Logo
Logo
×

টিউটোরিয়াল

ইতিহাস: ফখরুদ্দীন মুবারক শাহ

Icon

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ফখরুদ্দীন মুবারক শাহ চৌদ্দ শতকে বাংলার সার্বভৌম শাসক ছিলেন। তার শাসনাধীন এলাকা বর্তমান বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চল নিয়ে গঠিত ছিল। তিনি ছিলেন স্বাধীন মুসলিম সালতানাতের প্রতিষ্ঠাতা। তিনিই বাংলার সার্বভৌম ‘সুলতান’। তার রাজধানী ছিল ঢাকার অদূরে ঐতিহাসিক নগর সোনারগাঁ। ফখরুদ্দীন জাতিতে তুর্কি এবং খুব সম্ভবত তুর্কিদের কারাউনা গোত্রীয় ছিলেন। তিনি দিল্লির তুগলক সুলতানের অধীনে সোনারগাঁয়ের শাসনকর্তা বাহরাম খানের সিলাহদার বা অস্ত্রাগারের তত্ত্বাবধায়ক হিসাবে নিযুক্ত ছিলেন। ১৩৩৭ সালে বাহরাম খানের মৃত্যুর পর ফখরুদ্দীন সোনারগাঁওয়ের শাসন ক্ষমতা করায়ত্ত করেন। ফখরুদ্দীন মোবারক শাহের রাজধানী ছিল সোনারগাঁ। তিনি কুমিল্লা, নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম জয় করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম