Logo
Logo
×

টিউটোরিয়াল

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞান

Icon

মো. কামরুজ্জামান

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞান

ছবি: সংগৃহীত

সিনিয়র শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা

উদ্ভিদের বংশবৃদ্ধি

[পূর্বে প্রকাশিত অংশের পর]

১৭৯। শস্যকণা উৎপন্ন হয় নিচের কোন উৎস থেকে?

ক) ডিম্বাণু ও পুং গ্যামেট খ) পুং গ্যামেট ও মুখ্য কেন্দ্রিকা

গ) স্ত্রী গ্যামেট ও গৌণ কেন্দ্রিকা √ঘ) পুং গ্যামেট ও গৌণ কেন্দ্রিকা

১৮০। সম্পূর্ণ ফুলের অংশ-

i) পুষ্পাক্ষ ii) বৃন্ত iii) পাপড়ি

নিচের কোনটি সঠিক?

ক) i খ) ii

√গ) i ও iii ঘ) i, ii ও iii

১৮১। বীজত্বকের ভিতরের স্তরের নাম কি?

ক) চেষ্টা √খ) টেগমেন

গ) ভ্রূণমূল ঘ) ভ্রূণকাণ্ড

১৮২। ফুলের অত্যাবশকীয় স্তবক কোনটি?

ক) বৃতি √খ) পুংস্তবক

গ) দল ঘ) পুষ্পাক্ষ

১৮৩। পরাগনালিতে কয়টি পুং গ্যামেট সৃষ্টি হয়?

√ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি

১৮৪। কোন ফুলের ডিম্বাশয় ফল সৃষ্টিতে অংশ নেয়?

√ক) আতা খ) আপেল গ) ডুমুর ঘ) চালতা

১৮৫। কোন বীজের অঙ্কুরোদগমে বীজপত্রটি মাটির ভিতরে থেকে যায়?

ক) কুমড়া খ) রেড়ী √গ) ধান ঘ) তেঁতুল

১৮৬। নিচের কোনটিতে মূল থেকে শিশু উদ্ভিদের সৃষ্টি হয়?

√ক) সেগুন খ) রসুন গ) পুদিনা ঘ) কচু

১৮৭। নিষিক্তকরণের পূর্বশর্ত-

ক) ভ্রূণ থলি সৃষ্টি হয় খ) পরাগনালি সৃষ্টি

গ) সশ্য কলা সৃষ্টি √ঘ) জনন কোষ সৃষ্টি

১৮৮। শিম কোন ধরনের ফল?

ক) গুচ্ছফল খ) যৌগিক ফল গ) সরস সরল ফল √ঘ) নীরস সরল ফল

১৮৯। আপেল ফুলের কোন অংশ থেকে ফলে পরিণত হয়-

ক) বৃতি √খ) পুষ্পাক্ষ গ) গর্ভাশয় ঘ) দল

১৯০। ভ্রূণ তৈরি হয় কোন অংশগুলোর সমন্বয়ে?

√ক) ভ্রূণ মূল, ভ্রূণকাণ্ড ও বীজপত্র

খ) ভ্রূণ মূল, ভ্রূণকাণ্ড ও টেগমেন

গ) ভ্রূণ মূল, ভ্রূণকাণ্ড ও এপিকটাইল

ঘ) ভ্রূণ মূল, ভ্রূণকাণ্ড ও টেস্টা

১৯১। নিষেকের ফলে সর্বপ্রথম কী হয়?

√ক) জাইগোট খ) ভ্রূণ গ) বীজ ঘ) চারা

১৯২। কোনটি যৌগিক ফল?

√ক) আনারস খ) আতা গ) কলা ঘ) চালতা

১৯৩। নিচের কোনটি পাতা ঝরিয়ে নিজেই পাতার ন্যায় আচরণ করে?

√ক) ফণিমনসা খ) পাথরকুচি গ) মিষ্টি আলু ঘ) পুদিনা পাতা

১৯৪। কোনটির চোখ থেকে উদ্ভিদের জন্ম হয়?

ক) রাইজোম খ) কন্দ √গ) টিউবার ঘ) বুলবিল

১৯৫। ছোলা বীজের অঙ্কুর বের হয়ে আসে যে পথে তাকে কি বলে?

ক) ইপিকোটাইল খ) হাইপোকোটাইল

গ) টেস্টা √ঘ) মাইক্রোপাইল

১৯৬। স্পোর উৎপাদনের মাধ্যমে বংশবৃদ্ধি করে-

i) Mucor ii) Spyrogyra iii) Penicilium

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii √খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

১৯৭। বাঁশের ফুলে পরাগায়নের জন্য মধুগ্রন্থি প্রয়োজন হয় না। কারণ-

i) তীব্র সুগন্ধ আছে ii) পরাগরেণু খুব হালকা iii) গর্ভমুণ্ড আঁঠালো

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii

√গ) ii ও iii ঘ) i, ii ও iii

নিচের তথ্য থেকে ১৯৮ ও ১৯৯ নং প্রশ্নের উত্তর দাও:

আদর্শফুলের ৫টি অংশ। এ অংশগুলোর একটি বা দুটি না থাকলেও ফুল সৃষ্টি হতে পারে।

১৯৮। সাইকাসে স্ত্রী ফুলের কোন অংশটি নেই?

√ক) গর্ভাশয় খ) ডিম্বক গ) রেণুপত্র ঘ) পুষ্পাক্ষ

১৯৯। উক্ত ফুলের সর্ববাহিরের স্তবকের কাজ-

i) ফুলের সব অংশকে রক্ষা করে ii) অংশটি বিশেষ কারণে রঙিন হতে পারে iii) জননে সরাসরি অংশগ্রহণ করে

নিচের কোনটি সঠিক?

√ক) i ও ii খ) i ও iii

গ) ) ii ও iii ঘ) i, ii ও iii

 

অষ্টম শ্রেণি শিক্ষার্থী বিজ্ঞান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম