এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি
পদার্থবিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রস্তুতি
মো. বদরুল ইসলাম
প্রকাশ: ০৭ জুলাই ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
সহকারী শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, তেজগাঁও, ঢাকা
আলোর প্রতিফলন
[পূর্বে প্রকাশিত অংশের পর]
১৩। নিচের কোনটি গোলীয় বক্রতার ব্যাসার্ধ ১৪ সে. মি. হলে এর ফোকাস দূরত্ব কত?
ক) r = f⁄2 খ) f = r⁄2
গ) f = 2r ঘ) f =2⁄r
১৪। একটি বস্তুর দৈর্ঘ্য 0.1 m এবং গোলীয় দর্পণের রৈখিক বিবর্ধন 0.5 হলে বিম্বের দৈর্ঘ্য কত হবে?
ক) 0.5 m খ) 0.05 m
গ) 5 m ঘ) 50 m
১৫। অবতল দর্পণের ক্ষেত্রে লক্ষবস্তু অসীম দূরে অবস্থিত হলে বিম্ব কিরূপ হয়?
ক) অত্যন্ত খর্বিত খ) খর্বিত
গ) বিবর্ধিত ঘ) বস্তুর সমান
১৬। নিচের কোনটি ডুবোজাহাজের পেরিস্কোপে ব্যবহার করা হয়?
ক) অবতল দর্পণ খ) সমতল দর্পণ
গ) উত্তল দর্পণ ঘ) প্রিজম
১৭। সরল পেরিস্কোপে ব্যবহৃত দুটি সমতল দর্পণের মধ্যবর্তী কোণ কত?
ক) দুটি খ) তিনটি
গ) একটি ঘ) চারটি
১৮। গাড়িতে ব্যবহৃত তিনটি দর্পণের-
ক) দুইটি উত্তল একটি সমতল
খ) দুইটি অবতল একটি উত্তল
গ) তিনটিই অবতল
ঘ) তিনটিই উত্তল
১৯। বিম্বের আকৃতি নির্ভর করে কিসের উপর?
ক) দর্পণের উপর খ) লেন্সের উপর
গ) বস্তুর উপর ঘ) উপরের সবগুলো
২০। সমতল দর্পণে রৈখিক বিবর্ধন কত?
ক) 0 খ) 2
গ) ½ ঘ) 1
২১। আলোর ক্ষেত্রে পরিলক্ষিত হয়-
i) ব্যতিচার
ii) অপবর্তন
iii) বিচ্ছুরণ
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) ii, iii
গ) i, iii ঘ) i, ii, iii
২২। দীপ্তিহীন বস্তু-
i) অন্ধকারে বিড়ালের চোখ
ii) আলোকিত সিনেমার পর্দা
iii) টেবিল
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) iii ঘ) i, iii
২৩। দর্পণ হিসাবে কাজ করে-
i) মসৃণ বরফ ii) পারা লাগানো কাচ
iii) পরিষ্কার পারদ
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii
২৪। নিচের তথ্যসমূহ লক্ষ কর-
i) উত্তল দর্পণ একটি অপসারী দর্পণ
ii) উত্তল দর্পণ একটি অভিসারী দর্পণ
iii) উত্তল দর্পণে প্রতিফলিত রশ্মির এক বিন্দুতে মিলিত হয় না
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) ii
গ) iii ঘ) i, iii
২৫। বাস্তব বিম্ব-
i) চোখে দেখা যায় ii) পর্দায় ফেলা যায়
iii) অবতল দর্পণে উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii
২৬। পেরিস্কোপ ব্যবহার করা হয়-
i) ভিড়ের মধ্যে খেলা দেখা
ii) উঁচু দেয়ালের উপর দিয়ে দেখা
iii) শত্রু সৈন্যের গতিবিধি পর্যবেক্ষণ
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii
২৭। টেলিফোন তৈরিতে ব্যবহৃত হয়-
i) সমতল দর্পণ
ii) অবতল দর্পণ
iii) উত্তল দর্পণ
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii
২৮। সমতল দর্পণ ব্যবহৃত হয়-
i) পেরিস্কোপ ii) সেলুন iii) চোখ পরীক্ষায়
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii
২৯। উত্তল দর্পণ ব্যবহৃত হয়-
i) গাড়িতে
ii) রাস্তার লাইটে
iii) শপিংমলে
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) ii, iii
গ) i, iii ঘ) i, ii, iii
৩০। অবতল দর্পণে বিবর্ধন-
i) m > 1 ii) m < 1 iii) m = 1
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii
একটি সমতল দর্পণের সামনে 1.44 মিটার লম্বা একজন ব্যক্তি নিজ অবস্থান স্থির রেখে দেখল তার ডান হাতের ঘড়ি বাম দিকে অবস্থান করছে।
উপরের তথ্যের আলোকে ৩১ থেকে ৩৩ নং প্রশ্নের উত্তর দাও
৩১। ব্যক্তির বিম্বের দৈর্ঘ্য কত?
ক) 0.72 মিটার খ) 1.44 মিটার
গ) 2.88 মিটার ঘ) 1 মিটার
৩২। বিবর্ধন কত?
ক) 1.44 খ) 0.72
গ) 1 ঘ) 2.88
৩৩। দর্পণের ন্যূনতম দৈর্ঘ্য কত?
ক) 0.72 মিটার খ) 1.44 মিটার
গ) 2.88 মিটার ঘ) 14.4 মিটার
অবতল দর্পণের চিত্র নিচে দেওয়া আছে।
উপরের তথ্যের আলোকে ৩৪ ও ৩৫ নং প্রশ্নের উত্তর দাও:
৩৪। P-বিন্দুর অবস্থান কোথায়?
ক) মেরু খ) প্রধান ফোকাস
গ) বক্রতার কেন্দ্রে ঘ) গৌণ অক্ষে
৩৫। P-এর প্রতিবিম্ব হবে-
i) অসীমে
ii) C এবং F-এর মাঝে
iii) অত্যন্ত বিবর্ধিত
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii
উত্তর : ১ঘ ২গ ৩খ ৪খ ৫ক ৬খ ৭খ ৮ক ৯ক ১০গ ১১ক ১২খ ১৩খ ১৪খ ১৫ক ১৬ঘ ১৭ক ১৮ঘ ১৯ঘ ২০ঘ ২১ঘ ২২গ ২৩ঘ ২৪ঘ ২৫ঘ ২৬ঘ ২৭ঘ ২৮ক ২৯ঘ ৩০ঘ ৩১খ ৩২গ ৩৩ক ৩৪খ ৩৫খ।
