|
ফলো করুন |
|
|---|---|
নিঝুম দ্বীপ বাংলাদেশের একটি ছোট্ট দ্বীপ। এটি নোয়াখালী জেলার হাতিয়ায়। ২০০১ সালের ৮ এপ্রিল বাংলাদেশ সরকার পুরো দ্বীপটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। বাল্লারচর, চর ওসমান, কামলার চর এবং মৌলভির চর- এই চারটি চর মিলিয়ে নিঝুম দ্বীপ। প্রায় ১৪,০৫০ একরের দ্বীপটি ১৯৪০ সালের দিকে জেগে ওঠে। ১৯৭০ এর ভয়াবহ ঘূর্ণিঝড়ের পর দ্বীপটিতে কোনো প্রাণের অস্তিত্ব পাওয়া যায়নি। দ্বীপের তখনকার পরিবেশ ছিল সুনসান নিঝুম। সেই থেকে দ্বীপটির নাম হয় নিঝুম দ্বীপ। প্রায় ৯১ বর্গ কিমি. আয়তনের এই দ্বীপে ৯টি গুচ্ছ গ্রাম রয়েছে। নিঝুম দ্বীপে হরিণ এবং মহিষ ছাড়া অন্য কোনো হিংস প্রাণী নেই। নিঝুম দ্বীপে রয়েছে প্রায় ৩৫ প্রজাতির পাখি। বর্ষা মৌসুমে ইলিশের জন্য নিঝুম দ্বীপ বিখ্যাত। নিঝুম দ্বীপের এক দিকে মেঘনা নদী আর তিন দিকে বঙ্গোপসাগর ঘিরে রেখেছে। নিঝুমদ্বীপের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল মাইলের পর মাইল জুড়ে কেওড়া বন আর সেই বনের পাতার আড়ালে লুকিয়ে থাকা চিত্রা হরিণ। এই দ্বীপে রয়েছে আরও বেশ কয়েকটি দর্শনীয় স্থান।
