Logo
Logo
×

টিউটোরিয়াল

শিক্ষণীয়: নিজের ক্ষমতা বুঝে পদক্ষেপ

Icon

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

এক ছিল চাষী। তার গোয়াল ঘরে অনেকগুলো গরু ছিল। চাষীটি চাষবাস করে আর গরুর দুধ বিক্রি করে বেশ ভালোভাবেই সংসার চালাত। একদিন চাষীর গোয়াল ঘরে এক সিংহ ঢুকে পড়েছিল। চাষী সিংহটাকে মেরে ফেলার ফন্দি আঁটল। সে সিংহকে গোয়াল ঘরের ভিতরে রেখে দরজায় শিকল লাগিয়ে দিল। এদিকে সিংহটি যখন দেখল তার আর পালাবার পথ থাকল না, তখন সে ভয়ঙ্কর গর্জন করতে করতে গোয়ালের গরুগুলোকে আক্রমণ করতে শুরু করল। চাষী যখন বুঝল সিংহকে সে ধরতে পারছে না, আর মাঝখান থেকে শুধু তার গরুগুলো মারা পড়ছে- তখন সে তাড়াতাড়ি ঘরের দরজার শিকল নামিয়ে নিল। সঙ্গে সঙ্গে সিংহটি ছুটে বেরিয়ে গেল। এবার চাষীর বউ মুখ খুলল- যেমন তোমার বুদ্ধি, যে জন্তুকে দূরে দেখলে লোকে ভয়ে পালায়, আর তাকে তুমি কিনা ধরবে বলে দরজায় শিকল দিয়েছিলে। এবার শিক্ষা হয়েছে? [ঈশপের গল্প থেকে নেয়া]

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম