Logo
Logo
×

টিউটোরিয়াল

এইচএসসি পরীক্ষার্থীদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

প্রথমপত্র

Icon

পপেল চন্দ্র সাহা

প্রকাশ: ০২ মে ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সহকারী অধ্যাপক,

আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী

সমবায় সমিতি

[পূর্বে প্রকাশিত অংশের পর]

২। ঢাকার মিরপুর এলাকায় “মেঘনা সমবায় সমিতি” ও “আশার আলো” নামে দুটি সমবায় সমিতি রয়েছে। মেঘনা সমবায় সমিতির সদস্যরা তাদের তৈরি করা খেলনা সামগ্রী একত্র করে ন্যায্যমূল্যে বিক্রি করে। এতে অত্র এলাকার মানুষের উপার্জন বৃদ্ধি পেয়েছে। অপরদিকে আশার আলো সমবায় সমিতির সদস্যরা তাদের প্রয়োজনীয় ভোগ্যপণ্য সরাসরি কোম্পানি থেকে কিনে এনে নিজেরা ভাগ করে নেয়।

(ক) ইঅজউ-এর পূর্ণরূপ লিখ। ১

(খ) সমবায় সমিতিতে সদস্যদের অবাধে শেয়ার ক্রয়ের সুযোগ দেয়া হয় না কেন? ২

(গ) উদ্দীপকে বর্ণিত “আশার আলো” কোন ধরনের সমবায় সমিতি? ব্যাখ্যা কর। ৩

(ঘ) অত্র এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে মেঘনা সমবায় সমিতির ভূমিকা বিশ্লেষণ কর। ৪

ক-উত্তর : Bangladesh Academy for Rural Development.

খ-উত্তর : পারস্পরিক অর্থনৈতিক কল্যাণের জন্য সমশ্রেণির সমমনা কতিপয় মানুষ সমবায় আইনের আওতায় যে প্রতিষ্ঠান গঠন ও পরিচালনা করে তাকে সমবায় সমিতি বলে।

সমবায়ের মূল স্লোগান হল ‘ঐক্যই শক্তি’। সমবায়ের দৃষ্টিভঙ্গিই হল সদস্যদের মধ্যে ‘কেউ বড় কেউ ছোট’ এর ধারণা যেন বিস্তার লাভ করতে না পারে। সেজন্য সাম্য, সম-ভোটাধিকার, গণতন্ত্র ইত্যাদি নীতি অনুসৃত হয়। একইভাবে কেউ যেন সমবায়ের মালিকরূপে কর্তৃত্ববান না হতে পারে সেজন্য সমবায়ের সদস্যদের অবাধে শেয়ার ক্রয়ের সুযোগ দেয়া হয় না। এই সীমা মোট শেয়ারের সর্বোচ্চ ২০%।

গ-উত্তর : ‘আশার আলো’ সমবায় সমিতিটি ক্রয় সমবায় সমিতি।

শিল্পে প্রয়োজনীয় কাঁচামাল বা উপকরণাদি একই সঙ্গে সংগ্রহের মাধ্যমে ক্রয় সুবিধা অর্জনের লক্ষ্যে একই ধরনের কমবিত্তসম্পন্ন উৎপাদক বা ভোগকারীগণ সমবায় সমিতি স্থাপন করলে তাকে ক্রয় সমবায় সমিতি বলে।

উদ্দীপকে দেখা যায়, আশার আলো সমবায় সমিতির সদস্যরা তাদের প্রয়োজনীয় ভোগ্যপণ্য সরাসরি কোম্পানি থেকে কিনে এনে নিজেরা বণ্টন করে নেয়।

অর্থাৎ সমবায় সমিতি গঠন করে তারা ক্রয় সুবিধা অর্জন করে। তাই আশার আলো সমবায় সমিতিটি ক্রয় সমবায় সমিতি। এরূপ সমবায়ের ফলে ক্রেতাদের পক্ষে কম মূল্যে উন্নতমানের উপকরণাদি বা ভোগ্যপণ্য সহজ শর্তে ক্রয় সম্ভব হয়।

ঘ-উত্তর : মেঘনা সমবায় সমিতি বিক্রয় সমবায় সমিতি- যার ভূমিকা গুরুত্বপূর্ণ।

কোনো এলাকায় একই ধরনের ক্ষুদ্র উৎপাদককারীরা বিক্রয়ের ক্ষেত্রে অধিক সুবিধা আদায়ের লক্ষ্যে সমবায় সমিতি স্থাপন করলে তাকে বিক্রয় বা বিপণন সমবায় সমিতি বলে। এর ফলে মধ্যস্থ ব্যবসায়ীদের ওপর থেকে যেমনি নির্ভরতা কমানো যায় তেমনিভাবে সুবিধাজনক মূল্যে পণ্য বিক্রয়ের সুযোগ সৃষ্টি হয়।

উদ্দীপকে দেখা যায়, মেঘনা সমবায় সমিতির সদস্যরা তাদের তৈরি খেলনা সামগ্রী একত্র করে ন্যায্যমূলে বিক্রয় করে। এক্ষেত্রে প্রতীয়মান হয় যে, ছোট খেলনা সামগ্রীর উৎপাদকরা কোনো মধ্যস্থ ব্যবসায়ীর সহযোগিতা ছাড়া একত্রে বিক্রয় করায় তারা ন্যায্যমূল্য পায় তবে তারা অধিক উৎপাদনে আগ্রহী হয়।

তাদের আয় বাড়ে- যা জাতীয় উৎপাদন ও জাতীয় আয় বৃদ্ধিতে ভূমিকা রাখে। ক্রেতারাও ন্যায্যমূল্যে ভালো মানের জিনিস পায়। সমবায় সমিতি করার কারণে সমবায়ীর আর্থিক সামর্থ্য ও সামাজিক মর্যাদা বাড়ে। অত্র এলাকায় যার প্রভাব পড়ে। তাই অত্র এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে মেঘনা সমবায় সমিতির ভূমিকা গুরুত্বপূর্ণ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম