Logo
Logo
×

টিউটোরিয়াল

বরেণ্য: সমরেশ মজুমদার

Icon

প্রকাশ: ১২ মে ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সমরেশ মজুমদার বিখ্যাত ভারতীয় বাঙালি ঔপন্যাসিক। তিনি জন্মগ্রহণ করেন ১৯৪২ সালের ১০ মার্চ। তার প্রাথমিক শিক্ষা শুরু হয় জলপাইগুড়ি জেলা স্কুল থেকে। তিনি বাংলায় স্নাতক সম্পন্ন করেন কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে এবং মাস্টার্স সম্পন্ন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। কর্মজীবনে তিনি আনন্দবাজার পাবলিশার্স প্রাইভেট লিমিটেডের সঙ্গে যুক্ত ছিলেন। সমরেশ মজুমদারের প্রথম উপন্যাস ‘দৌড়’ ছাপা হয় ১৯৭৬ সালে। তার লেখা উল্লেখযোগ্য উপন্যাসগুলোর মধ্যে রয়েছে- সাতকাহন, তেরো পার্বণ, স্বপ্নের বাজার, কেউ কেউ একা, আকাশ না পাতাল, গর্ভধারিণী, উজান গঙ্গা, ভিক্টোরিয়ার বাগান, সহজপুর কতদূর, টাকা পয়সা, তীর্থযাত্রী, আট কুঠুরি নয় দরজা, অনুরাগ প্রভৃতি। তার ট্রিলজি ‘উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ’ বাংলা সাহিত্য জগতে তাকে বিশেষ খ্যাতির অধিকারী করেছে। সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি সাহিত্য আকাদেমি ও আনন্দ পুরস্কারসহ বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম