Logo
Logo
×

টিউটোরিয়াল

এইচএসসি পরীক্ষার্থীদের বাংলা প্রথমপত্র

Icon

ড. সনজিত পাল

প্রকাশ: ১২ মে ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

শিক্ষক, সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ।

রেইনকোট

-আখতারুজ্জামান ইলিয়াস

মুক্তিযুদ্ধকালীন ঢাকার আতঙ্কগ্রস্ত পরিবেশ নিয়ে আখতারুজ্জামান ইলিয়াস রচনা করেন ‘রেইনকোট’ গল্প। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে পাক সেনারা যখন কোণঠাসা, তখন ঢাকায় মুক্তিযোদ্ধারা গেরিলা আক্রমণ শুরু করে। ‘রেইনকোট’ গল্পে এমনই এক গেরিলা আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে রেইনকোট প্রতীকী তাৎপর্যে বর্ণিত হয়েছে। নুরুল হুদা এ গল্পের কথক। তার জবানিতে গল্পের ঘটনাবলি বিবৃত হয়েছে। তার কথনের মাধ্যমেই পাকিস্তানি সেনাবাহিনীর অমানুষিক নির্যাতন ও নারকীয় হত্যাযজ্ঞের মধ্যে ঢাকা শহরের আতঙ্কগ্রস্ত জীবনচিত্র বর্ণিত হয়েছে। সেনাবাহিনীর তলবের কারণে তুমুল বৃষ্টির মধ্যে কলেজে যাওয়ার জন্য নুরুল হুদা মুক্তিযোদ্ধা শ্যালক মিন্টুর রেইনকোটটি পরে। রেইনকোটটি পরার পর ভীতু নুরুল হুদার মধ্যে যে সাহসিকতার জন্ম হয়, তার অনুভূতির জগতে যে ব্যাপক পরিবর্তন সূচিত হয় তা এ গল্পে বিবৃত হয়েছে। কলেজ শিক্ষক নুরুল হুদার ভীতু মনে যে উষ্ণতা, সাহসিকতা ও স্বদেশপ্রেমের উদ্দীপনার জাগরণ হয়েছে তা এ গল্পকে বিশেষ তাৎপর্যময় করে তুলেছে।

‘রেইনকোট’ গল্পটি পড়ার সময় যে দিকগুলো ভালো করে খেয়াল করতে হবে-

‘রেইনকোট’ গল্পে কিছু ঘটনার বর্ণনা সরাসরি আর কিছু ঘটনা গল্প কথকের অতীত স্মৃতি থেকে নেয়া হয়েছে। গল্পের বর্ণনার কেন্দ্রে রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও গেরিলা আক্রমণ। এ গল্পে হাস্যরসাত্মক ভাব যতটা রয়েছে, তার চেয়েও বেশি রয়েছে প্রধান চরিত্রের অনুভূতি বিশ্লেষণ, তার সূক্ষ্ম মনস্তাত্ত্বিক পরিবর্তনের বর্ণনা। গল্পকথকের মনস্তাত্ত্বিক পরিবর্তনের ক্ষেত্রে রেইনকোটের ভূমিকা কেন এত কার্যকর, কেন মুক্তিযোদ্ধা মন্টুর মানসিক শক্তি নুরুল হুদাকে স্পর্শ করেছে, কেন ভীতু প্রকৃতির নুরুল হুদা সাহসী হয়ে উঠেছে, কেন এদেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শহীদ মিনার ভেঙে ফেলার কথা বলা হয়েছে, কেন অনেক শিক্ষক উর্দুতে কথা বলার চেষ্টা করছে, কেন ইসহাককে দেখে কলেজের সবাই তটস্থ থাকে, কেন নুরুল হুদা বারবার বাড়ি পাল্টাচ্ছে, কেন নুরুল হুদাকে মিলিটারিরা ধরে নিয়ে যায়- এসব প্রশ্নের উত্তর গভীরভাবে খুঁজতে হবে।

অনুধাবন প্রশ্ন :

১. দেশে একটাও কলেজ ও শহীদ মিনার অক্ষত নেই কেন?

২. ‘যেন বৃষ্টি পড়ছে মিন্টুর রেইনকোটের ওপর’- ব্যাখ্যা কর।

৩. ‘গুজব ছড়ানো আর গুজবে কান দেয়া সমান অপরাধ’- ব্যাখ্যা কর।

৪. নুরুল হুদা বাসে ওঠার পরবর্তী ঘটনাগুলো বেশ মজার ছিল কেন?

৫. মিলিটারিরা নুরুল হুদাকে কেন ধরে নিয়ে যায়?

৬. মেজর জেনারেলকে দেখে প্রিন্সিপালের মুখ বেগুনি হয় কেন?

৭. উর্দুর প্রফেসর আকবর সাজিদকে সবাই এড়িয়ে চলে কেন?

৮. নুরুল হুদা কেন দোয়া পড়তে পড়তে দরজার দিকে যায়?

৯. বাংলার বর্ষা তো শালারা জানে না- কে, কেন বলেছে?

১০. আসমাকে নিয়ে নুরুল হুদা পারে না কেন?

১১. নুরুল হুদাকে দেখতে মুক্তিযোদ্ধার মতো লাগছিল কেন?

১২. নুরুল হুদা বারবার বাড়ি পাল্টাচ্ছিল কেন?

১৩. আফাজ আহমদ পাকিস্তানের অখণ্ডতা রক্ষার জন্য উদ্বিগ্ন থাকে কেন?

১৪. মিলিটারি প্রাদুর্ভাবের পর থেকে ইসহাককে দেখে কলেজের সবাই তটস্থ থাকে কেন?

১৫. ‘রেইনকোট’ গল্পে ‘মিন্টুর রেইনকোট পরে নুরুল হুদা চমকে ওঠে কেন?

১৬. ‘ছোট মামা গেছে খানসেনাদের মারতে’- ব্যাখ্যা কর।

১৭. মোয়াজ্জিন সাহেব মসজিদের ছাদ থেকে পড়ে গিয়েছিল কেন?

১৮. ‘রাশিয়ায় ছিল জেনারেল উইনটার, আমাদের জেনারেল মনসুন’- ব্যাখ্যা কর।

১৯. ‘ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে কে ভ্যাবাচ্যাকা খায়, কেন খায়? বর্ণনা কর।

২০. ‘টুপির তেজ কি পানিতেও লাগল নাকি?’- ব্যাখ্যা কর।

২১. ‘ক্রাকডাউনের রাত’ বলতে কী বোঝায়? / ক্রাকডাউনের রাতে কী ঘটেছিল- ব্যাখ্যা কর।

২২. নুরুল হুদার কাছে কোন বিষয়টি ‘স্রেফ উৎপাত’ বলে মনে হয়? ব্যাখ্যা কর।

২৩. ‘আব্বু ছোট মামা হয়েছে’ - কে, কাকে বলেছে এবং কেন বলেছে?

২৪. শহীদ মিনারকে পাকিস্তানের শরীরের কাঁটা বলা হয়েছে কেন?

২৫. ‘আব্বু তা হলে মুক্তিবাহিনী’- কে, কেন বলেছে?

২৬. নুরুল হুদাকে মিলিটারিরা সন্দেহ করার কারণ কী? ব্যাখ্যা কর।

২৭. রাস্তায় বের হলে সব সময় পাঁচ কালেমা ঠোঁটের ওপর রেডি রাখতে হয় কেন?

২৮. তিন দিন ফুটপাত বন্ধ ছিল কেন? বর্ণনা কর।

২৯. ‘বর্ষাকালেই তো জুৎ’- কেন বলা হয়েছে? ব্যাখ্যা কর।

৩০. ‘দুশমনকে সম্পূর্ণ কবজা করা গেছে’- কেন এ কথা বলা হয়েছে?

৩১. ‘রেইনকোট’ গল্পে ইসহাক দিন-রাত শুধু উর্দু বলে কেন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম