Logo
Logo
×

টিউটোরিয়াল

নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা

জীববিজ্ঞান

Icon

মো. বদরুল ইসলাম

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা

ছবি: সংগৃহীত

সহকারী শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল তেজগাঁও, ঢাকা

জীবনীশক্তি

০১। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উপজাত হিসাবে নির্গত হয় কোন গ্যাস? উত্তর : কার্বন-ডাই-অক্সাইড

০২। শক্তির মূল উৎস কী? উত্তর : সূর্য

০৩। কোন যৌগকে জৈব মুদ্রা বলা হয়? উত্তর : ATP

০৪। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় প্রথমে কী উৎপন্ন হয়?

উত্তর : ATP

০৫। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ কোন খাদ্য তৈরি করে? উত্তর : শর্করা

০৬। সূর্যালোক এবং জীবনের মধ্যে যোগসূত্র স্থাপনকারী প্রক্রিয়ার নাম কী? উত্তর : সালোকসংশ্লেষণ

০৭। বায়োএনার্জিটিক্স এর বাংলা অর্থ লিখ।

উত্তর : জীবনীশক্তি

০৮। জীবদেহে জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো কোন শক্তি দ্বারা পরিচালিত হয়? উত্তর : জীবনীশক্তি

০৯। শর্করার ইংরেজি নাম কী? উত্তর : কার্বোহাইড্রেট

১০। সবুজ উদ্ভিদ কোন প্রক্রিয়ায় সৌরশক্তিকে কাজে লাগিয়ে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে?

উত্তর : সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়

১১। সালোকসংশ্লেষণ ঘটনের স্থান কোন টিস্যু?

উত্তর : প্যারেনকাইমা

১২। সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপকরণ কয়টি?

উত্তর : ৪টি

১৩। পানিতে কত ভাগ কার্বন-ডাই-অক্সাইড থাকে?

উত্তর : ০.৩%

১৪। সালোকসংশ্লেষণের সময় ADP কী গ্রহণ করে?

উত্তর : সৌরশক্তি

১৫। ATP-এর তৃতীয় ফসফেট বন্ধনীতে কত ক্যালরি সৌরশক্তি আবদ্ধ হয়? উত্তর : ৭৩০০ ক্যালরি

১৬। স্যার হ্যান্স কে ছিলেন? উত্তর : প্রাণরসায়নবিদ

১৭। সবুজ উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাদ্যশক্তি ব্যবহার করে?

উত্তর : জৈব রসায়ন

১৮। ADP ক্লোরোফিল ও সৌরশক্তির উপস্থিতিতে কী উৎপন্ন করে? উত্তর : ATP

১৯। কোন উদ্ভিদের সালোকসংশ্লেষণের হার বেশি?

উত্তর : জলজ উদ্ভিদের

২০। বায়ুতে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ কত?

উত্তর : ০.০৩%

২১। ATP ভেঙে কী উৎপন্ন হয়? উত্তর : ADP

২২। কোন চক্র সবুজ উদ্ভিদে কার্বন-ডাই-অক্সাইড বিজারণের গতিপথ নয়? উত্তর : ওয়াটসন ও ক্রিক চক্র ২৩। সবুজ উদ্ভিদের প্রস্তুতকৃত খাদ্য ব্যবহারের পর অবশিষ্ট খাদ্য কীসে সঞ্চিত থাকে? উত্তর : পাতায়

২৪। Biological Coin-এর বাংলা অর্থ কী?

উত্তর : জৈবমুদ্রা

ভূগোল ও পরিবেশ

দেওয়ান সামছুর রহমান

সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ

মহাবিশ্ব ও আমাদের পৃথিবী

[পূর্বে প্রকাশিত অংশের পর]

১৮। সর্বশেষ কত সালে হ্যালির ধূমকেতু দেখা গিয়েছিল?

ক. ১৯১০ খ. ১৯২৬ গ. ১৯৭৬ ঘ. ১৯৮৬

১৯। গ্রহের বৈশিষ্ট্য হলো-

i. এদের নিজেদের কোনো আলো বা তাপ নেই ii. এরা তারার মতো মিটমিট করে জ্বলে

iii. সূর্যকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পথে পরিক্রমণ করে

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i ও ii

গ. i ও iii ঘ. i, ii ও iii

২০। উপগ্রহ নেই-

i) বুধের ii) শুক্রের iii) নেপচুনের

নিচের কোনটি সঠিক?

ক) i খ) i ও ii

গ) i ও iii ঘ) ii ও iii

২১। টাইটান কোন গ্রহের উপগ্রহ?

ক) শনি খ) ইউরেনাস গ) মঙ্গল ঘ) নেপচুন

২২। সূর্য কোন বর্ণের নক্ষত্র?

ক) লাল খ) কমলা গ) হলুদ ঘ) আকাশি

২৩। সূর্যের ব্যাস কত?

ক) ১০ লাখ ৮০ হাজার কি.মি.

খ) ১৩ লাখ ৮৪ হাজার কি.মি.

গ) ১৫ লাখ ৮৩ হাজার কি.মি.

ঘ) ১৭ লাখ ৪৮ হাজার কি.মি.

২৪। সূর্যকে কেন্দ্র করে কয়টি গ্রহ ঘুরছে?

ক) ৬টি খ) ৭টি গ) ৮টি ঘ) ৯টি

২৫। সৌরজগতের সর্ববৃহৎ গ্রহ কোনটি?

ক) বৃহস্পতি খ) বুধ গ) মঙ্গল ঘ) শনি

২৬। বুধ হলো-

i) সূর্যের নিকটতম গ্রহ ii) সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ iii) সবচেয়ে উষ্ণতম গ্রহ

নিচের কোনটি সঠিক?

ক) i খ) ii

গ) i ও iii ঘ) i ও ii

২৭। সূর্যকে প্রদক্ষিণ করতে বুধের সময় লাগে-

ক) ৮৮ দিন খ) ২০৮ দিন

গ) ২২৫ দিন ঘ) ৩৬৫ দিন

২৮। সূর্য থেকে বুধের গড় দূরত্ব কত?

ক) ৪.৮ কি.মি. খ) ৪.৮৫ কোটি কি.মি.

গ) ৫.৮ কোটি কি.মি. ঘ) ৮.৫ কোটি কি.মি.

উত্তর : ১৮.ঘ ১৯.গ ২০.খ ২১.ক ২২.গ ২৩.খ ২৪.গ ২৫.ক ২৬.ঘ ২৭.ক ২৮.গ

নবম-দশম শ্রেণি শিক্ষার্থী পড়াশোনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম