Logo
Logo
×

টিউটোরিয়াল

বরেণ্য: আবু জাফর ওবায়দুল্লাহ

Icon

প্রকাশ: ০২ মে ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

আবু জাফর ওবায়দুল্লাহ বাংলাদেশের একজন খ্যাতিমান মৌলিক কবি। তার পুরো নাম আবু জাফর মুহাম্মদ ওবায়দুল্লাহ খান। তার দুটি দীর্ঘ কবিতা ‘আমি কিংবদন্তির কথা বলছি’ এবং ‘বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা’ আধুনিক বাংলা সাহিত্যের ভাণ্ডারে অভূতপূর্ব সংযোজন। ব্যক্তি জীবনে তিনি ছিলেন একজন উচ্চপদস্থ সরকারি আমলা। তিনি ১৯৩৪ সালের ৮ ফেব্রুয়ারি বরিশালের ক্ষুদ্রকাঠি গ্রামে জন্মগ্রহণ করেন। ময়মনসিংহ জিলা স্কুল থেকে ১৯৪৮ সালে মাধ্যমিক, ১৯৫০ সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে এমএ পাস করেন। কাব্যের আঙ্গিক গঠনে এবং শব্দ যোজনার বিশিষ্ট কৌশল তার স্বাতন্ত্র্য চিহ্নিত করে। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো- সাতনরী হার, কখনো রং কখনো সুর, কমলের চোখ, সহিষ্ণু প্রতীক্ষা, আমার সময় প্রভৃতি। কবিতায় অবদানের স্বীকৃতি হিসেবে তিনি বাংলা একাডেমি পুরস্কার ও একুশে পদকে ভূষিত হন। ২০০১ সালের ১৯ মার্চ তিনি মারা যান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম