Logo
Logo
×

টিউটোরিয়াল

নবম-দশম শ্রেণির পড়াশোনা

ফিন্যান্স ও ব্যাংকিং * পৌরনীতি ও নাগরিকতা

ফিন্যান্স ও ব্যাংকিং

Icon

মোহাম্মদ মনিরুজ্জামান সরকার

প্রকাশ: ১২ মে ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, মিরপুর, ঢাকা

অর্থায়নের উৎস

১. ব্যবসায় অর্থায়ন কী?

উত্তর : ব্যবসায় প্রতিষ্ঠান মুনাফা অর্জনের উদ্দেশ্যে তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্য যে অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করে তাকে ব্যবসায় অর্থায়ন বলে।

২. দীর্ঘমেয়াদি অর্থায়ন কী?

উত্তর : ব্যবসায়ের দীর্ঘমেয়াদি প্রয়োজন মেটানোর জন্য পাঁচ বছরের অধিক সময়ের জন্য যে অর্থায়ন করা হয় তাকে দীর্ঘমেয়াদি অর্থায়ন বলে।

৩. অবণ্টিত মুনাফা কী?

উত্তর : মুনাফার যে অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন না করে ব্যবসায়ে বিনিয়োগ করা হয় তাই অবণ্টিত মুনাফা।

৪. স্বল্পমেয়াদ বলতে কোন সময়কে বোঝানো হয়?

উত্তর : স্বল্পমেয়াদ বলতে ১ বছর বা এর চেয়ে কম সময়কে বোঝানো হয়।

৫. কাঁচামাল ক্রয়ের জন্য কোন মেয়াদি অর্থের প্রয়োজন?

উত্তর : স্বল্পমেয়াদি অর্থের প্রয়োজন।

৬. ব্র্যাক কোন ধরনের প্রতিষ্ঠান?

উত্তর : ব্র্যাক একটি বেসরকারি প্রতিষ্ঠান (এনজিও)

৭. গ্রামীণ ব্যাংকের প্রধান বৈশিষ্ট্য কী?

উত্তর : জামানতবিহীন ঋণ প্রদান করা।

৮. ঋণ কাকে বলে?

উত্তর : নিজস্ব সম্পদ ঘাটতি হলে বাহ্যিক উৎস থেকে সুদের বিনিময়ে অর্থ সংগ্রহ করাকে ঋণ বলে।

৯. বহিস্থ তহবিল কী?

উত্তর : মূলত প্রতিষ্ঠানের বাইরের যেসব উৎস থেকে তহবিল সংগ্রহ করা হয় তাই বহিস্থ তহবিল।

১০. লিজিং কী?

উত্তর : যখন কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় না করে দীর্ঘমেয়াদের জন্য ভাড়া নেয়া হয় তখন তাকে লিজিং বলে।

১১. লভ্যাংশ প্রদান অনুপাত নীতি কী?

উত্তর : যে নীতি অনুযায়ী কোম্পানি প্রতি বছর আয়ের কত অংশ লভ্যাংশ প্রদান করবে তা নির্দিষ্ট করে তাকে লভ্যাংশ প্রদান অনুপাত নীতি বলে।

১২. বিনিয়োগকারীরা শেয়ারবাজারে বিনিয়োগের বিকল্প হিসেবে কী ক্রয় করে?

উত্তর : বাণিজ্যিকপত্র।

১৩. বড় অঙ্কের ঋণকে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত করে বিক্রয়ের মাধ্যমে তহবিল সংগ্রহ করাকে কী বলে?

উত্তর : বড় অঙ্কের ঋণকে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত করে বিক্রয়ের মাধ্যমে তহবিল সংগ্রহ করাকে ঋণপত্র বলে।

১৪. সঞ্চয়ের উৎস কোন ধরনের ব্যবসায়ের জন্য উপযোগী?

উত্তর : এক মালিকানা ও অংশীদারি।

১৫. স্বল্পমেয়াদি তহবিলের উৎস কয়টি?

উত্তর : স্বল্পমেয়াদি তহবিলের উৎস ২টি।

১৬. গ্রামীণ ব্যাংক কোন ধরনের ঋণ দেয়?

উত্তর : গ্রামীণ ব্যাংক স্বল্পমেয়াদি ক্ষুদ্রঋণ প্রদান করে।

১৭. অর্থায়নের উৎস কয়টি?

উত্তর : অর্থায়নের উৎস সাধারণত ২টি।

পৌরনীতি ও নাগরিকতা

দেওয়ান সামছুর রহমান

সিনিয়র শিক্ষক,

গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ

পৌরনীতি ও নাগরিকতা

[পূর্বে প্রকাশিত অংশের পর]

২৭। সমাজের সংজ্ঞা বিশ্লেষণ করলে কয়টি বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

ক) একটি খ) দুটি গ) তিনটি ঘ) চারটি

২৮। ‘যে সমাজে বাস করে না, সে হয় পশু, না হয় দেবতা’- কার উক্তি?

ক) টলস্টয় খ) জনলক

গ) অ্যারিস্টটল ঘ) সক্রেটিস

২৯। কোনটি একটি রাজনৈতিক প্রতিষ্ঠান?

ক) রাষ্ট্র খ) সমাজ গ) পরিবার ঘ) বিদ্যালয়

৩০। পৃথিবীতে ছোট বড় মিলিয়ে কয়টি রাষ্ট্র রয়েছে?

ক) প্রায় ১০০টি খ) প্রায় ১৫০টি

গ) প্রায় ২০০টি ঘ) প্রায় ২৫০টি

৩১। অধ্যাপক গার্নারের সংজ্ঞা বিশ্লেষণ করলে রাষ্ট্রের কয়টি উপাদান পাওয়া যায়?

ক) একটি খ) দুটি গ) তিনটি ঘ) চারটি

৩২। কোনটি রাষ্ট্র গঠনের অপরিহার্য উপাদান?

i) জনসমষ্টি ii) খনিজসম্পদ iii) সার্বভৌমত্ব

নিচের কোনটি সঠিক?

ক) i খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

৩৩। ভারতের জনসংখ্যা কত?

ক) ১১১ কোটি খ) ১২১ কোটি

গ) ১৩১ কোটি ঘ) ১৫১ কোটি

৩৪। বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থল সীমানা চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?

ক) ২০১০ খ) ২০১২ গ) ২০১৫ ঘ) ২০১৭

৩৫। বাংলাদেশের চেয়ে রাষ্ট্রের ক্ষেত্রফল বড় কোনটির?

i) গণচীন ii) ভারত iii) কানাডা

নিচের কোনটি সঠিক?

ক) i খ) ii গ) i ও ii ঘ) i, ii ও iii

৩৬। কয়টি বিভাগ নিয়ে সরকার গঠিত হয়?

ক) দুটি খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি

৩৭। বাংলাদেশে কী ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত?

ক) সংসদীয় সরকার খ) রাষ্ট্রপতিশাসিত সরকার

গ) একনায়কতান্ত্রিক সরকার

ঘ) রাজতান্ত্রিক সরকার

৩৮। সার্বভৌমত্বের কয়টি দিক রয়েছে?

ক) পাঁচটি খ) চারটি গ) তিনটি ঘ) দুটি

উত্তর : ২৭খ ২৮গ ২৯ক ৩০গ ৩১ঘ ৩২গ ৩৩খ ৩৪গ ৩৫ঘ ৩৬খ ৩৭ক ৩৮ঘ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম