Logo
Logo
×

টিউটোরিয়াল

প্রাথমিক শিক্ষাসমাপনীর গণিত * ইসলাম ও নৈতিক শিক্ষা

প্রাথমিক গণিত

Icon

সৈয়দ কায়েস-উর-রহমান

প্রকাশ: ০২ মে ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সহকারী শিক্ষক, মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

[পূর্বে প্রকাশিত অংশের পর]

২২৭. ১১ আগস্ট শুক্রবার হলে ৩১ আগস্ট কী বার হয়?

উত্তর : বৃহস্পতিবার

২২৮. পূর্বাহ্ন ৩:২০ সময়কে ২৪ ঘণ্টা সময়সূচিতে প্রকাশ কর।

উত্তর : ০৩:২০

২২৯. ৫ মাসকে ঘণ্টায় প্রকাশ কর।

উত্তর : ৩৬০০ ঘণ্টা

২৩০. ‘রেজা সকাল ৭.০০ ঘুম থেকে ওঠে এবং রাত ১০.৩০ এ ঘুমাতে যায়, বর্ণিত সময়কাল ২৪ ঘণ্টা সময় সূচিতে রুপান্তরিত করে বাক্যটি খাতায় লেখ।

উত্তর : রেজা ০৭.৩০টায় ঘুম থেকে ওঠে এবং ২২:৩০ এ ঘুমাতে যায়

২৩১. ১৫.৩৪ সময়সূচিকে ১২ ঘণ্টার সময়সূচিতে প্রকাশ কর। উত্তর : অপরাহ্ন ৩:৩৪

২৩২. লিপইয়ার-এ ফেব্রুয়ারি মাস কত দিনে?

উত্তর : ২৯ দিনে

২৩৩. ধারাবাহিকভাবে ১০০ বছরের সময়কালকে কী বলে?

উত্তর : শতাব্দী

২৩৪. ২৪ ঘণ্টা সময়সূচিতে ঘণ্টা ও মিনিটকে কত অঙ্কে প্রকাশ করতে হয়? উত্তর : ২ অঙ্কে

২৩৫. ১৩০০ সাল কোন শতাব্দীর?

উত্তর : ত্রয়োদশ শতাব্দী

২৩৬. ১০০০ ঘণ্টাকে দিন ও মাসে প্রকাশ কর।

উত্তর : ১ মাস ১১ দিন

২৩৭. ৪ ঘণ্টায় কত সেকেন্ড?

উত্তর : ১৪৪০০ সেকেন্ড

২৩৮. ১ দিনে কত সেকেন্ড? উত্তর : ৮৬৪০০ সেকেন্ড

২৩৯. ১৯৯৮ সালে ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল?

উত্তর : ২৮ দিন

২৪০. বিংশ শতাব্দী কত সাল থেকে কত সাল পর্যন্ত?

উত্তর : ১৯০১ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত।

ইসলাম ও নৈতিক শিক্ষা

মো. ফোরকান আহমেদ

সহকারী শিক্ষক, মুনলাইট মডেল স্কুল অ্যান্ড কলেজ

২য় অধ্যায় : ইবাদত

[পূর্বে প্রকাশিত অংশের পর]

প্রশ্ন : হজের ফরজ কাজগুলো সংক্ষেপে বর্ণনা কর?

উত্তর : হজের ফরজ তিনটি : ১. ইহরাম বাঁধা, ২. আরাফাতে অবস্থান ৩. তওয়াফে জিয়ারত।

১. ইহরাম বাঁধা : হজের প্রথম ফরজ হল ইহরাম বাঁধা। কয়েকটি অনুষ্ঠানের মাধ্যমে হজ বা উমরাহ নিয়ত করাকে ইহরাম বলে। অজু, গোসলের পর সেলাইবিহীন সাদা কাপড় পরে ইহরাম বাঁধতে হবে। মৃতপ্রায় ফকিরের বেশে আল্লাহর দরবারে হাজির হতে হয়। এ সময় রঙিন কাপড় পরা যাবে না।

২. উকুফ বা অবস্থান : হজের দ্বিতীয় ফরজ হল ৯ জিলহজ আরাফার ময়দানে অস্থান করা।

৩. তাওয়াফে জিয়ারত : হজের তৃতীয় ফরজ হল তাওয়াফে জিয়ারত করা। কোরবানির দিনগুলোতে অর্থাৎ জিলহজ মাসের ১০ থেকে ১২ তারিখের মধ্যে কাবাঘর তাওয়াফ বা প্রদক্ষিণ করাকে তাওয়াফে জিয়ারত বলে। এ তিন দিনের যে কোনো দিন এই তাওয়াফ করা যায়। তবে প্রথম দিনে তাওয়াফ করা উত্তম। এ তিন দিনের পর তাওয়াফ করলে দণ্ডস্বরূপ একই কোরবানি করতে হবে।

প্রশ্ন : ধর্মীয় অনুশাসন পালনে নিষ্ঠা ও আন্তরিকতার বর্ণনা কর।

উত্তর : ধর্মীয় অনুশাসন পালনে তথা ইবাদতে আন্তরিকতা ও নিষ্ঠা একান্ত আবশ্যক। ইবাদত পালনের মূল কথা হচ্ছে তা কেবল আল্লাহর উদ্দেশেই নিবেদিত হবে। নিষ্ঠা ও আন্তরিকতা না থাকলে সালাত, সাওম, হজ ও জাকাতের মতো মৌলিক ইবাদতগুলো ইবাদত হিসেবে গণ্য নাও হতে পারে। কেউ যদি এ উদ্দেশ্যে সালাত আদায় করে যে লোকে তাকে নামাজি বলবে, এই উদ্দেশ্যে জাকাত দেয় যে লোকে তাকে দানশীল বলবে, এই উদ্দেশ্যে হজ করে যে লোকে তাকে আলহাজ আখ্যায়িত করবে তা হলে তা ইবাদত হিসেবে গণ্য হবে না। ধর্মীয় অনুশাসন পালনে নিষ্ঠা ও আন্তরিকতা না থাকলে কোনো সুফল পাওয়া যায় না। অতএব আমরা পূর্ণ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে ধর্মীয় অনুশাসনগুলো যথাযথভাবে পালন করব।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম