Logo
Logo
×

টিউটোরিয়াল

নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা

বাংলা দ্বিতীয়পত্র

Icon

উজ্জ্বল কুমার সাহা

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা

ছবি: সংগৃহীত

প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা

বহুনির্বাচনি প্রস্তুতি

১. যেসব শব্দ তাদের আভিধানিক অর্থে ব্যবহৃত না হয়ে অন্য অর্থে ব্যবহৃত হয় তাদের কী বলে?

ক. বাচ্যার্থ √খ. লক্ষ্যার্থ

গ. মৌলিক অর্থ ঘ. বাগধারা

২. “এবার ট্রেনে উঠা যাক”-বাক্যটি কোন বাচ্যের উদাহরণ?

ক. কর্তৃবাচ্যের √খ. ভাববাচ্যের

গ. কর্ম কর্তৃবাচ্যের ঘ. কর্মবাচ্যের

৩. বাক্যে কোন যতি চিহ্নের প্রয়োগে থামার প্রয়োজন নেই?

ক. কমা √খ. হাইফেন

গ. উদ্ধরণ চিহ্ন ঘ. কোলন

৪. ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বর্তমানে বাংলা ভাষার স্থান কততম?

√ক. চতুর্থ খ. পঞ্চম গ. ষষ্ঠ ঘ. সপ্তম

৫. বাক্যতত্ত্বের অপর নাম কী?

ক. ভাষা খ. প্রাতিপদিক

√গ. পদক্রম ঘ. সাধিত শব্দ

৬. বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি?

ক. ২টি √খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি

৭. ‘ড়’ ও ‘ঢ়’ ধ্বনি দুটিকে কী ধ্বনি বলে?

ক. ঘোষ ধ্বনি খ. শিশ ধ্বনি

গ. কল্পনাজাত ধ্বনি √ঘ. তাড়নজাত ধ্বনি

৮. বউদিদি>বউদি, বড়দাদা>বড়দা কোন নিয়মে পরিবর্তিত হয়েছে?

√ক. ব্যঞ্জনচ্যুতি খ. ব্যঞ্জন বিকৃতি

গ. বিষমীভবন ঘ. সমীভবন

৯. কোন বানানটি অশুদ্ধ?

ক. ঘরণি খ. সুবর্ণ গ. অনুষঙ্গ √ঘ. ফটোস্ট্যাট

১০. কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ?

ক. পরস্পর খ. সংরক্ষণ √গ. পরিষ্কার ঘ. উল্লাস

১১. কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ?

ক. পরিষ্কার √খ. পরস্পর গ. পুরস্কার ঘ. পরিচ্ছদ

১২. ‘রাশি রাশি ধান’ কোন অর্থে দ্বিরুক্ত?

√ক. আধিক্য অর্থে খ. সামন্য অর্থে

গ. তীব্রতা অর্থে ঘ. ধারাবাহিক অর্থে

১৩. কোনটি ক্রম বা পূরণবাচক সংখ্যা?

ক. পাঁচই খ. ছয় √গ. সপ্তম ঘ. আট

১৪. কেবল অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত বহুবচন বোধক শব্দ/প্রত্যয় কোনটি?

ক. ফুল √খ. মালা/রাজি/রাশি গ. সমাজ ঘ. মণ্ডলী

১৫. কোনটি রূঢ়ি শব্দ?

ক. রাজপুত্র খ. কর্তব্য √গ. প্রবীণ/প্রধান ঘ. গোলাপ

১৬. “তিনি সৎ, তাই সকলেই তাকে শ্রদ্ধা করে”-এখানে ‘তাই’ অব্যয়টি-

√ক. সংযোজক অব্যয় খ. বিয়োজক অব্যয়

গ. সমুচ্চয়ী অব্যয় ঘ. সংকোচক অব্যয়

১৭. অনুসর্গ অব্যয় কোন নামে পরিচিত?

ক. অনুকার অব্যয় খ. অনন্বয়ী অব্যয়

গ. নিত্যসম্বন্ধীয় অব্যয় √ঘ. পদান্বয়ী অব্যয়

১৮. যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি?

ক. মাথা ঝিম্ ঝিম্ করছে খ. দই বাসি হলে টকে

√গ. ঘটনাটা শুনে রাখ ঘ. এখন গোল্লায় যাও

১৯. উপমান কর্মধারয় সমাস কোনটি?

ক. মুখচন্দ্র খ. ক্রোধানল √গ. তুষারশুভ্র ঘ. মনমাঝি

২০. ‘রূপক কর্মধারয়’-এর সমাপদ কোনটি?

ক. মহাপুরুষ খ. ঘনশ্যাম

√গ. বিষাদসিন্ধু ঘ.তুষারশুভ্র

২১. যেসব ধাতু বিশ্লেষণ করা সম্ভব নয়, রূপ বা গঠনের দিক থেকে ন্যূনতম একক সেগুলোকে বলা হয়-

√ক.মৌলিক ধাতু খ.যৌগিক ধাতু

গ. সাধিত ধাতু ঘ.সংযোগমূলক ধাতু

জীববিজ্ঞান

মো. বদরুল ইসলাম

সহকারী শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, তেজগাঁও, ঢাকা

কোষ বিভাজন

[পূর্বে প্রকাশিত অংশের পর]

১০। কোন প্রকৃতির কোষ বিভাজনের ফলে জীবজগতের গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা বজায় থাকে?

উত্তর : মাইটোসিস

১১। প্যাপিলোমা ভাইরাসের কোন দুইটি জীন ক্যান্সার তৈরির জন্য দায়ী? উত্তর : ই৬ ও ই৭

১২। উদ্ভিদের ভ্রূণমূল ও ভ্রূণমুকুল-এ কোন ধরনের কোষ বিভাজন ঘটে? উত্তর : মাইটোসিস

১৩। কোষ বিভাজনের কোন পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে?

উত্তর : প্রো-মেটাফেজ

১৪। কোন কোষ বিভাজনকে ইকুয়েশনাল বিভাজন বলে?

উত্তর : মাইটোসিস

১৫। মাইটোসিস কোষ বিভাজনের শেষ পর্যায়ের নাম কী?

উত্তর : টেলাফেজ

১৬। প্রোফেজ পর্যায়ে ক্রোমোসোম কী অবস্থায় থাকে?

উত্তর : কুণ্ডলিত

১৭। কোন কোষ বিভাজনে নিউক্লিয়াস ও ক্রোমোসোম একবার বিভাজিত হয়? উত্তর : মাইটোসিস

১৮। স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী স্থানকে কী বলে?

উত্তর : ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল

১৯। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়? উত্তর : অ্যানাফেজ

২০। প্রোফেজ পর্যায়ে ক্রোমোসোম কয় ভাগে বিভক্ত হয়?

উত্তর : ২ ভাগে

২১। কোন ধাপে নিউক্লিয়াস আকারে বড় হয়?

উত্তর : প্রোফেজ

২২। কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোসোমগুলো দুই মেরুর মাঝখানে অবস্থান করে? উত্তর : মেটাফেজ

২৩। কোন ধাপে বাহুদ্বয় অনুগামী হয়? উত্তর : প্রোফেজ

২৪। মাইটোসিস কোষ বিভাজন কয়টি ধাপে সম্পন্ন হয়?

উত্তর : ৫

২৫। মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়? উত্তর : মেটাফেজ

২৬। কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারগুলো দুভাগে বিভক্ত হয়? উত্তর : অ্যানাফেজ

২৭। কোষ বিভাজনের কোন ধাপে পানি হ্রাস পায়?

উত্তর : প্রোফেজ

২৮। ‘V’ আকৃতির ক্রোমোজোমকে কী বলে?

উত্তর : মেটাসেন্ট্রিক

২৯। কোষ বিভাজনের কোন ধাপে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়?

উত্তর : প্রো-মেটাফেজ

৩০। অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি কী?

উত্তর : J

৩১। কোন পর্যায়ে নিউক্লিওলাসের পুনঃআবির্ভাব ঘটে?

উত্তর : টেলাফেজ

৩২। ‘I’-এর মতো আকার ধারণকারী ক্রোমোজোমগুলোকে কী বলে? উত্তর : টেলাসেন্ট্রিক

৩৩। অ্যানাফেজ পর্যায়ে ক্রোমোসোমগুলোর আকার কেমন? উত্তর : V, L, J আকারের

৩৪। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোসোম সর্বাধিক খাটো ও মোট হয়?

উত্তর : মেটাফেজ

৩৫। কোন ধাপে অপত্য ক্রোমোসোমগুলো পানি শোষণ করে সরু ও লম্বা হয়? উত্তর : টেলাফেজ

৩৬। কোষ বিভাজনের প্রস্তুতিমূলক পর্যায়কে কী বলে?

উত্তর : ইন্টারফেজ

৩৭। জীবদেহে ক্ষতস্থান পূরণ করতে কোন কোষ বিভাজন ভূমিকা রাখে?

উত্তর : মাইটোসিস

৩৮। অ্যানাফেজ পর্যায়ের সেন্ট্রোমিয়ার কত ভাগে বিভক্ত?

উত্তর : ২ ভাগে

নবম-দশম শ্রেণি শিক্ষার্থী পড়াশোনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম