঁটি বাংলা খ. দেশি
গ. বিদেশি √ঘ. অর্ধ-তৎসম
১০. কোনটি ধর্মসংক্রান্ত ফারসি শব্দ?
ক. কোরআন √খ. রোজা গ. নালিশ ঘ. ঈদ
১১. ‘চশমা’ কোন ভাষার শব্দ?
ক. আরবি √খ. ফারসি গ. পর্তুগিজ ঘ. ওলন্দাজ
১২. ‘পাউরুটি’ শব্দটি কোন ভাষার?
√ক. পর্তুগিজ খ. ফরাসি গ. গুজরাটি ঘ. পাঞ্জাবি
১৩. ‘আলপিন’ কোন ভাষার শব্দ?
ক. ওলন্দাজ খ. ফারসি গ. ফরাসি √ঘ. পর্তুগিজ
১৪. ‘হরতাল’ কোন ভাষার শব্দ?
ক. ওলন্দাজ খ. তুর্কি গ. হিন্দি √ঘ. গুজরাটি
১৫. ‘পকেটমার’ শব্দে কোন কোন ভাষার শব্দ রয়েছে?
ক. ইংরেজি+ফার্সি খ. ইরেজি+তৎসম
√গ. ইংরেজি+বাংলা ঘ. ইংরেজি+আরবি
বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়
১৬. বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি?
ক. ২টি খ. ৩টি √গ. ৪টি ঘ. ৫টি
১৭. প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকে সেগুলো কী কী?
√ক. ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ খ. শব্দ, সন্ধি, সমাস, ধ্বনি
গ. অনুসর্গ, উপসর্গ, শব্দ, সন্ধি ঘ. ধ্বনি, শব্দ, বর্ণ, বাক্য
১৮. ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি কী কী?
√ক. ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম, অর্থতত্ত্ব
খ. ধ্বনিতত্ত, শব্দতত্ত্ব, ভাষাতত্ত্ব, বাক্যতত্ত্ব
গ. রূপতত্ত্ব, পদক্রম, ভাষাতত্ত্ব, শব্দতত্ত্ব
ঘ. বাক্যতত্ত্ব, ভাষাতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব
১৯. সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ক. রূপতত্ত্ব √খ. ধ্বনিতত্ত্ব গ. পদক্রম ঘ. বাক্য প্রকরণ
২০. ণত্ব ও ষত্ব বিধান বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. রূপতত্ত্ব √খ. ধ্বনিতত্ত্ব গ. ভাষাতত্ত্ব ঘ. রূপতত্ত্ব
২১. বাক্যের ক্ষুদ্রতম একক কী?
√ক. শব্দ খ. বর্ণ গ. ধ্বনি ঘ. চিহ্ন
২২. বচন, লিঙ্গ, কারক, সমাস ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ক. ধ্বনিতত্ত্ব খ. ভাষাতত্ত্ব √গ. রূপতত্ত্ব ঘ. বাক্যতত্ত্ব
২৩. ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. অর্থতত্ত্বের √খ. রূপতত্ত্বের গ. বাক্যতত্ত্বের ঘ. ধ্বনিতত্ত্বের
২৪. প্রত্যয় ও সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. বাক্যতত্ত্ব খ. ধ্বনিতত্ত্ব √গ. শব্দতত্ত্বে ঘ. ভাষাতত্ত্বে
