অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা
ইসলাম ও নৈতিক শিক্ষা
মো. মুজাম্মেল হক
প্রকাশ: ১২ মে ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিনিয়র শিক্ষক, মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা
অনুধাবনমূলক প্রশ্নোত্তর : ১ম অধ্যায়
১. আকইদ বলতে কী বোঝায়?
উত্তর : আকাইদ শব্দটির আকিদাহ শব্দের বহুবচন। এর অর্থ বিশ্বাসমালা।
ইসলাম ধর্মের অনুসারী হওয়ার জন্য সর্বপ্রথম মৌলিক কতিপয় বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে হয়। যেমন- আল্লাহতায়ালা, নবী-রাসূল, ফেরেশতা, আখেরাত ইত্যাদি ওপর বিশ্বাস স্থাপন করা। ইসলামের এরূপ মৌলিক বিষয়গুলোর ওপর বিশ্বাসকে আকাইদ বলা হয়।
২। ইমান বলতে কী বোঝায়?
উত্তর : ইমান শব্দের অর্থ বিশ্বাস।
ইসলামী পরিভাষায়, শরিয়তের যাবতীয় বিধি-বিধান অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং তদানুযায়ী আমল করাকে ইমান বলে। প্রকৃত অর্থে আল্লাহতায়ালা, নবী-রাসূল, ফেরেশতা, আখেরাত, তকদির ইত্যাদি বিষয় মনে-প্রাণে বিশ্বাস করা ও মেনে নেয়াই হল ইমান। যে ব্যক্তি এসব বিষয়কে আন্তরিকভাবে বিশ্বাস করেন তিনি হলেন মুমিন।
৩। আসমানি কিতাবগুলো বিশ্বাসের প্রয়োজন কেন?
উত্তর : আসমানি কিতাবগুলোতে বিশ্বাস স্থাপন করা ইমানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।
আসমানি কিতাবগুলো আল্লাহতায়ালার স্বীয় পরিচয় ও ক্ষমতার বর্ণনা প্রদান করেছেন। এই কিতাবগুলোয় আল্লাহ মানুষের জীবন যাপনের জন্য নানা আদেশ-নিষেধ প্রদান করেছেন। এছাড়া ইমানের সাতটি মৌলিক বিষয়ের মধ্যে এটি অন্যতম। আসমানি কিতাবগুলো বিশ্বাস ছাড়া পরিপূর্ণ ইমানদার হওয়া যায় না। তাই আসমানি কিতাবগুলোতে বিশ্বাসের প্রয়োজনীয়তা অপরিসীম।
৪। তকদিরে বিশ্বাস বলতে কী বোঝায়?
উত্তর : তকদির শব্দটি কাদারুন থেকে নিষ্পন্ন। এর অর্থ ভাগ্য নির্ধারণ করা, ব্যবস্থাপনা ইত্যাদি। ইসলামী পরিভাষায় সৃষ্টির যাবতীয় বিষয় তথা ভালো-মন্দ, উপকার-অপকার ইত্যাদির স্থান-কাল এবং এসবের শুভ ও অশুভ পরিণাম আগে থেকে নির্ধারিত হওয়া, তাই দুনিয়ার জীবনে সুখে আত্মহারা হওয়া যাবে না আবার দুঃখে দিশেহারা হওয়া যাবে না। এই বিশ্বাস এবং কর্মই হল তকদিরে বিশ্বাস।
৫। নিফাক বলতে কী বোঝায়?
উত্তর : নিফাক শব্দের অর্থ ভণ্ডামি, কপটতা, প্রতারণা, দ্বিমুখীনীতি ইত্যাদি।
ইসলামী শরিয়তের পরিভাষায়, অন্তরে কুফর ও অবাধ্যতা গোপন রেখে মুখে ইসলামকে স্বীকার করার নাম হল নিফাক। যে এরূপ কাজ করে তাকে বলা হয় মুনাফিক।
৬। ‘নিফাক জঘন্যতম পাপ’- বুঝিয়ে লেখ।
উত্তর : অন্তরে কুফর ও অবাধ্যতা গোপন করে মুখে ইসলামকে স্বীকার করার নাম হল নিফাক। নিফাক একটি মারাত্মক পাপ। এটি মানুষের চরিত্র ধ্বংস করে ফেলে। নিফাকের ফলে মানুষ অন্যায় ও অশ্লীল কাজে অভ্যস্ত হয়ে যায়। ফলে মানুষের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিনষ্ট হয়। নিফাকের দ্বারা মানুষের মধ্যে অবিশ্বাস ও সন্দেহের সৃষ্টি হয়। ফলে মানব সমাজে মারামারি, হানাহানি ও অশান্তির সৃষ্টি হয়। সমাজের মানুষের কাছে নিফাককারী বা মুনাফিকরা অপমানিত ও লাঞ্ছিত হয়ে জীবন কাটায়। তাই বলা যায়, নিফাক জঘন্যতম পাপ।
