Logo
Logo
×

টিউটোরিয়াল

প্রাথমিক শিক্ষাসমাপনীর পড়াশোনা

বাংলা

Icon

সবুজ চৌধুরী

প্রকাশ: ১২ মে ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সহকারী শিক্ষক, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মোহাম্মদপুর, ঢাকা

ভাবুক ছেলেটি

[পূর্বে প্রকাশিত অংশের পর]

২। সমার্থক শব্দ লিখ/ শব্দার্থ লিখ

জন্ম - ভূমিষ্ঠ শেষ - সমাপ্ত

কৃতিত্ব - সার্থকতা পাস - উত্তীর্ণ

খ্যাতি - সুনাম অর্জন - লাভ

যোগ - যুক্ত পরাধীন - আবদ্ধ

অস্থায়ী - ক্ষণস্থায়ী প্রতিবাদ - সোচ্চার

দীর্ঘ - লম্বা বাধ্য - বিনীত

বকেয়া - বাকি প্রদান - বর্জন

পরিচিত - চেনা লাভ - উপকার

সত্য - সাচা উদ্ভিদ - বৃক্ষ

জীবন - আয়ুষ্কাল মিল - সাদৃশ্য

ক্ষুদ্র - ছোট প্রেরণ - পাঠানো

আদান - নেয়া সফলতা - সার্থকতা

পাণ্ডিত্যপূর্ণ - জ্ঞানগর্ভ আমন্ত্রণ - দাওয়াত

কল্যাণ - মঙ্গল নিরুদ্দেশ -নিখোঁজ

কল্প - অবাস্তব অব্যক্ত - না-বলা

অদৃশ্য - অদেখা আনন্দ - উল্লাস

অবসর - কর্মহীন সমকক্ষ - সমান

গৌরব - গর্ব

৩। এক কথায় প্রকাশ কর।

বিজ্ঞান নিয়ে যিনি গবেষণা করেন - বিজ্ঞানী

যা বলা হয়নি - অব্যক্ত

বিজয়ের স্মৃতি রক্ষার্থে যে স্তম্ভ - বিজয়স্তম্ভ

যার কোনো খোঁজ পাওয়া যায়নি - নিরুদ্দেশ

যে পালিয়ে গেছে - পলাতক

যা স্থায়ী হয় না - অস্থায়ী

যে বিভিন্ন বিষয় নিয়ে ভাবনা করে - ভাবুক

বিশেষভাবে খুঁটিয়ে খুঁটিয়ে কোনো কিছু দেখা - পর্যবেক্ষণ

যা স্বাধীন নয় - পরাধীন

কোনো কিছু নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা - গবেষণা

অত্যন্ত চঞ্চল যে - দুরন্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম