Logo
Logo
×

টিউটোরিয়াল

নবম-দশম শ্রেণির পড়াশোনা : বাংলা প্রথমপত্র

Icon

শরীফুল ইসলাম শরীফ

প্রকাশ: ০৪ মে ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

নবম-দশম শ্রেণির পড়াশোনা : বাংলা প্রথমপত্র

সিনিয়র শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা

সুভা

রবীন্দ্রনাথ ঠাকুর

১। কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বনফুল’ কাব্য প্রকাশিত হয়?

ক. পঁচিশ বছর বয়সে খ. পনেরো বছর বয়সে গ. ত্রিশ বছর বয়সে ঘ. চল্লিশ বছর বয়সে

২। সুভার মা সুভাকে কী হিসেবে দেখত?

ক. ত্র“টিস্বরূপ খ. আশীর্বাদস্বরূপ গ. মঙ্গলস্বরূপ ঘ. বিদ্রোহস্বরূপ

৩। সুভা সম্পর্কে প্রযোজ্য-

র. সাধারণ বালকবালিকারা তাকে এক প্রকার ভয় করত

ii. সাধারণ বালকবালিকারা তার সঙ্গে খেলা করত না

iii. সাধারণ বালকবালিকারা তাকে খেলতে অনুরোধ করত

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii গ. i ও ii ঘ. i ও iii

৪। সুভার পিতার নাম কী?

ক. বাণীকণ্ঠ খ. বাণীঠাকুর গ. বাণীচরণ ঘ. ভবানীকণ্ঠ

৫। প্রতাপের প্রধান শখ কোনটি?

ক. ঘুড়ি উড়ানো খ. ফুটবল খেলা গ. মাছ ধরা ঘ. ঘুরে বেড়ানো

৬। সুভাকে সু বলে ডাকত কে?

ক. বন্ধুরা খ. সুভার মা গ. সুভার বাবা ঘ. প্রতাপ

৭। সুভা কোথায় বসে থাকত?

ক. তেঁতুলতলায় খ. আমতলায় গ. কদমতলায় ঘ. বকুলতলায়

৮। সময়মতো সুভার বিয়ে না হওয়ার কারণে-

i. পিতামাতা চিন্তিত হয়ে উঠেছেন

ii. লোকে নিন্দা আরম্ভ করেছে

iii. সুভা ভীষণ আনন্দিত হয়েছে

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i ও iii গ. র ও ii ঘ. ii ও iii

উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও:

মিন্টু সাহেবের একমাত্র মেয়ের বিয়ের দিনে যৌতুকের সম্পূর্ণ টাকা না পেয়ে পাত্রপক্ষ চলে গেল। এদিকে প্রতিবেশীরা মিন্টুর মেয়েকে অলক্ষুণে মনে করে এই বাড়িতে যাতায়াত বন্ধ করে দিল।

৯। উদ্দীপকের ঘটনার সঙ্গে ‘সুভা’ গল্পের কোন দিকটি সাদৃশ্যপূর্ণ?

ক. অর্থনৈতিক দিকটি খ. বাণীকণ্ঠকে এক-ঘরে করার জনরবের দিকটি

গ. সুভার প্রতিবন্ধিতার দিকটি ঘ. সুভার ইচ্ছা-অনিচ্ছার দিকটি

১০। উদ্দীপকে ‘সুভা’ গল্পের কোন দিকটি ফুটে উঠেছে?

ক. সামাজিক কুসংস্কারাচ্ছন্নতার দিকটি খ. ধর্মীয় দিকটি

গ. অর্থনৈতিক দিকটি ঘ. মানবিক দিকটি

সঠিক উত্তর:

১খ, ২ক, ৩গ, ৪ক, ৫গ, ৬ঘ, ৭ক, ৮গ, ৯খ, ১০ক।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম