|
ফলো করুন |
|
|---|---|
গোলাম মোস্তফা বাংলা সাহিত্যে মুসলিম রেনেসাঁর কবি নামে পরিচিত। তার জন্ম ১৮৯৭ সালে যশোরের ঝিনাইদহ জেলার মনোহরপুর গ্রামে। ১৯১৪ সালে বিশেষ কৃতিত্বের সঙ্গে তিনি ম্যাট্রিকুলেশন পাস করেন। ১৯১৬ সালে তিনি দৌলতপুর বি.এল কলেজ থেকে আই.এ এবং ১৯১৮ সালে কলকাতা রিপন কলেজ থেকে বি.এ পাস করেন। পেশাগত জীবনে তিনি একজন শিক্ষক ছিলেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে- হাসনাহেনা, খোশরোজ, সাহারা ইত্যাদি। তার লেখা ‘রূপের নেশা’ ‘ভাঙ্গাবুক’ ‘একমন একপ্রাণ’ ইত্যাদি উপন্যাসগুলো বিশেষ আলোড়ন সৃষ্টি করেছিল।
তার তিন পুত্রের একজন হলেন বিখ্যাত পাপেটনির্মাতা ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার এবং অস্কারজয়ী বাংলাদেশি নাফিস বিন জাফর তার নাতি। ১৯৬৪ সালের ১৩ অক্টোবর তিনি মারা যান।
