Logo
Logo
×

টিউটোরিয়াল

এইচএসসির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি

প্রথমপত্র

Icon

মোস্তাক আহমেদ

প্রকাশ: ২১ জুন ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সহকারী অধ্যাপক (১৬তম বিসিএস)

সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ

১ম পত্রের প্রশ্নব্যাংক তৈরির জন্য অধ্যায় অনুযায়ী বহু নির্বাচনীর যেসব গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে সেসব প্রশ্ন ও উত্তরসহ একটি মানসম্মত প্রশ্নব্যাংক তৈরির উপকরণ দিয়ে সহায়তার চেষ্টা করছি।

প্রথম অধ্যায়- প্রাক-ইসলামী আরব....

* ভৌগোলিক অবস্থা * প্রাচীন সভ্যতা

* ইসলামপূর্ব রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক অবস্থা।

২৭. কিউনিফর্ম কি? উত্তর : সুমোরীয়দের লিখন পদ্ধতি।

২৮. হিব্রু অর্থ কি? উত্তর : ভাড়াটিয়া বা দস্যু।

২৯. স্পার্টা শব্দের অর্থ কি? উত্তর : কর্ষিত বা বোনা জমি।

৩০. সক্রেটিস কে? উত্তর : গ্রিক দার্শনিক।

৩১. প্লেটোর বিখ্যাত গ্রন্থ কোনটি? উত্তর : ঞযব জবঢ়ঁনষরপ.

৩২. হেরোডোটাস কে? উত্তর : ইতিহাসের জনক।

৩৩. আইয়ামে জাহেলিয়া বলতে কি বুঝ?

উত্তর : অন্ধকারের যুগ বা অজ্ঞতার যুগ।

৩৪. আরবের শেকসপিয়ার কাকে বলে?

উত্তর : ইমরুল কায়েসকে।

৩৫. জাহেলিয়া যুগের সময়কাল কত?

উত্তর : মহানবী (সা.)-এর নবুয়তের পূর্ববতী ১০০ বছর (৫১০-৬১০ খ্রিঃ)

৩৬. কাহিন কাবা? উত্তর : ভবিষ্যৎ বক্তা।

৩৭. শেখ কাকে বলে? উত্তর : গোত্র প্রধানকে।

৩৮. সাবয়ুল মুয়াল্লাকাত কি?

উত্তর : সাতটি ঝুলন্ত গীতি কবিতা।

৩৯. আল্লাহর কন্যাখ্যাত মূর্তির নাম কি?

উত্তর : আল উজ্জাহ, আল লাত ও আল মানাহ।

৪০. হানাফী কারা? উত্তর : এক ঈশ্বরবাদে বিশ্বাসীরা।

দ্বিতীয় অধ্যায় : হজরত মুহাম্মদ (সা.)

* মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর মক্কা জীবন ও নবুয়তপ্রাপ্তি

* হিজরত, মদিনা সনদ কারণ ও গুরুত্ব

* প্রাথমিক যুদ্ধসমূহ : বদর, ওহুদ ও খন্দক

* হুদায়বিয়ার সন্ধি-এর গুরুত্ব

* মক্কা বিজয় ও শান্তিনীতি

* বিদায় হজ, বিদায় হজের ভাষণ

* মহানবী (সা.)-এর সংস্কারসমূহ

* মহানবী (সা.)-এর চারিত্রিক গুণাবলি ও কৃতিত্ব

১. মুহাম্মদ (সা.) কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর : ৫৭০ খ্রি.।

২. মুহাম্মদ (সা.)-এর পিতা ও মাতার নাম কী?

উত্তর : পিতার নাম আবদুল্লাহ ও মাতার নাম আমেনা।

৩. মুহাম্মদ (সা.)-এর দাদা আবদুল মুত্তালিব কত সালে মৃত্যুবরণ করেন? উত্তর : ৫৭৯ খ্রি.।

৪. মুহাম্মদ (সা.)-এর ধাত্রী মাতার নাম কী? উত্তর : বিবি হালিমা।

৫. কাকে ‘আল আমীন’ বলা হতো? উত্তর : মুহাম্মদ (সা.)কে।

৬. মহানবী (সা.) কোন পর্বতের গুহায় বসে ধ্যান করতেন?

উত্তর : হেরা পর্বতের গুহায়।

৭. কত সালে মুহাম্মদ (সা.) সিরিয়া গমন করেন?

উত্তর : ৫৮৬ খ্রি.।

৮. কত সালে হিলফ উল ফুজল বা শান্তি সংঘ গঠিত হয়?

উত্তর : ৫৯৫ খ্রি.।

৯. বিবি খাদিজা কে ছিলেন? উত্তর : মহানবী (সা.)-এর স্ত্রী।

১০. ‘হাজরে আসওয়াদ’ কত সালে প্রতিস্থাপন করা হয়?

উত্তর : ৬০৫ খ্রিস্টাব্দে হাজরে আসওয়াদ বা কৃষ্ণ প্রস্তর কাবাগৃহে প্রতিস্থাপন করা হয়।

১১. কত সালে মহানবী (সা.) নবুয়ত লাভ করেন?

উত্তর : ৬১০ খ্রি.।

১২. মদিনার পূর্ব নাম কী? উত্তর : ইয়াসরিব।

১৩. মক্কার পূর্ব নাম কী? উত্তর : মাগরেব।

১৪. প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু হয় কত সালে?

উত্তর : ৬১৩ খ্রি.।

১৫. ৬১৫ সাল কিসের জন্য বিখ্যাত?

উত্তর : আবিসিনিয়ায় মুসলমানদের আশ্রয় গ্রহণের জন্য।

১৬. ৬১৬ সালে কী ঘটেছিল?

উত্তর : কুরাইশদের প্রকাশ্যে ইসলামের বিরোধিতা।

১৭. বিবি খাদিজা ও চাচা আবু তালেবের মৃত্যু কত সালে?

উত্তর : ৬১৯ খ্রি.।

১৮. পবিত্র মেরাজ শরিফ ও আকাবার ১ম শপথ কবে সংঘটিত হয়? উত্তর : ৬২০ খ্রি.।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম