Logo
Logo
×

টিউটোরিয়াল

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা : বাংলা

Icon

উজ্জ্বল কুমার সাহা

প্রকাশ: ০৪ মে ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়,মোহাম্মদপুর, ঢাকা

ধ্বনি ও বর্ণ

[পূর্বে প্রকাশিত অংশের পর]

৮৯. শরীরের কোন অঙ্গটিকে ধ্বনি তৈরির যন্ত্র বলা হয়?

√ক. ফুসফুস খ. জিহ্বা গ. আলজিহ্বা ঘ. দাঁত

৯০. বাংলা ভাষার ধ্বনি প্রধানত কয় প্রকার?

√ক. ২ প্রকার খ. ৩ প্রকার গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার

৯১. ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্নকে কী বলা হয়?

ক. শব্দ √খ. বর্ণ গ. বাক্য ঘ. পদ

৯২. মৌলিক স্বরধ্বনি কয়টি?

ক. ২৫টি খ. ১৫টি গ. ১৬টি √ঘ. ২৭টি

৯৩. ‘ক’-এর উচ্চারণস্থানের নাম কী?

√ক. জিহ্বামূল খ. অগ্রতালু গ. পশ্চাৎ দন্তমূল ঘ. ওষ্ঠ

৯৪. ‘প’-এর উচ্চারণস্থান কোনটি?

ক. অগ্র দন্তমূল খ. জিহ্বামূল গ. অগ্রতালু √ঘ. ওষ্ঠ

৯৫. ‘ঙ’-এর উচ্চারণস্থানের নাম কী?

ক. তালু খ. ওষ্ঠ গ. মূর্ধা √ঘ. কণ্ঠ

৯৬. ক খ গ ঘ ঙ বর্ণগুলোর উচ্চারণস্থান হল-

ক. অগ্রতালু খ. পশ্চাৎ দন্তমূল √গ. জিহ্বামূল ঘ. অগ্র দন্তমূল

৯৭. ধ্বনির মূল উৎস কী?

√ক. ফুসফুস খ. স্বরতন্ত্রী গ. ঠোঁট ঘ. জিভ

৯৮. ফুসফুসের কাজ কী?

ক. বাইরে থেকে বাতাস আনা খ. বাতাস বের করে দেয়া

√গ. বাতাস আনা-নেয়া করা ঘ. রক্ত প্রবাহিত করা

৯৯. ফুসফুস থেকে আসা বাতাসের আঘাতে কী তৈরি হয়?

ক. বাক্য খ. শব্দ গ. বর্ণ √ঘ. ধ্বনি

১০০. বাংলা ভাষায় ব্যঞ্জনধ্বনি কয়টি?

ক. ৩৭টি √খ. ৩৯টি গ. ৪২টি ঘ. ৫০টি

১০১. হ কোন ধরনের ব্যঞ্জন?

√ক. কণ্ঠ্য খ. তালব্য গ. কণ্ঠনালীয় ঘ. মূর্ধন্য

১০২. ঐ এবং ঔ কোন ধরনের ধ্বনি?

ক. স্বরধ্বনি খ. ব্যঞ্জনধ্বনি

√গ. যৌগিক স্বরধ্বনি ঘ. মৌলিক স্বরধ্বনি

১০৩. ক খ গ ঘ কোন জাতীয় ধ্বনি?

ক. ওষ্ঠ্য ব্যঞ্জনধ্বনি খ. দন্ত্য ব্যঞ্জনধ্বনি

গ. মূর্ধন্য ব্যঞ্জনধ্বনি √ঘ. কণ্ঠ্য ব্যঞ্জনধ্বনি

১০৪. ঔ-কার ব্যঞ্জনবর্ণের কোন দিকে বসে?

ক. সামনে √খ. আগে ও পরে গ. পেছনে ঘ. ওপরে ও নিচে

১০৫. যে স্বরধ্বনি উচ্চারণে ঠোঁট সবচেয়ে খোলা থাকে তাকে কী বলে?

ক. গোলাকৃত স্বরধ্বনি √খ. বিবৃত স্বরধ্বনি

গ. সংবৃত স্বরধ্বনি ঘ. অর্ধ-বিবৃত স্বরধ্বনি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম